আবদুল আযীয কাসেমি
আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এমন এক দ্বীন দান করেছেন, যেখানে ছোট থেকে ছোট বিষয়ে পর্যন্ত চমৎকার সব নির্দেশনা দেওয়া আছে। স্বয়ং নবীজির যুগেই কিছু অমুসলিম এ বিষয়টি নিয়ে উপহাস পর্যন্ত করেছে।
সালমান ফারসি (রা.) ছিলেন পারস্য থেকে নবীজির সান্নিধ্যে আসা মহান সাহাবি। তিনি বলেন, একদিন এক মুশরিক আমাকে উপহাস করে বলল, ‘তোমাদের নবী তো তোমাদের সবকিছু শেখান, এমনকি কীভাবে মলত্যাগ করতে হবে—তাও শেখান!’ সালমান ফারসি (রা.) তার উপহাসে পাত্তা না দিয়ে একে ঐকান্তিকভাবে গ্রহণ করে বললেন, ‘অবশ্যই। আমাদের নবী আমাদের এ বিষয়টি পর্যন্ত শিখিয়েছেন।
তিনি আমাদের বলেছেন, আমরা যেন প্রস্রাব-পায়খানার সময় কিবলামুখী হয়ে না বসি। ডান হাত দিয়ে যেন ইস্তিঞ্জা না করি। কমপক্ষে তিনটি পাথর (ঢিলা বা টিস্যু) যেন ব্যবহার করি। কোনো হাড় কিংবা গোবর যেন ব্যবহার না করি।’ (মুসলিম: ২৬২)
কত চমৎকার নির্দেশনা! কিবলা আমাদের সবার শ্রদ্ধেয় স্থান। এদিকে ফিরে আমরা নামাজ আদায় করি। কিবলার সঙ্গে জড়িয়ে রয়েছে মহান নবী জাতির পিতা হজরত ইবরাহিম (আ.)-এর স্মৃতি। এ ছাড়া স্বয়ং মহানবী (সা.)-এর স্মৃতিও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। তাই শৌচকর্মের সময় বিষয়টি খেয়াল রাখা উচিত।
ডান হাত দিয়ে ইস্তিঞ্জা না করে ইস্তিঞ্জার জন্য বাম হাত ব্যবহার করা উচিত। প্রিয় নবী (সা.)-এর সুন্নত হলো, প্রতিটি উত্তম কাজে ডান হাত ব্যবহার করা এবং তুলনামূলক নিকৃষ্ট ও অসুন্দর কাজে বাম হাত ব্যবহার করা। প্রকৃতপক্ষে এটি উত্তম রুচির পরিচায়ক। যে হাত দিয়ে আমরা খাবার গ্রহণ করি, সে হাত দিয়ে মলদ্বার পরিষ্কার করার বিষয়টি রুচিবান যে কারও রুচিতেই বাধবে।
কমপক্ষে তিনটি পাথর বা ঢিলা ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন নবীজি। ঢিলার বিকল্প হিসেবে আমরা টিস্যুও ব্যবহার করতে পারি।
আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদেরকে এমন এক দ্বীন দান করেছেন, যেখানে ছোট থেকে ছোট বিষয়ে পর্যন্ত চমৎকার সব নির্দেশনা দেওয়া আছে। স্বয়ং নবীজির যুগেই কিছু অমুসলিম এ বিষয়টি নিয়ে উপহাস পর্যন্ত করেছে।
সালমান ফারসি (রা.) ছিলেন পারস্য থেকে নবীজির সান্নিধ্যে আসা মহান সাহাবি। তিনি বলেন, একদিন এক মুশরিক আমাকে উপহাস করে বলল, ‘তোমাদের নবী তো তোমাদের সবকিছু শেখান, এমনকি কীভাবে মলত্যাগ করতে হবে—তাও শেখান!’ সালমান ফারসি (রা.) তার উপহাসে পাত্তা না দিয়ে একে ঐকান্তিকভাবে গ্রহণ করে বললেন, ‘অবশ্যই। আমাদের নবী আমাদের এ বিষয়টি পর্যন্ত শিখিয়েছেন।
তিনি আমাদের বলেছেন, আমরা যেন প্রস্রাব-পায়খানার সময় কিবলামুখী হয়ে না বসি। ডান হাত দিয়ে যেন ইস্তিঞ্জা না করি। কমপক্ষে তিনটি পাথর (ঢিলা বা টিস্যু) যেন ব্যবহার করি। কোনো হাড় কিংবা গোবর যেন ব্যবহার না করি।’ (মুসলিম: ২৬২)
কত চমৎকার নির্দেশনা! কিবলা আমাদের সবার শ্রদ্ধেয় স্থান। এদিকে ফিরে আমরা নামাজ আদায় করি। কিবলার সঙ্গে জড়িয়ে রয়েছে মহান নবী জাতির পিতা হজরত ইবরাহিম (আ.)-এর স্মৃতি। এ ছাড়া স্বয়ং মহানবী (সা.)-এর স্মৃতিও জড়িয়ে রয়েছে এর সঙ্গে। তাই শৌচকর্মের সময় বিষয়টি খেয়াল রাখা উচিত।
ডান হাত দিয়ে ইস্তিঞ্জা না করে ইস্তিঞ্জার জন্য বাম হাত ব্যবহার করা উচিত। প্রিয় নবী (সা.)-এর সুন্নত হলো, প্রতিটি উত্তম কাজে ডান হাত ব্যবহার করা এবং তুলনামূলক নিকৃষ্ট ও অসুন্দর কাজে বাম হাত ব্যবহার করা। প্রকৃতপক্ষে এটি উত্তম রুচির পরিচায়ক। যে হাত দিয়ে আমরা খাবার গ্রহণ করি, সে হাত দিয়ে মলদ্বার পরিষ্কার করার বিষয়টি রুচিবান যে কারও রুচিতেই বাধবে।
কমপক্ষে তিনটি পাথর বা ঢিলা ব্যবহার করার নির্দেশনা দিয়েছেন নবীজি। ঢিলার বিকল্প হিসেবে আমরা টিস্যুও ব্যবহার করতে পারি।
সর্বশেষ নাজিল হওয়া আসমানি গ্রন্থ পবিত্র কোরআন। বিশ্বমানবের হেদায়াতের জন্য পৃথিবীতে এর আগমন। ইসলামের অনুপম নিদর্শন এবং চিরসত্যের ঐশী বাণী। যার তিলাওয়াত মনে প্রশান্তি আনে। অন্তরে রবের প্রকৃত ভালোবাসা এবং অফুরান তৃপ্তির অনুভূতি জাগায়। ইমান সতেজ ও সবল করে।
৬ ঘণ্টা আগেনামাজ আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ। এটি যেমন আমাদের দৈহিক পবিত্রতা নিশ্চিত করে, তেমনই আত্মাকে পরিশুদ্ধ করে। আজকের এই নামাজের সময়সূচি আমাদের মনে করিয়ে দেয়—জীবনের ব্যস্ততা যতই থাকুক না কেন, আল্লাহর জন্য সময় বের করা আমাদের প্রধান দায়িত্ব।
১২ ঘণ্টা আগেইসলামি শরিয়তে সন্তানের সঠিক পরিচর্যা, নৈতিক উন্নয়ন, পারলৌকিক ও পার্থিব কল্যাণ, উত্তম গুণাবলি, আত্মশুদ্ধি ও আদর্শ নৈতিকতা গড়ে তোলার প্রতি অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, ‘হে ইমানদারগণ, তোমরা নিজেদের এবং তোমাদের পরিবার-পরিজনকে আগুন থেকে রক্ষা করো, যার ইন্ধন হবে মানুষ...
১৮ ঘণ্টা আগেরাগ মানুষের একটি মন্দ স্বভাব—যা মানুষের জীবনের সুখ-শান্তি কেড়ে নেয়। অতিরিক্ত রাগ মানুষের বিবেক বোধকে নষ্ট করে দেয়, স্মৃতিশক্তি লোপ করে এবং সঠিক পথ থেকে বিচ্যুত করে দেয়। তাই ইসলামে রাগ নিয়ন্ত্রণের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়েছে।
১ দিন আগে