Ajker Patrika

বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ৩০ এপ্রিল ২০২১, ২১: ১৫
বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়ে চাকরির সুযোগ

লকডাউনের কারণে দেশের চাকরি বাজার এখন অনেকটাই স্থবির। সরকারি নিয়োগের পরীক্ষাগুলো স্থগিত রাখা হয়েছে। অন্যদিকে বেসরকারি খাতের বড় নিয়োগগুলোও আটকে আছে। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও কিছু নিয়োগ প্রক্রিয়া চালিয়ে নেওয়া হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয়েও চলছে নিয়োগের তোরজোড়।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ‘অধ্যাপক ও সহকারী অধ্যাপক’ পদে তিনজনকে নিয়োগ দেওয়া হবে। ইউরোলজি বিভাগে অধ্যাপক পদে নেওয়া হবে একজনকে। আর নেফ্রোলজি ও নিউরো সার্জারি বিভাগে সহকারি অধ্যাপক হিসেবে নেওয়া হবে দুইজনকে। আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ফরমে আবেদন করতে হবে। মোট ১০ সেট আবেদনপত্র পাঠাতে হবে এই ঠিকানায়- রেজিস্ট্রার, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহবাগ, ঢাকা। আবেদনপত্রের সঙ্গে ১০০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আগামী ২৫ মের মধ্যে ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে। বিস্তারিত দেখুন- https://bsmmu.edu.bd/storage/app/public/administrative-notice/Teacher%20Recruitment%2028.04.21.pdf

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তিনটি পদে পাঁচজনকে নিয়োগ দেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগে একজন অধ্যাপক, নৃ- বিজ্ঞান বিভাগে একজন সহযোগী অধাপক এবং কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন সহযোগী অধ্যাপক নিয়োগ দেওয়া হবে। অধ্যাপকের বেতন স্কেল ৫৬,৫০০- ৭৪,৪০০। সহযোগী অধ্যাপকের বেতন স্কেল ৫০,০০০- ৭১,২০০। যোগ্যতা পূরণ সাপেক্ষে আগ্রহী প্রাথীদের ১১ সেট আবেদনপত্র ১০ জুনের মধ্যে ডাকযোগে পাঠাতে হবে। বিস্তারিত জানা যাবে https://www.sust.edu/about/job-circulars- এই ঠিকানায়।

অধ্যাপক ও সহযোগী অধ্যাপক ছাড়াও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে দুই জনকে জনবল নিয়োগ করবে শাবিপ্রবি। প্রার্থীকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, পাবলিক সার্ভিস কমিশন, সরকারি, আধা সরকারি অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক বা পরীক্ষা-সংক্রান্ত কাজে ছয় বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এ ছাড়া একই ধরনের প্রতিষ্ঠানে আরও চার বছর অন্য পদে কাজ করার অভিজ্ঞতাসহ মোট ১০ বছর কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ, শ্রেণি অথবা সমমানের গ্রেড গ্রহণযোগ্য হবে না।

আগ্রহী প্রার্থীকে আগামী ১০ জুনের মধ্যে ডাকযোগে আট সেট আবেদনপত্র শাবিপ্রবির ঠিকানায় পাঠাতে হবে। শাবিপ্রবি’র ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে আবেদন ফরম। আবেদনপত্রের সঙ্গে ৬০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার সংযুক্ত করতে হবে। আবেদন পাঠানোর ঠিকানা রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট।
আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা, বয়সসীমাসহ বিস্তারিত জানা যাবে https://www.sust.edu/about/notice-board-detail/1302- এখানে।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়

গত ৬ এপ্রিল সাঁট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহায়কের দুই পদে মোট সাতজনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এরপর লকডাউনের কারণে বিভিন্ন প্রতিষ্ঠান নিয়োগ প্রক্রিয়া স্থগিত করেছে। কিন্তু বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, তাঁদের নিয়োগ সংক্রান্ত কাজ চলছে। বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের আবেদন গ্রহণ করা হচ্ছে।
মন্ত্রণালয়টিতে সাঁট-মুদ্রাক্ষরিক-কাম কম্পিউটার অপারেটর পদে নেওয়া হবে একজন আর অফিস সহায়ক পদে নেওয়া হবে ছয়জনকে। প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ ৩০ বছর। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর। আগামী ৭ মে পর্যন্ত আবেদন করা যাবে http://most.teletalk.com.bd- এই লিঙ্ক থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত