ইসমাঈল সিদ্দিকী, ইসলামবিষয়ক গবেষক
পরকালে শাস্তি থেকে মুক্তি পেতে আমরা অনেক নেক আমল করে থাকি। কারণ, নেক আমলই পরকালীন জীবনের পুঁজি। কিন্তু জীবন চলার পথে আমরা এমন কিছু গুনাহ করে ফেলি, যা আমাদের খাঁটি ও কবুল হওয়া আমলগুলো নষ্ট করে দেয়। এখানে আমল বিনষ্টকারী চারটি গুনাহের কথা আলোচনা করা হলো—
এক. ইসলাম ধর্ম ত্যাগ করা: আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা নিজের দ্বীন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে।...’ (সুরা বাকারা: ২১৭)
দুই. হিংসা করা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘তোমরা হিংসা থেকে বেঁচে থাকো; কেননা হিংসা নেক আমল এমনভাবে খেয়ে ফেলে (ধ্বংস করে দেয়) যেমন আগুন কাঠখণ্ডকে খেয়ে ফেলে।’ (আবু দাউদ: ৪৯০৩)
তিন. লোকদেখানো ইবাদত করা: মাহমুদ ইবনে লাবিদ থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন, তখন লোকদেখানো ইবাদতকারীকে বলবেন, যাও দুনিয়াতে যাদের তোমরা তোমাদের আমল দেখাতে, দেখো তাদের কাছে কোনো সাওয়াব পাও কি না?’ (মুসনাদে আহমদ: ২৩৬৮১)
চার. গোপনে গুনাহ করা: সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমি আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমলসহ উপস্থিত হবে। আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন।...তারা তোমাদেরই ভাই এবং সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে। কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে।’ (ইবনে মাজাহ: ৪২৪৫)
পরকালে শাস্তি থেকে মুক্তি পেতে আমরা অনেক নেক আমল করে থাকি। কারণ, নেক আমলই পরকালীন জীবনের পুঁজি। কিন্তু জীবন চলার পথে আমরা এমন কিছু গুনাহ করে ফেলি, যা আমাদের খাঁটি ও কবুল হওয়া আমলগুলো নষ্ট করে দেয়। এখানে আমল বিনষ্টকারী চারটি গুনাহের কথা আলোচনা করা হলো—
এক. ইসলাম ধর্ম ত্যাগ করা: আল্লাহ তাআলা বলেন, ‘তোমাদের মধ্যে যারা নিজের দ্বীন থেকে ফিরে যাবে এবং কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে, দুনিয়া ও আখেরাতে তাদের যাবতীয় আমল বিনষ্ট হয়ে যাবে।...’ (সুরা বাকারা: ২১৭)
দুই. হিংসা করা: আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, নবী (সা.) বলেন, ‘তোমরা হিংসা থেকে বেঁচে থাকো; কেননা হিংসা নেক আমল এমনভাবে খেয়ে ফেলে (ধ্বংস করে দেয়) যেমন আগুন কাঠখণ্ডকে খেয়ে ফেলে।’ (আবু দাউদ: ৪৯০৩)
তিন. লোকদেখানো ইবাদত করা: মাহমুদ ইবনে লাবিদ থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন, তখন লোকদেখানো ইবাদতকারীকে বলবেন, যাও দুনিয়াতে যাদের তোমরা তোমাদের আমল দেখাতে, দেখো তাদের কাছে কোনো সাওয়াব পাও কি না?’ (মুসনাদে আহমদ: ২৩৬৮১)
চার. গোপনে গুনাহ করা: সাওবান (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেন, ‘আমি আমার উম্মতের একদল সম্পর্কে অবশ্যই জানি, যারা কিয়ামতের দিন তিহামার শুভ্র পর্বতমালার সমতুল্য নেক আমলসহ উপস্থিত হবে। আল্লাহ তাআলা সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করবেন।...তারা তোমাদেরই ভাই এবং সম্প্রদায়ভুক্ত। তারা রাতের বেলা তোমাদের মতো ইবাদত করবে। কিন্তু তারা এমন লোক যে একান্ত গোপনে আল্লাহর হারামকৃত বিষয়ে লিপ্ত হবে।’ (ইবনে মাজাহ: ৪২৪৫)
আরবি আজান শব্দের অর্থ ঘোষণা। আজান ইসলামের অন্যতম নিদর্শন। পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের জন্য আজানের মাধ্যমেই আহ্বান করা হয়। আজান শুনে আজানের জবাব দেওয়া মহানবী (সা.)-এর সুন্নত। তিনি বলেন, ‘যখন আজান শুনবে, এর জবাবে মুআজ্জিনের অনুরূপ তোমরাও বলবে।’ (সহিহ্ বুখারি: ৬১১)
৪ ঘণ্টা আগেআবু হুরাইরা (রা.) বর্ণনা করেন, আল্লাহর রাসুল (সা.) বলেছেন, প্রতি সোম ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয়, যারা আল্লাহর সঙ্গে শরিক করে না। তবে সে ব্যক্তিকে ক্ষমা করা হয় না, যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর তিনবার বলা হয়, এ দুজনকে আপস...
৪ ঘণ্টা আগেইমান কেবল কয়েকটি বিশ্বাস বা কিছু নিয়মনীতির সমষ্টি নয়; এটি হলো হৃদয়ের এক গভীরতম অনুভূতি, যা আত্মাকে সজীব করে তোলে এবং জীবনকে পরিপূর্ণ করে তোলে। এই অনুভূতির মধ্য দিয়েই একজন মুমিন জীবনের প্রকৃত তৃপ্তি ও প্রশান্তি খুঁজে পায়। ইমানের এই গভীরতাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তুলনা করেছেন এক...
৬ ঘণ্টা আগেএই পৃথিবীটা কেবল মানুষের বিচরণক্ষেত্র নয়। নদী-নালা, গাছপালা, পশুপাখি, প্রকৃতি ও মানুষ প্রভৃতির সমন্বয়েই সুন্দর পৃথিবী। সৃষ্টির শ্রেষ্ঠ জীব হিসেবে পৃথিবীকে সমস্ত মাখলুকের বিচরণযোগ্য রাখা এবং প্রাণীজগতের ওপর দয়াশীল হওয়া মানুষের দায়িত্ব ও কর্তব্য।
৮ ঘণ্টা আগে