Ajker Patrika

ইসলামের দৃষ্টিতে ভালোবাসা

মুফতি আবু দারদা
আপডেট : ২৬ মার্চ ২০২৩, ১৪: ৫৮
ইসলামের দৃষ্টিতে ভালোবাসা

ভালোবাসা একটি মানবিক অনুভূতি এবং আবেগকেন্দ্রিক অভিজ্ঞতা। বিশেষ কোনো মানুষের জন্য স্নেহের শক্তিশালী বহিঃপ্রকাশই ভালোবাসা। তবে সাধারণত ভালোবাসা বলতে নারী-পুরুষের পারস্পরিক আকর্ষণ, ভালো লাগা, প্রণয় ও পরিণয় ইত্যাদিকেই বোঝানো হয়। ইসলামের দৃষ্টিতে এই ভালোবাসা দোষের কিছু নয়, যদি তা ইসলামের বিধিবদ্ধ নিয়ম মেনে হয়ে থাকে।

ইসলামের দৃষ্টিতে নারী-পুরুষের বৈধ ভালোবাসার একমাত্র পথ বিয়ে। বিয়ের মাধ্যমে নারী-পুরুষ স্বামী-স্ত্রী হয়ে একে অন্যকে ভালোবাসবে, যৌনক্ষুধা নিবারণ করবে এবং আদর্শ পরিবার গঠন করবে—এটিই ইসলামের শিক্ষা। মহানবী (সা.) ও সব নবীগণ বিয়ে করেছেন। তাঁরা স্ত্রীদের গভীরভাবে ভালোবাসতেন। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেছেন, ‘সে ব্যক্তি পূর্ণ মুমিন, যার চরিত্র সুন্দর, তোমাদের মধ্যে সেই উত্তম, যে তার স্ত্রীর কাছে উত্তম।’ (রিয়াদুস সালিহিন: ১/১৯৭)

তবে পবিত্র কোরআনে বিয়েবহির্ভূত যৌনতাকে নিষেধ করা হয়েছে। এতে উৎসাহ দেয় এমন কাজ থেকেও বিরত থাকতে বলা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ‘তোমরা ব্যভিচারের কাছেও যেয়ো না। কেননা, এটা অশ্লীল ও নিকৃষ্ট আচরণ।’ (সুরা বনি ইসরাইল: ৩২০) পবিত্র কোরআনে আল্লাহ তাআলা আরও বলেন, ‘বলে দাও, আমার পালনকর্তা হারাম করেছেন প্রকাশ্য ও গোপন অশ্লীলতা, আর পাপ ও অসংগত বিরোধিতা, কোনো কিছুকে আল্লাহর শরিক করা যার কোনো সনদ তিনি পাঠাননি এবং আল্লাহ সম্পর্কে এমন কিছু বলা, যা তোমরা জানো না।’ (সুরা আরাফ: ৩৩) 

ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চান, রহস্য কী

রামগড়ের ‘রুম পার্টি’ টর্চার সেলের হোতা সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

গাজীপুরে ১০ দফা দাবিতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত