মুফতি শাব্বির আহমদ
মানুষ মানুষের জন্য। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা মানবতার পরিচয়। অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কখনো কারও রক্তের প্রয়োজন হয়। মানবতার জায়গা থেকে তখন এগিয়ে আসে অনেকে। একজনের সহযোগিতায় আরেকজনের বিপদ দূর হয়। এটিই সমাজের সৌন্দর্য।
অনেকের মনেই প্রশ্ন, ‘অজু অবস্থায় কাউকে রক্ত দিলে কি অজু ভেঙে যাবে, আবার অজু করে নামাজ পড়তে হবে?’ এ প্রশ্নের উত্তর জানতে কোন কোন কারণে অজু ভাঙে—তা আগে জেনে নিলে বিষয়টি বুঝতে সহজ হবে।
অজু ভেঙে যায় যে ৭ কারণে: ১. পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হলে। ২. নামাজে উচ্চস্বরে হাসলে। ৩. মুখ ভরে বমি করলে। ৪. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে। ৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে। ৬. কিছু সময়ের জন্য বেহুঁশ বা উন্মাদ হলে। ৭. শরীরের যেকোনো জায়গা থেকে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে।
সুতরাং অজু ভাঙার কারণগুলোর মধ্যে একটি হলো, শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়া। কাউকে রক্ত দেওয়ার সময় যে পরিমাণ রক্ত বের হয়—তা নিঃসন্দেহে গড়িয়ে পড়ার সর্বনিম্ন পরিমাণের চেয়ে অনেক বেশি। তাই কেউ রক্ত দিলে তার অজু ভেঙে যাবে। (আহসানুল ফাতাওয়া: ২/২৭, ফাতাওয়া মাহমুদিয়া: ৫/৭০)
রক্তদান করলে যে সওয়াব: কারও জীবন রক্ষায় এগিয়ে আসা অত্যন্ত সওয়াবের কাজ। আর তা যদি হয়, রক্তদানের মতো মহান কাজ, তাহলে তো কথাই নেই! আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘যে কারও জীবন বাঁচাল, সে যেন তামাম মানুষকে বাঁচাল।’ (সুরা মায়িদা: ৩২)। নবীজি (সা.) বলেন, মানুষ যতক্ষণ অন্য মানুষের সহযোগিতায় নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। (সহিহ্ মুসলিম: ৬৭৪৬)। তিনি আরও বলেন, যে অন্যের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। (সুনানে আবু দাউদ: ৪৮৯৩)
মানুষ মানুষের জন্য। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা মানবতার পরিচয়। অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কখনো কারও রক্তের প্রয়োজন হয়। মানবতার জায়গা থেকে তখন এগিয়ে আসে অনেকে। একজনের সহযোগিতায় আরেকজনের বিপদ দূর হয়। এটিই সমাজের সৌন্দর্য।
অনেকের মনেই প্রশ্ন, ‘অজু অবস্থায় কাউকে রক্ত দিলে কি অজু ভেঙে যাবে, আবার অজু করে নামাজ পড়তে হবে?’ এ প্রশ্নের উত্তর জানতে কোন কোন কারণে অজু ভাঙে—তা আগে জেনে নিলে বিষয়টি বুঝতে সহজ হবে।
অজু ভেঙে যায় যে ৭ কারণে: ১. পায়খানা ও পেশাবের রাস্তা দিয়ে কিছু বের হলে। ২. নামাজে উচ্চস্বরে হাসলে। ৩. মুখ ভরে বমি করলে। ৪. থুথুর সঙ্গে রক্তের ভাগ সমান বা বেশি হলে। ৫. চিৎ বা কাত হয়ে হেলান দিয়ে ঘুমালে। ৬. কিছু সময়ের জন্য বেহুঁশ বা উন্মাদ হলে। ৭. শরীরের যেকোনো জায়গা থেকে রক্ত, পুঁজ বা পানি বের হয়ে গড়িয়ে পড়লে।
সুতরাং অজু ভাঙার কারণগুলোর মধ্যে একটি হলো, শরীর থেকে রক্ত বের হয়ে গড়িয়ে পড়া। কাউকে রক্ত দেওয়ার সময় যে পরিমাণ রক্ত বের হয়—তা নিঃসন্দেহে গড়িয়ে পড়ার সর্বনিম্ন পরিমাণের চেয়ে অনেক বেশি। তাই কেউ রক্ত দিলে তার অজু ভেঙে যাবে। (আহসানুল ফাতাওয়া: ২/২৭, ফাতাওয়া মাহমুদিয়া: ৫/৭০)
রক্তদান করলে যে সওয়াব: কারও জীবন রক্ষায় এগিয়ে আসা অত্যন্ত সওয়াবের কাজ। আর তা যদি হয়, রক্তদানের মতো মহান কাজ, তাহলে তো কথাই নেই! আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ‘যে কারও জীবন বাঁচাল, সে যেন তামাম মানুষকে বাঁচাল।’ (সুরা মায়িদা: ৩২)। নবীজি (সা.) বলেন, মানুষ যতক্ষণ অন্য মানুষের সহযোগিতায় নিয়োজিত থাকে, আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকেন। (সহিহ্ মুসলিম: ৬৭৪৬)। তিনি আরও বলেন, যে অন্যের বিপদ দূর করবে, আল্লাহ কিয়ামতের দিন তার বিপদ দূর করে দেবেন। (সুনানে আবু দাউদ: ৪৮৯৩)
আমাদের দৈনন্দিন জীবনে নতুন কাপড় কেনা ও তা পরিধান করা একটি সাধারণ ঘটনা। কেউ ঈদের জন্য কেনে, কেউ বিয়ে-সাদির জন্য, কেউ বা নিজের প্রয়োজনে। নতুন কাপড় কিনে পরিধান করার সময় দোয়া পড়লে আল্লাহর বিশেষ রহমত পাওয়া যায়।
১৮ ঘণ্টা আগেসপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের মতো, যা আত্মশুদ্ধি, ইবাদত এবং কল্যাণ অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই বরকতময় দিনে কী কী করণীয় তা জানা এবং তা মেনে চলা একজন মুমিনের দায়িত্ব।
২ দিন আগেমানুষের জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হলো আপনজন হারানোর বেদনা। এমন শোকের সময় মানুষ থাকে মানসিকভাবে বিধ্বস্ত, দুর্বল ও অনেকটা একা। ঠিক তখনই সে আশায় থাকে কারও সহানুভূতির, সান্ত্বনার কিংবা একটু অনুভব করার মতো মানবিক উপস্থিতির। এই বিপদ ও কষ্টের সময়টিতে...
২ দিন আগেহিজরি সনের দ্বিতীয় মাস সফর। জাহিলি যুগে এই মাসকে অশুভ, বিপৎসংকুল ও অলক্ষুনে মাস হিসেবে বিবেচনা করা হতো। মানুষ মনে করত, এ মাসে শুভ কিছু হয় না—বিয়ে করলে বিচ্ছেদ হয়, ব্যবসা করলে লোকসান হয়, রোগবালাই বাড়ে। এমনকি সফরকে বলা হতো ‘আস-সাফারুল মুসাফফার’, অর্থাৎ বিবর্ণ সফর মাস। কারণ তখন খরা ও খাদ্যসংকট দেখা...
২ দিন আগে