ইসলাম ডেস্ক
আল্লাহর ভালোবাসা পাওয়া মুমিনের সবচেয়ে বড় অর্জন। তাঁর প্রিয় হতে চাইলে তাঁর আনুগত্য করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিছু গুণের কথা বলেছেন, যা অর্জনকারীকে তিনি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। যেমন:
এক. মুত্তাকি: মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং আল্লাহকে ভয় করে চলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ৭৬)
দুই. তাওবাকারী: যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাওবা করে, আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: ২২২)
তিন. রাসুল (সা.)-এর অনুসারী: রাসুল (সা.)-এর অনুসরণ মানুষকে আল্লাহ তাআলার কাছে প্রিয় করে তোলে। আল্লাহ তাআলা বলেন, ‘হে রাসুল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার অনুসরণ করো; তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন।’ (সুরা আলে ইমরান: ৩১)
চার. পবিত্রতা অর্জনকারী: আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে।’ (সুরা বাকারা: ২২২)
পাঁচ. ন্যায়বিচারক: ন্যায়বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষের প্রতি ন্যায়বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে, ‘আর তোমরা ন্যায়বিচার করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।’ (সুরা হুজরাত: ৯)
ছয়. আল্লাহর ওপর ভরসাকারী: আল্লাহর ওপর ভরসা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যারা সর্বাবস্থায় মহান আল্লাহর ওপর ভরসা করেন, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এরশাদ হয়েছে, ‘অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো। নিশ্চয়ই আল্লাহ (তাঁর ওপর) নির্ভরশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৫৯)
আল্লাহর ভালোবাসা পাওয়া মুমিনের সবচেয়ে বড় অর্জন। তাঁর প্রিয় হতে চাইলে তাঁর আনুগত্য করতে হবে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা কিছু গুণের কথা বলেছেন, যা অর্জনকারীকে তিনি ভালোবাসেন বলে ঘোষণা দিয়েছেন। যেমন:
এক. মুত্তাকি: মুত্তাকি তথা যারা আল্লাহকে ভয় করে চলে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, ‘অবশ্যই যে তার অঙ্গীকার পালন করে এবং আল্লাহকে ভয় করে চলে, নিশ্চয়ই আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ৭৬)
দুই. তাওবাকারী: যারা আল্লাহর কাছে সবচেয়ে বেশি তাওবা করে, আল্লাহ তাআলা তাদের সবচেয়ে বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয় আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা: ২২২)
তিন. রাসুল (সা.)-এর অনুসারী: রাসুল (সা.)-এর অনুসরণ মানুষকে আল্লাহ তাআলার কাছে প্রিয় করে তোলে। আল্লাহ তাআলা বলেন, ‘হে রাসুল, আপনি বলে দিন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, তবে আমার অনুসরণ করো; তবেই আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন।’ (সুরা আলে ইমরান: ৩১)
চার. পবিত্রতা অর্জনকারী: আল্লাহ তাআলা বলেন, ‘নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন অধিক পবিত্রতা অর্জনকারীদেরকে।’ (সুরা বাকারা: ২২২)
পাঁচ. ন্যায়বিচারক: ন্যায়বিচারকারীকে মহান আল্লাহ তাআলা ভালোবাসেন। আল্লাহ তাআলা মানুষের প্রতি ন্যায়বিচার করার নির্দেশ দিয়েছেন এভাবে, ‘আর তোমরা ন্যায়বিচার করো। নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচারকারীদের ভালোবাসেন।’ (সুরা হুজরাত: ৯)
ছয়. আল্লাহর ওপর ভরসাকারী: আল্লাহর ওপর ভরসা করা মুমিনের অন্যতম বৈশিষ্ট্য। যারা সর্বাবস্থায় মহান আল্লাহর ওপর ভরসা করেন, মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। এরশাদ হয়েছে, ‘অতঃপর তুমি কোনো সংকল্প গ্রহণ করলে আল্লাহর প্রতি নির্ভর করো। নিশ্চয়ই আল্লাহ (তাঁর ওপর) নির্ভরশীলদের ভালোবাসেন।’ (সুরা আলে ইমরান: ১৫৯)
সুখময় পরিবার জীবনের অমূল্য সম্পদ। সুখী সংসারকে বলা হয় দুনিয়ার জান্নাত। পরিবার আমাদের আশ্রয়, ভালোবাসা ও সাহসের উৎস। পরিবারে একে অপরের পাশে থাকলে সব বাধা সহজে অতিক্রম করা যায়। ছোঁয়া যায় ভালোবাসার আকাশ। মাখা যায় সুখের আবেশ। এ ক্ষেত্রে মহানবী (সা.) হতে পারেন উত্তম আদর্শ। কীভাবে তিনি পারিবারিক ও...
১ দিন আগেজুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ। এই দিনে আল্লাহর বিশেষ রহমত বর্ষিত হয়। ইসলামে জুমার দিন সপ্তাহের সেরা হিসেবে বিবেচিত। নবী করিম (সা.) বলেন, পৃথিবীতে যত দিন সূর্য উদিত হবে, তার মধ্যে শ্রেষ্ঠ হলো জুমার দিন। (সহিহ্ মুসলিম: ৮৫৪)। অন্য এক হাদিসে তিনি বলেন, দিবসসমূহের মধ্যে...
১ দিন আগেকৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে ঘিবলি স্টাইল কার্টুন তৈরির বিষয়টি ইসলাম কীভাবে দেখে?
১ দিন আগেতসবি জিকির-আজকারের গুরুত্বপূর্ণ এক উপকরণ। আল্লাহর স্মরণে মুমিনদের সাহায্য করে এই জপমালা। হাতে তসবি, মুখে জিকির—মুমিনের হৃদয়ে ওঠে আল্লাহর প্রেম। যুগ যুগ ধরেই জিকির-আজকারে মুসলমানরা তসবি ব্যবহার করে আসছে। যেমন তুরস্কের কেসেরি প্রদেশের ‘সুওয়াসি সিতি হাতুন’ মসজিদে ৭০০ বছর ধরে ব্যবহৃত হচ্ছে দৃষ্টিনন্দন..
১ দিন আগে