Ajker Patrika

সুরা কদরের ৪ আলোচ্যবিষয়

ইমদাদুল হক শেখ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
সুরা কদরের ৪ আলোচ্যবিষয়

সুরা কদর পবিত্র কোরআনের ৯৭ নম্বর সুরা। ৫ আয়াতবিশিষ্ট এ সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সুরায় একটি মাহাত্ম্যপূর্ণ রাতের কথা বলা হয়েছে। এ রাতের সম্মানের কারণে তাকে ‘লায়লাতুল কদর’ তথা মহিমান্বিত রাত বা ভাগ্যরজনী বলা হয়।

সুরা কদরের মোট চারটি বিষয় ফুটে উঠেছে। যথা—

এক. পবিত্র কোরআন লায়লাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এ রাতে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণ কোরআন নাজিল হয়। পরবর্তী সময়ে স্থান-কাল-পাত্রভেদে জিবরাইল (আ.) রাসুল (সা.)-এর কাছে ২৩ বছর ধরে অল্প অল্প করে নিয়ে আসেন। অথবা রাসুল (সা.)-এর কাছে কোরআন নাজিলের সূচনা হয় এই মহিমান্বিত রাতে, যা মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো এক রাতে হতে পারে। (মুস্তাদরাকে হাকেম: ২৮৭৯)

দুই. এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই এক রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব। (ইবনে আবি হাতেম: ৩৪৫২)

তিন. স্রষ্টার অনুমতিক্রমে এ রাতে পৃথিবীতে রহমতের ফেরেশতারা নেমে আসেন। এ রাতে একনিষ্ঠভাবে যারা আল্লাহর ইবাদাতে নিমগ্ন থাকবে, ফেরেশতারা তাদের জন্য রহমত ও কল্যাণের দোয়া করবে। অথবা এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বাৎসরিক তাকদির ন্যস্ত করেন যাতে তারা যথাসময়ে কার্য সম্পাদন করতে পারে। (মাউসুয়াতুল কোরআন: ১১ / ৪৮৪)

চার. এ রাত সন্ধ্যা থেকে সুবেহ সাদিক পর্যন্ত কল্যাণ ও শান্তি দ্বারা পরিব্যাপ্ত। বাহ্যত পরিবেশও বেশ আরামদায়ক। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘এ রাতের কিছু আলামত হলো রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। নাতিশীতোষ্ণ হবে। নির্মল বাতাস প্রবাহিত হতে থাকবে। এ রাতে ইবাদাতকারীরা অপেক্ষাকৃত বেশি তৃপ্তিবোধ করবে। পরদিন সকালে পূর্ণিমার চাঁদের মতো হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে।’ (ইবনু খুযাইমা: ২১৯০)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

একে একে আট বিয়ে, নয়বারের বেলায় গ্রেপ্তার ‘লুটেরা দুলহান’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত