Ajker Patrika

বিসিএস ভাইভা: জিডিপি এবং এনএনপির মধ্যে পার্থক্য কী

উজ্জ্বল হোসেন
বিসিএস ভাইভা: জিডিপি এবং এনএনপির মধ্যে পার্থক্য কী

কারমাইকেল কলেজ থেকে স্নাতক পাস করেন উজ্জ্বল হোসেন। পরে ৪৩তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন। নিজের অভিজ্ঞতার আলোকে বিসিএস পরীক্ষার নমুনা ভাইভা তুলে ধরেছেন তিনি। 

চেয়ারম্যান: আপনি উজ্জ্বল হোসেন?
আমি: জি স্যার। 

চেয়ারম্যান: কোন কলেজ?
আমি: কারমাইকেল কলেজ, রংপুর। 

চেয়ারম্যান: জিডিপি এবং এনএনপি কী?  
আমি: জিডিপি এবং এনএনপি হলো অর্থনীতির দুটি মৌলিক ধারণা। জিডিপি বা মোট দেশজ উৎপাদন হলো একটি দেশের অর্থনৈতিক কার্যকলাপের পরিমাপক। এটি একটি নির্দিষ্ট সময়ের মধ্যে (সাধারণত এক বছর) একটি দেশের মধ্যে উৎপাদিত সব পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্যকে বোঝায়। এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্ট হলো জিডিপি থেকে মূলধনি অবচয় বিয়োগ করে পাওয়া মূল্য। এটি দেশের অর্থনীতির নেট উৎপাদনের পরিমাণ নির্দেশ করে। 

চেয়ারম্যান: জিডিপি এবং এনএনপির মধ্যে পার্থক্য কী?  
আমি: জিডিপি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদনের ওপর জোর দেয়, যা দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্য ও পরিষেবাগুলোর মূল্যমান। জিএনপি দেশের নাগরিকদের বিশ্বজুড়ে উৎপাদনের ওপর জোর দেয়, অর্থাৎ দেশের নাগরিকেরা যেকোনো জায়গায় বাস না করেই তৈরি করা সব পণ্য ও পরিষেবার মূল্যমান।

চেয়ারম্যান: রেমিট্যান্স কী?  
আমি: বিদেশে কর্মরত কোনো নাগরিক বা ব্যক্তি যখন তার নিজের দেশে প্রিয়জনের কাছে অর্থ স্থানান্তর করে, তখন তাকে রেমিট্যান্স বলা হয়। 

এক্সটার্নাল ১: অটোমান সাম্রাজ্য সম্পর্কে জানা আছে?  
আমি: জি স্যার। 

এক্সটার্নাল ১: অটোমান কারা?  
আমি: (বিস্তারিত বললাম।) 

এক্সটার্নাল ১: ওসমানীয় সাম্রাজ্য না বলে অটোমান সাম্রাজ্য বলা হয় কেন?  
আমি: (বিস্তারিত বললাম।)

এক্সটার্নাল ১: যেনিসারি বাহিনী কে গঠন করেন? 
আমি: ওরখান। 

এক্সটার্নাল ১: কাদের নিয়ে গঠন করেন?  
আমি: বিস্তারিত বললাম। 

এক্সটার্নাল ১: যেনিসারি বাহিনী কত সালে গঠিত হয়? 
আমি: ১৩২৬ সালে। 

এক্সটার্নাল ১: মুসলমানরা বহু আগে থেকেই কনস্টান্টিনোপল জয় করার চেষ্টা করেছিলেন, কত সালে মুসলমানরা বিজয় করতে সক্ষম হন? 
আমি: ১৪৫৩ সালে। 

এক্সটার্নাল ১: ওরখান কী জন্য বিখ্যাত?  
আমি: যেনিসারি বাহিনী গঠনের জন্য। 

এক্সটার্নাল ২: বাংলাদেশের আসন্ন নির্বাচনে ভারত এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ কী?  
আমি: ভারত চায় বাংলাদেশে একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার থাকুক, তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্য অহিংস থাকুক। বাংলাদেশে তাদের সিংহভাগ পণ্য আসে, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার সরকার থাকলে ভারতের বিনিয়োগ এবং সীমান্ত সমস্যা থাকবে না, এটা ভারতের স্বার্থ। 

এক্সটার্নাল ২: যুক্তরাষ্ট্রের? 
আমি: যুক্তরাষ্ট্র তার পররাষ্ট্রনীতি এখন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রভাব বৃদ্ধি করার নীতি গ্রহণ করেছে বলে তারই অংশ হিসেবে চীনের উদীয়মান প্রভাব ঠেকাতে বাংলাদেশকে পাশে চায়। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশ যেন তাদের সামরিক জোট, যেমন AUKUS, QUAD, IPS ইত্যাদিতে যোগদান করুক। 

এক্সটার্নাল ২: এখানে আমেরিকার স্বার্থ অর্থনৈতিক নাকি রাজনৈতিক?  
আমি: দুটিই। 

চেয়ারম্যান: আচ্ছা, আপনি এবার আসতে পারেন। 
আমি: এক্সটার্নাল ২-এর কাছ থেকে সার্টিফিকেট নিতে গেলে তিনি বললেন, আপনি প্রাইমারিতে আছেন?  
আমি: ছিলাম স্যার, এখন নেই। 

এক্সটার্নাল ২: এখন খাদ্যতে আছেন?  
আমি: জি স্যার। 

এক্সটার্নাল ২: ইন্সপেক্টর পদে?  
আমি: না স্যার, সাব-ইন্সপেক্টর পদে। প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের ইস্তফা পত্র এবং ফুডের NOC দুটিই জমা দিয়েছিলাম। 

অনুলিখন: শাহ বিলিয়া জুলফিকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত