ইমদাদুল হক শেখ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
সুরা কদর পবিত্র কোরআনের ৯৭ নম্বর সুরা। ৫ আয়াতবিশিষ্ট এ সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সুরায় একটি মাহাত্ম্যপূর্ণ রাতের কথা বলা হয়েছে। এ রাতের সম্মানের কারণে তাকে ‘লায়লাতুল কদর’ তথা মহিমান্বিত রাত বা ভাগ্যরজনী বলা হয়।
সুরা কদরের মোট চারটি বিষয় ফুটে উঠেছে। যথা—
এক. পবিত্র কোরআন লায়লাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এ রাতে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণ কোরআন নাজিল হয়। পরবর্তী সময়ে স্থান-কাল-পাত্রভেদে জিবরাইল (আ.) রাসুল (সা.)-এর কাছে ২৩ বছর ধরে অল্প অল্প করে নিয়ে আসেন। অথবা রাসুল (সা.)-এর কাছে কোরআন নাজিলের সূচনা হয় এই মহিমান্বিত রাতে, যা মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো এক রাতে হতে পারে। (মুস্তাদরাকে হাকেম: ২৮৭৯)
দুই. এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই এক রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব। (ইবনে আবি হাতেম: ৩৪৫২)
তিন. স্রষ্টার অনুমতিক্রমে এ রাতে পৃথিবীতে রহমতের ফেরেশতারা নেমে আসেন। এ রাতে একনিষ্ঠভাবে যারা আল্লাহর ইবাদাতে নিমগ্ন থাকবে, ফেরেশতারা তাদের জন্য রহমত ও কল্যাণের দোয়া করবে। অথবা এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বাৎসরিক তাকদির ন্যস্ত করেন যাতে তারা যথাসময়ে কার্য সম্পাদন করতে পারে। (মাউসুয়াতুল কোরআন: ১১ / ৪৮৪)
চার. এ রাত সন্ধ্যা থেকে সুবেহ সাদিক পর্যন্ত কল্যাণ ও শান্তি দ্বারা পরিব্যাপ্ত। বাহ্যত পরিবেশও বেশ আরামদায়ক। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘এ রাতের কিছু আলামত হলো রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। নাতিশীতোষ্ণ হবে। নির্মল বাতাস প্রবাহিত হতে থাকবে। এ রাতে ইবাদাতকারীরা অপেক্ষাকৃত বেশি তৃপ্তিবোধ করবে। পরদিন সকালে পূর্ণিমার চাঁদের মতো হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে।’ (ইবনু খুযাইমা: ২১৯০)
সুরা কদর পবিত্র কোরআনের ৯৭ নম্বর সুরা। ৫ আয়াতবিশিষ্ট এ সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সুরায় একটি মাহাত্ম্যপূর্ণ রাতের কথা বলা হয়েছে। এ রাতের সম্মানের কারণে তাকে ‘লায়লাতুল কদর’ তথা মহিমান্বিত রাত বা ভাগ্যরজনী বলা হয়।
সুরা কদরের মোট চারটি বিষয় ফুটে উঠেছে। যথা—
এক. পবিত্র কোরআন লায়লাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এ রাতে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণ কোরআন নাজিল হয়। পরবর্তী সময়ে স্থান-কাল-পাত্রভেদে জিবরাইল (আ.) রাসুল (সা.)-এর কাছে ২৩ বছর ধরে অল্প অল্প করে নিয়ে আসেন। অথবা রাসুল (সা.)-এর কাছে কোরআন নাজিলের সূচনা হয় এই মহিমান্বিত রাতে, যা মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো এক রাতে হতে পারে। (মুস্তাদরাকে হাকেম: ২৮৭৯)
দুই. এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই এক রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব। (ইবনে আবি হাতেম: ৩৪৫২)
তিন. স্রষ্টার অনুমতিক্রমে এ রাতে পৃথিবীতে রহমতের ফেরেশতারা নেমে আসেন। এ রাতে একনিষ্ঠভাবে যারা আল্লাহর ইবাদাতে নিমগ্ন থাকবে, ফেরেশতারা তাদের জন্য রহমত ও কল্যাণের দোয়া করবে। অথবা এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বাৎসরিক তাকদির ন্যস্ত করেন যাতে তারা যথাসময়ে কার্য সম্পাদন করতে পারে। (মাউসুয়াতুল কোরআন: ১১ / ৪৮৪)
চার. এ রাত সন্ধ্যা থেকে সুবেহ সাদিক পর্যন্ত কল্যাণ ও শান্তি দ্বারা পরিব্যাপ্ত। বাহ্যত পরিবেশও বেশ আরামদায়ক। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘এ রাতের কিছু আলামত হলো রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। নাতিশীতোষ্ণ হবে। নির্মল বাতাস প্রবাহিত হতে থাকবে। এ রাতে ইবাদাতকারীরা অপেক্ষাকৃত বেশি তৃপ্তিবোধ করবে। পরদিন সকালে পূর্ণিমার চাঁদের মতো হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে।’ (ইবনু খুযাইমা: ২১৯০)
মানুষ মানুষের জন্য। একজনের বিপদে আরেকজন এগিয়ে আসা মানবতার পরিচয়। অসুস্থতা, দুর্ঘটনা বা অন্য কোনো কারণে কখনো কারও রক্তের প্রয়োজন হয়। মানবতার জায়গা থেকে তখন এগিয়ে আসে অনেকে। একজনের সহযোগিতায় আরেকজনের বিপদ দূর হয়। এটিই সমাজের সৌন্দর্য।
১ ঘণ্টা আগেদেখতে অনেকটা গুইসাপের মতো, মরুভূমিতে বসবাস করা প্রাণীটি দেশে সান্ডা নামে পরিচিতি পেয়েছে। আরবদের কাছে এই সরীসৃপের মাংস উপাদেয় খাবার হিসেবে সমাদৃত। আমাদের দেশে যেহেতু সান্ডা পাওয়া যায় না—তাই তা খাওয়ার প্রচলনও নেই। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভিডিওতে দেখা যায়—মধ্যপ্রাচ্যের মুসলমানরা সান্ডা...
১৭ ঘণ্টা আগেপৃথিবী এখন হাতের মুঠোয়। হাওয়াই জাহাজে চড়ে বিশ্বের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়া যায় অল্প সময়ের ব্যবধানে। হজের উদ্দেশে মক্কায় যাওয়া যায় কয়েক ঘণ্টায়। বাংলাদেশে ফজরের নামাজ আদায় করে বিমানে উঠলে পবিত্র কাবায় গিয়ে জোহরের নামাজ আদায় করা সম্ভব।
১ দিন আগেজোহরের নামাজের সুন্নতের নিয়ত করছি। একজন এসে বাধা দিয়ে বললেন, সুন্নতের সময় নেই। আমি বলি, সমস্যা নেই। এবং সুন্নত আদায় করে জামাতের দ্বিতীয় রাকাতে শামিল হই। নামাজ শেষে তিনি আমাকে বলেন, এটা জামাতের প্রতি অবজ্ঞা।
১ দিন আগে