প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
একটি প্রতিষ্ঠান বা কোম্পানির সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী ব্যক্তি সিইও। তিনি কোম্পানির সব কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং জবাবদিহি করেন। সিইও প্রতিষ্ঠানের প্রধান কৌশলগত উদ্যোগের জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেন। দীর্ঘমেয়াদি ভূমিকা, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব ও পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডার এবং বহিরাগত স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি সম্পাদন করেন। কোম্পানির মিশন-ভিশনসহ সফলতা এবং ব্যর্থতার জন্যও তিনি দায়ী থাকেন। তিনি সব সময় কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে কোম্পানির সব বিভাগের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও)
প্রধান আর্থিক কর্মকর্তাকে সংক্ষেপে সিএফও বলা হয়। এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কোম্পানি বা প্রতিষ্ঠানের আর্থিক কর্মপরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। বার্ষিক আর্থিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, রেকর্ড কিপিং এবং আর্থিক প্রতিবেদনের তদারকি থেকে শুরু করে আর্থিক খাতের সব ব্যবস্থাপনার কার্যক্রম তিনি পরিচালনা করেন। সিএফও কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করেন। আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে কোম্পানির অন্যান্য কাজ কীভাবে সম্পন্ন করা হবে সে বিষয়ে সিইও এবং সিওওকে আর্থিক কর্মকর্তার প্রতিবেদনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়।
সিএফও আর্থিক খাতের কৌশল এবং পরিকল্পনা নিশ্চিত করেন। পরিচালনা পর্ষদ, বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে সঠিক এবং সময়মতো আর্থিক প্রতিবেদন নিশ্চিত করেন সিএফও। আর্থিক ঝুঁকি, ঋণ বা বাজারে মুদ্রার ওঠানামা ইত্যাদি সম্পর্কে কোম্পানিকে সতর্ক করেন তিনি। এমনকি তিনি কোম্পানির মূলধনের কাঠামোও নির্ধারণ করেন।
চিফ অপারেটিং অফিসার (সিওও)
কোম্পানির দৈনন্দিন সব কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সিওও। কোম্পানির অপারেশনাল পদ্ধতিগুলো দক্ষতার সঙ্গে তিনি নিশ্চিত করেন। সিওও ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের জন্য সিইওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। একই সঙ্গে তাঁকে বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় করে চলতে হয়। কোম্পানির কোনো পণ্য বা সেবার উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত ভিন্ন ভিন্ন মাধ্যম হিসেবে তাঁকে কাজ করতে হয়।
এ ছাড়া তাঁকে কোম্পানির নিজস্ব কৌশলগুলোর সঙ্গে মিল রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হয়। সিওও নিশ্চিত করেন যে, কোম্পানির পরিকল্পনা অনুযায়ী তাঁরা সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করছেন। সাপ্লাই চেইন, প্রোডাকশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্টসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন সিওও। যেসব বিভাগের ক্রস কানেকশন রয়েছে, কাজের ক্ষেত্রে সেগুলোও তাঁকে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিশ্চিত করতে হয়।
প্রধান তিন কর্মকর্তার মাঝে কিছু পার্থক্য
সিইও কৌশল এবং বাহ্যিক সম্পর্কগুলোর দিকে আলাদা গুরুত্ব দিয়ে কাজ করেন। আর্থিক ব্যবস্থাপনায় সিএফও এবং সিওও অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ পরিচালনার বিষয়ে দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা অন্য দুজন প্রধানের প্রতিবেদনের ওপর নির্ভর করে কোম্পানির সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)
একটি প্রতিষ্ঠান বা কোম্পানির সর্বোচ্চ নির্বাহী ক্ষমতার অধিকারী ব্যক্তি সিইও। তিনি কোম্পানির সব কার্যক্রমের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন এবং জবাবদিহি করেন। সিইও প্রতিষ্ঠানের প্রধান কৌশলগত উদ্যোগের জন্য প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করেন। দীর্ঘমেয়াদি ভূমিকা, দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব ও পরিচালনা পর্ষদ, শেয়ারহোল্ডার এবং বহিরাগত স্টেকহোল্ডারদের সঙ্গে যোগাযোগ রক্ষার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো তিনি সম্পাদন করেন। কোম্পানির মিশন-ভিশনসহ সফলতা এবং ব্যর্থতার জন্যও তিনি দায়ী থাকেন। তিনি সব সময় কোম্পানির দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনে কোম্পানির সব বিভাগের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত গ্রহণ করেন।
প্রধান আর্থিক কর্মকর্তা (সিএফও)
প্রধান আর্থিক কর্মকর্তাকে সংক্ষেপে সিএফও বলা হয়। এ পদে নিয়োগপ্রাপ্ত ব্যক্তি কোম্পানি বা প্রতিষ্ঠানের আর্থিক কর্মপরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। বার্ষিক আর্থিক পরিকল্পনা, ঝুঁকি ব্যবস্থাপনা, রেকর্ড কিপিং এবং আর্থিক প্রতিবেদনের তদারকি থেকে শুরু করে আর্থিক খাতের সব ব্যবস্থাপনার কার্যক্রম তিনি পরিচালনা করেন। সিএফও কোম্পানির আর্থিক ব্যবস্থাপনা নিশ্চিত করেন। আর্থিক পরিস্থিতির ওপর নির্ভর করে কোম্পানির অন্যান্য কাজ কীভাবে সম্পন্ন করা হবে সে বিষয়ে সিইও এবং সিওওকে আর্থিক কর্মকর্তার প্রতিবেদনের ওপর নির্ভর করে সিদ্ধান্ত নিতে হয়।
সিএফও আর্থিক খাতের কৌশল এবং পরিকল্পনা নিশ্চিত করেন। পরিচালনা পর্ষদ, বিনিয়োগকারী এবং নিয়ন্ত্রক সংস্থার কাছে সঠিক এবং সময়মতো আর্থিক প্রতিবেদন নিশ্চিত করেন সিএফও। আর্থিক ঝুঁকি, ঋণ বা বাজারে মুদ্রার ওঠানামা ইত্যাদি সম্পর্কে কোম্পানিকে সতর্ক করেন তিনি। এমনকি তিনি কোম্পানির মূলধনের কাঠামোও নির্ধারণ করেন।
চিফ অপারেটিং অফিসার (সিওও)
কোম্পানির দৈনন্দিন সব কার্যক্রমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হলেন সিওও। কোম্পানির অপারেশনাল পদ্ধতিগুলো দক্ষতার সঙ্গে তিনি নিশ্চিত করেন। সিওও ব্যবসায়িক কৌশল বাস্তবায়নের জন্য সিইওর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেন। একই সঙ্গে তাঁকে বিভাগীয় প্রধানদের সঙ্গে সমন্বয় করে চলতে হয়। কোম্পানির কোনো পণ্য বা সেবার উৎপাদন থেকে শুরু করে ভোক্তার হাতে পণ্য পৌঁছানো পর্যন্ত ভিন্ন ভিন্ন মাধ্যম হিসেবে তাঁকে কাজ করতে হয়।
এ ছাড়া তাঁকে কোম্পানির নিজস্ব কৌশলগুলোর সঙ্গে মিল রেখে দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে হয়। সিওও নিশ্চিত করেন যে, কোম্পানির পরিকল্পনা অনুযায়ী তাঁরা সর্বোচ্চ দক্ষতার সঙ্গে কাজ করছেন। সাপ্লাই চেইন, প্রোডাকশন, মার্কেটিং, ম্যানেজমেন্ট, বিজনেস ডেভেলপমেন্টসহ গুরুত্বপূর্ণ বিভাগগুলোর তত্ত্বাবধায়ক হিসেবে কাজ করেন সিওও। যেসব বিভাগের ক্রস কানেকশন রয়েছে, কাজের ক্ষেত্রে সেগুলোও তাঁকে অত্যন্ত দক্ষতার সঙ্গে নিশ্চিত করতে হয়।
প্রধান তিন কর্মকর্তার মাঝে কিছু পার্থক্য
সিইও কৌশল এবং বাহ্যিক সম্পর্কগুলোর দিকে আলাদা গুরুত্ব দিয়ে কাজ করেন। আর্থিক ব্যবস্থাপনায় সিএফও এবং সিওও অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ পরিচালনার বিষয়ে দায়িত্ব পালন করেন। প্রধান নির্বাহী কর্মকর্তা অন্য দুজন প্রধানের প্রতিবেদনের ওপর নির্ভর করে কোম্পানির সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করেন।
বাংলাদেশ ব্যাংকের নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী প্রতিষ্ঠানটির সহকারী পরিচালক (আইসিটি) পদে লিখিত পরীক্ষা আগামী ৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ সেনাবাহিনীতে নারী প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি ৪১তম সরাসরি স্বল্পমেয়াদী কমিশন (এএফএনএস) আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস কোর্সে নারী কর্মী নিয়োগ দেবে। শুক্রবার (৩১ জানুয়ারি) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগেবাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের অঙ্গপ্রতিষ্ঠান যমুনা অয়েল কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটির ২৩ ধরনের শূন্য পদে ৩০ জন নিয়োগ দেওয়া হবে। বুধবার (২৯ জানুয়ারি) আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।
১ দিন আগেইউএস-বাংলা এয়ারলাইনস জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির একটি শূন্য পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। এ নিয়োগ নবীন গ্র্যাজুয়েটদেরও আবেদন করতে উৎসাহিত করা হয়েছে।
১ দিন আগে