Ajker Patrika

ঈদুল ফিতরের নামাজের নিয়ত ও নিয়ম

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ১৮: ৩০
ফাইল ছবি
ফাইল ছবি

ঈদের নামাজ মুসলমানদের জন্য আনন্দ ও কৃতজ্ঞতার একটি বিশেষ উপলক্ষ। এই নামাজে অংশগ্রহণ করে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি উদযাপন করা হয়।

ঈদুল ফিতরের নামাজ মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। এই নামাজ অন্যান্য নামাজের চেয়ে ভিন্ন, কারণ এতে অতিরিক্ত ৬টি তাকবির থাকে। নিচে ঈদের নামাজের সঠিক পদ্ধতি তুলে ধরা হলো:

ঈদুল ফিতরের নামাজের নিয়ত (আরবি)

* নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তায়ালা রাকয়াতা সালাতি ঈদিল ফিতর, মা'আ ছিত্তাতি তাকবীরাতি ওয়াজিবুল্লাহি তায়ালা ইকতাদাইতু বিহাযাল ইমাম,মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কা'আবাতিশ শারীফাতি আল্লাহু আকবার।

ঈদুল ফিতরের নামাজের নিয়ত (বাংলা)

* আমি কিবলামুখি হয়ে ইমামের পেছনে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ ছয় তাকবিরের সঙ্গে আদায় করার নিয়ত করছি, আল্লাহু আকবার।

ঈদুল ফিতরের নামাজের নিয়ম

* ঈদের নামাজ দুই রাকাত। এই নামাজে অতিরিক্ত ৬টি তাকবির রয়েছে। ঈদের নামাজে আজান ও ইকামত নেই।

* প্রথম রাকাত:

* ইমামের সঙ্গে ‘আল্লাহু আকবার’ বলে নিয়ত করে হাত বাঁধতে হবে।

* এরপর সানা পড়তে হবে।

* তারপর অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রথম দুই তাকবিরে হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে এবং তৃতীয় তাকবিরে হাত বাঁধতে হবে।

* এরপর ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।

* সাধারণ নামাজের মতো রুকু ও সিজদা করতে হবে।

* দ্বিতীয় রাকাত:

* ইমাম সূরা ফাতেহা ও অন্য একটি সূরা পাঠ করবেন।

* রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত তিনটি তাকবির দিতে হবে। প্রতি তাকবিরের সময় হাত কান পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিতে হবে।

* চতুর্থ তাকবির বলে রুকুতে যেতে হবে।

* এরপর স্বাভাবিক নামাজের মতো সিজদা ও আত্তাহিয়াতু পড়ে সালাম ফেরাতে হবে।

* ঈদের নামাজ শেষে ইমাম খুতবা দেবেন। খুতবা শোনা ওয়াজিব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টা হতে চেয়েছিলেন আসিফ নজরুল: নাসীরুদ্দীন পাটওয়ারী

শিক্ষার্থীদের অর্থ আত্মসাৎ: বিএসবির খায়রুল বাশারকে আদালতে মারধর

বামপন্থীদের ‘মেরে ঠ্যাং ভেঙে’ দিতে চান ডাকসু নেতা সর্বমিত্র, অভিযোগ ঢাবি শিক্ষার্থীর

পরীক্ষায় অটো পাসের মতো কোনো বিষয় তো সংবিধানে থাকতে পারে না: সালাহউদ্দিন আহমদ

জোটের প্রার্থীদের ইচ্ছেমতো প্রতীক চেয়ে আইন উপদেষ্টাকে বিএনপির লিখিত আবেদন

এলাকার খবর
Loading...