Ajker Patrika

তারাবির কিছু রাকাত ছুটে গেলে করণীয় এবং আরও মাসায়েল

ইসলাম ডেস্ক
আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ১৫: ০৮
তারাবির কিছু রাকাত ছুটে গেলে করণীয় এবং আরও মাসায়েল

পুরুষদের জন্য তারাবির নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা সুন্নত। তারাবির নামাজে কোরআন শরিফ খতম করা সুন্নত আমল। তা সম্ভব না হলে সুরা তারাবি আদায় করা যাবে। নারীদের জন্যও তারাবি সুন্নত। তারাবির নামাজের সময় হলো এশার নামাজের পর থেকে ফজরের নামাজের আগপর্যন্ত। এখানে তারাবিসংক্রান্ত পাঁচটি গুরুত্বপূর্ণ মাসায়েল তুলে ধরা হলো—

১. একবার উঁচু আওয়াজে বিসমিল্লাহ পড়া
খতমে তারাবিতে কোনো একটি সুরার শুরুতে উঁচু আওয়াজে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ তিলাওয়াত করতে হবে। এর কারণ হলো, ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ পবিত্র কোরআনের স্বতন্ত্র একটি আয়াত, যা দুই সুরার মাঝে পার্থক্য করার জন্য আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন। তাই পুরো কোরআন খতম করার জন্য কোনো একটি সুরার শুরুতে আয়াতটি উঁচু আওয়াজে তিলাওয়াত করতে হয়। অন্যথায় বিসমিল্লাহ না শোনার কারণে মুসল্লিদের খতম অপূর্ণ থেকে যায়। এ ছাড়া ইমামের জন্য সব নামাজেই সুরা ফাতিহা এবং সব সুরার শুরুতে নিচু স্বরে বিসমিল্লাহ বলা মুস্তাহাব। (ইমদাদুল ফাতাওয়া: ১ / ৩২৮)

২. সুরা ইখলাস একবারই পড়া
আমাদের দেশে খতমে তারাবিতে তিনবার সুরা ইখলাস পড়ার রীতি আছে। তবে ইসলামি শরিয়তে এমন কোনো বিধান নেই। সাহাবা-তাবেয়িন থেকেও এমন কোনো আমলের প্রমাণ নেই। আলিমগণ এই আমলকে অপছন্দ করেছেন। সুতরাং তারাবিতে কোরআন খতমের সময় সুরা ইখলাস তিনবার পড়ার প্রচলনটি ইসলামের দৃষ্টিতে সঠিক নয়। তাই অন্য সুরার মতো সুরা ইখলাসও একবারই তিলাওয়াত করা উচিত। 

৩. কয়েক রাকাত ছুটে গেলে
কোনো কারণে নির্ধারিত সময়ে তারাবির নামাজের জন্য মসজিদে যেতে পারেননি এমন মুক্তাদির জন্য, এশা ও তারাবির নামাজ আদায়ের নিয়ম হলো, প্রথমে এশার ফরজ ও সুন্নত আদায় করবেন। পরে ইমামের সঙ্গে তারাবির নামাজে অংশ নেবেন। তারাবির জামাত শেষে ইমামের সঙ্গে বিতর নামাজও জামাতে পড়ে নেবেন। এরপর শুরুতে ছুটে যাওয়া তারাবির বাকি নামাজ আদায় করবেন। 

৪. শেষ বৈঠকে দরুদ ও দোয়া পড়তে হবে
অনেক মসজিদে ইমাম তারাবির শেষ বৈঠকে এত অল্প সময় বসে সালাম ফিরিয়ে নেন যে, ওই সময়ে সর্বোচ্চ তাশাহহুদ পড়া যায়। দরুদ শরিফ ও দোয়ায়ে মাসুরা পড়া যায় না। নামাজে এমন তাড়াহুড়া করা ঠিক নয়। অন্য নামাজের মতো তারাবির নামাজের শেষ বৈঠকেও দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়া সুন্নত। ইমাম-মুক্তাদি সবার জন্যই। তাই ইমামের উচিত শেষ বৈঠকে দোয়া-দরুদ ধীরে পড়া। (আল বাহরুর রায়িক: ২ / ৬৯) 

৫. ভুলে এক সালামে চার রাকাত পড়ে ফেললে
তারাবির নামাজের সময় ভুলে যদি কেউ একসঙ্গে চার রাকাত আদায় করে, অর্থাৎ দুই রাকাতের পর তাশাহহুদ পড়ে দাঁড়িয়ে আরও দুই রাকাত পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করে; তাহলে তার নামাজ হয়ে যাবে। একসঙ্গে চার রাকাত নামাজ পড়া হয়েছে বলে ধরা হবে। তবে তারাবির নামাজ ইচ্ছাকৃতভাবে একসঙ্গে চার রাকাত পড়া অনুচিত। (আল বাহরুর রায়িক: ২/ ৬৭)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

বিএনপি নেতা নাছিরের দুই মেয়ে ও স্ত্রীকে মারধরের অভিযোগ দুই সৎভাইয়ের বিরুদ্ধে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত