Ajker Patrika

বিটিআরসিতে নিয়োগ

আপডেট : ২৩ মার্চ ২০২১, ১৭: ৩১
বিটিআরসিতে নিয়োগ

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ১১ পদে মোট ২৯ জনকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে পদগুলোয় যোগ্যতা পূরণ সাপেক্ষে যোগ দিতে পারেন আপনিও। অনলাইনে পদগুলোর জন্য আবেদন শুরু হবে ২৫ মার্চ থেকে। আবেদন করা যাবে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত।

পদগুলো হচ্ছে-

  • সহকারী পরিচালক- একজন
    প্রশাসন ও মানব সম্পদ
  • সহকারী পরিচালক- একজন
    অর্থ হিসাব রাজস্ব
  • উপ-সহকারী পরিচালক- একজন
    প্রশাসন ও মানব সম্পদ
  • উপ-সহকারী পরিচালক- দুইজন
    অর্থ হিসাব ও রাজস্ব
  • উপ-সহকারী পরিচালক- ছয়জন
    কারিগরি
  • ব্যক্তিগত কর্মকর্তা- দুইজন
  • প্রশাসনিক সহকারি- দুইজন
  • অভ্যর্থনাকারী- একজন
  • ব্যক্তিগত সহকারী- তিনজন
  • কম্পিউটার অপারেটর- একজন
  • হিসাব রক্ষক- একজন

প্রার্থীদের বয়সসীমা
প্রার্থীর বয়স ১ মার্চ, ২০২১ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা /শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স ৩২ বছর। 

আবেদনের নিয়ম
আগ্রহী প্রার্থীরা (http://btrc.teletalk.com.bd/) ওয়েবসাইট থেকে আবেদনপত্র পূরণ করে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত জমা দিতে পারবেন।

আবেদনের যোগ্যতা
প্রতিটি পদে আবেদনের জন্য আবেদনের যোগ্যতা এবং অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন। পদভেদে আবেদনের যোগ্যতা, অভিজ্ঞতা এবং শর্তাবলি জানা যাবে বিটিআরসি'র ওয়েবসাইটে।

প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ সম্পন্ন করা হবে। বিটিআরসি সূত্রে জানা গেছে, আগামী আগস্টে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত