ইসলাম ডেস্ক
গত ২৬ ফেব্রুয়ারি কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেছেন আমিরাতের মহাকাশ গবেষক ড. সুলতান আল-নিয়াদি। তিনি প্রথম আরব নভোচারী হিসেবে আগামী ছয় মাস সেখানে অবস্থান করবেন। তিনি মুসলিম হওয়ায় প্রশ্ন এসেছে, এই সময়ে কীভাবে তিনি রমজানের রোজা ও ঈদ পালন করবেন।
এ প্রশ্নের জবাবে মহাকাশযাত্রার আগে ৪১ বছর বয়সী আল-নিয়াদি সাংবাদিকদের জানান, মহাকাশে থাকাকালীন তাঁকে রমজান মাসের রোজা রাখতে হবে না। তিনি বলেন, ‘আমি ইসলামের বিধান অনুসারে ভ্রমণকারীর সংজ্ঞায় পড়ি। তাই রমজানের রোজা রাখা বা না রাখার সুযোগ আমার রয়েছে। এটি বাধ্যতামূলক নয়।’
আল-নিয়াদি আরও বলেন, ‘এই সময়ে আমাদের সুস্থ থাকার জন্য যা করা দরকার, তা করার অনুমতি আছে। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে আমাদের পর্যাপ্ত খাবার গ্রহণের সুযোগ থাকবে। তবে সুযোগ পেলে আমি রোজা রাখব এবং অন্যদের সঙ্গে আমার খাবার ভাগাভাগি করে নেব।’
সুলতান আল-নিয়াদি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় নভোচারী। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে হাজ্জা আল-মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন কাটিয়েছিলেন।
ড. আল-নিয়াদিই প্রথম মহাকাশে রমজান কাটাচ্ছেন তা নয়, আগেও অনেক মুসলিম মহাকাশে রমজানের রোজা পালন ও নামাজ আদায় করেছেন। ১৯৮৫ সালে সৌদি যুবরাজ সুলতান বিন সালমান মহাকাশে গিয়েছিলেন। প্রথম আরব ও মুসলিম নভোচারী হিসেবে তিনি মার্কিন মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন। মহাকাশে যাত্রার দিন তিনি রোজা রেখেছিলেন।
সূত্র: আরব নিউজ, দ্য ন্যাশনাল
গত ২৬ ফেব্রুয়ারি কয়েকজন বিজ্ঞানীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে যাত্রা করেছেন আমিরাতের মহাকাশ গবেষক ড. সুলতান আল-নিয়াদি। তিনি প্রথম আরব নভোচারী হিসেবে আগামী ছয় মাস সেখানে অবস্থান করবেন। তিনি মুসলিম হওয়ায় প্রশ্ন এসেছে, এই সময়ে কীভাবে তিনি রমজানের রোজা ও ঈদ পালন করবেন।
এ প্রশ্নের জবাবে মহাকাশযাত্রার আগে ৪১ বছর বয়সী আল-নিয়াদি সাংবাদিকদের জানান, মহাকাশে থাকাকালীন তাঁকে রমজান মাসের রোজা রাখতে হবে না। তিনি বলেন, ‘আমি ইসলামের বিধান অনুসারে ভ্রমণকারীর সংজ্ঞায় পড়ি। তাই রমজানের রোজা রাখা বা না রাখার সুযোগ আমার রয়েছে। এটি বাধ্যতামূলক নয়।’
আল-নিয়াদি আরও বলেন, ‘এই সময়ে আমাদের সুস্থ থাকার জন্য যা করা দরকার, তা করার অনুমতি আছে। যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে আমাদের পর্যাপ্ত খাবার গ্রহণের সুযোগ থাকবে। তবে সুযোগ পেলে আমি রোজা রাখব এবং অন্যদের সঙ্গে আমার খাবার ভাগাভাগি করে নেব।’
সুলতান আল-নিয়াদি সংযুক্ত আরব আমিরাতের দ্বিতীয় নভোচারী। এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে হাজ্জা আল-মানসুরি আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ৮ দিন কাটিয়েছিলেন।
ড. আল-নিয়াদিই প্রথম মহাকাশে রমজান কাটাচ্ছেন তা নয়, আগেও অনেক মুসলিম মহাকাশে রমজানের রোজা পালন ও নামাজ আদায় করেছেন। ১৯৮৫ সালে সৌদি যুবরাজ সুলতান বিন সালমান মহাকাশে গিয়েছিলেন। প্রথম আরব ও মুসলিম নভোচারী হিসেবে তিনি মার্কিন মহাকাশ অভিযানে অংশ নিয়েছিলেন। মহাকাশে যাত্রার দিন তিনি রোজা রেখেছিলেন।
সূত্র: আরব নিউজ, দ্য ন্যাশনাল
হালাল পেশাকে ইসলাম মর্যাদার চোখে দেখে। হালাল পেশায় নিযুক্ত শ্রমিকের মর্যাদাও কম নয়। তাঁদের অধিকার নিশ্চিতের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে ইসলাম। প্রিয় নবী (সা.) বলেন ‘শ্রমিকেরা তোমাদেরই ভাই, আল্লাহ তাদের তোমাদের দায়িত্বে অর্পণ করেছেন।
৬ ঘণ্টা আগেইনসাফ ভিত্তিক সমাজ বিনির্মাণে ইসলাম অনন্য। ইসলাম সমাজের সব স্তরের মানুষের অধিকার ও মর্যাদা সুনিশ্চিত করেছে। মালিক-শ্রমিক একজনকে অপরজনের ভাইয়ের মর্যাদা দিয়েছে।
৬ ঘণ্টা আগেকোরআন ও হাদিসে জান্নাতের বিবরণে এর সৌন্দর্য ও শান্তির কথা বহুবার বর্ণিত হয়েছে। এটি প্রতিটি মোমিনের পরম কাঙ্ক্ষিত গন্তব্য। এই গন্তব্যে যেতে হলে মহানবী (সা.)-এর সুপারিশের বিকল্প নেই। তিন ধরনের ব্যক্তির জান্নাতের জিম্মাদারি নবী (সা.) নিয়েছেন।
১ দিন আগেহজ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট কার্যাবলির মাধ্যমে পবিত্র কাবাঘর জিয়ারত করার ইচ্ছা পোষণ করাকেই হজ বলে। পবিত্র কোরআনে এসেছে, ‘মানুষের মধ্যে যারা সেখানে পৌঁছানোর সামর্থ্য রাখে, তাদের ওপর আল্লাহর জন্য এ ঘরের হজ করা ফরজ’ (সুরা আলে ইমরান ৯৭)।
১ দিন আগে