ইমদাদুল হক শেখ, শিক্ষক ও ইসলামবিষয়ক গবেষক
সুরা কদর পবিত্র কোরআনের ৯৭ নম্বর সুরা। ৫ আয়াতবিশিষ্ট এ সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সুরায় একটি মাহাত্ম্যপূর্ণ রাতের কথা বলা হয়েছে। এ রাতের সম্মানের কারণে তাকে ‘লায়লাতুল কদর’ তথা মহিমান্বিত রাত বা ভাগ্যরজনী বলা হয়।
সুরা কদরের মোট চারটি বিষয় ফুটে উঠেছে। যথা—
এক. পবিত্র কোরআন লায়লাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এ রাতে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণ কোরআন নাজিল হয়। পরবর্তী সময়ে স্থান-কাল-পাত্রভেদে জিবরাইল (আ.) রাসুল (সা.)-এর কাছে ২৩ বছর ধরে অল্প অল্প করে নিয়ে আসেন। অথবা রাসুল (সা.)-এর কাছে কোরআন নাজিলের সূচনা হয় এই মহিমান্বিত রাতে, যা মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো এক রাতে হতে পারে। (মুস্তাদরাকে হাকেম: ২৮৭৯)
দুই. এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই এক রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব। (ইবনে আবি হাতেম: ৩৪৫২)
তিন. স্রষ্টার অনুমতিক্রমে এ রাতে পৃথিবীতে রহমতের ফেরেশতারা নেমে আসেন। এ রাতে একনিষ্ঠভাবে যারা আল্লাহর ইবাদাতে নিমগ্ন থাকবে, ফেরেশতারা তাদের জন্য রহমত ও কল্যাণের দোয়া করবে। অথবা এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বাৎসরিক তাকদির ন্যস্ত করেন যাতে তারা যথাসময়ে কার্য সম্পাদন করতে পারে। (মাউসুয়াতুল কোরআন: ১১ / ৪৮৪)
চার. এ রাত সন্ধ্যা থেকে সুবেহ সাদিক পর্যন্ত কল্যাণ ও শান্তি দ্বারা পরিব্যাপ্ত। বাহ্যত পরিবেশও বেশ আরামদায়ক। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘এ রাতের কিছু আলামত হলো রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। নাতিশীতোষ্ণ হবে। নির্মল বাতাস প্রবাহিত হতে থাকবে। এ রাতে ইবাদাতকারীরা অপেক্ষাকৃত বেশি তৃপ্তিবোধ করবে। পরদিন সকালে পূর্ণিমার চাঁদের মতো হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে।’ (ইবনু খুযাইমা: ২১৯০)
সুরা কদর পবিত্র কোরআনের ৯৭ নম্বর সুরা। ৫ আয়াতবিশিষ্ট এ সুরা মক্কায় অবতীর্ণ হয়েছে। এ সুরায় একটি মাহাত্ম্যপূর্ণ রাতের কথা বলা হয়েছে। এ রাতের সম্মানের কারণে তাকে ‘লায়লাতুল কদর’ তথা মহিমান্বিত রাত বা ভাগ্যরজনী বলা হয়।
সুরা কদরের মোট চারটি বিষয় ফুটে উঠেছে। যথা—
এক. পবিত্র কোরআন লায়লাতুল কদরে অবতীর্ণ হয়েছে। এ রাতে লাওহে মাহফুজ থেকে প্রথম আসমানে পূর্ণ কোরআন নাজিল হয়। পরবর্তী সময়ে স্থান-কাল-পাত্রভেদে জিবরাইল (আ.) রাসুল (সা.)-এর কাছে ২৩ বছর ধরে অল্প অল্প করে নিয়ে আসেন। অথবা রাসুল (সা.)-এর কাছে কোরআন নাজিলের সূচনা হয় এই মহিমান্বিত রাতে, যা মাহে রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোর কোনো এক রাতে হতে পারে। (মুস্তাদরাকে হাকেম: ২৮৭৯)
দুই. এ রাত হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। অর্থাৎ এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব, এই এক রাতে ইবাদত করলে তার চেয়েও বেশি সওয়াব। (ইবনে আবি হাতেম: ৩৪৫২)
তিন. স্রষ্টার অনুমতিক্রমে এ রাতে পৃথিবীতে রহমতের ফেরেশতারা নেমে আসেন। এ রাতে একনিষ্ঠভাবে যারা আল্লাহর ইবাদাতে নিমগ্ন থাকবে, ফেরেশতারা তাদের জন্য রহমত ও কল্যাণের দোয়া করবে। অথবা এ রাতে আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে বাৎসরিক তাকদির ন্যস্ত করেন যাতে তারা যথাসময়ে কার্য সম্পাদন করতে পারে। (মাউসুয়াতুল কোরআন: ১১ / ৪৮৪)
চার. এ রাত সন্ধ্যা থেকে সুবেহ সাদিক পর্যন্ত কল্যাণ ও শান্তি দ্বারা পরিব্যাপ্ত। বাহ্যত পরিবেশও বেশ আরামদায়ক। হাদিসে এসেছে, রাসুল (সা.) বলেন, ‘এ রাতের কিছু আলামত হলো রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না। নাতিশীতোষ্ণ হবে। নির্মল বাতাস প্রবাহিত হতে থাকবে। এ রাতে ইবাদাতকারীরা অপেক্ষাকৃত বেশি তৃপ্তিবোধ করবে। পরদিন সকালে পূর্ণিমার চাঁদের মতো হালকা আলোকরশ্মিসহ সূর্যোদয় হবে।’ (ইবনু খুযাইমা: ২১৯০)
দৃষ্টিশক্তি হৃদয়ের অন্যতম প্রবেশপথ। এর অপব্যবহারের ফলে মানবহৃদয়ে নানা ধরনের কুবাসনা প্রবেশ করে এবং মানুষের মধ্যে পাপাচারের আগ্রহ জন্মায়। এ জন্য মুসলমানদের অবশ্যকর্তব্য হলো, এমন সব বস্তু থেকে দৃষ্টিকে সংযত রাখা, যা তাদের জন্য নিষিদ্ধ ও হারাম।
১০ ঘণ্টা আগেবিশেষ করে যারা আগেভাগে মসজিদে আসে এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে—তাদের জন্য রয়েছে অতুলনীয় সওয়াবের প্রতিশ্রুতি। এমনকি কারও নামের পাশে লেখা হতে পারে উট সদকার সওয়াবও! হাদিস ও কোরআনের আলোকে আমরা জেনে নিতে পারি—এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং তা কীভাবে যথাযথভাবে কাজে লাগানো যায়।
১ দিন আগেজুমার নামাজ, যা ‘শুক্রবারের নামাজ’ নামে পরিচিত, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ‘জুমুআহ’ শব্দের অর্থ একত্রিত হওয়া বা কাতারবদ্ধ হওয়া। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা একত্রিত হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে এটি আদায় করেন, তাই একে জুমার নামাজ বলা হয়।
১ দিন আগেআল-আজহার নয়, আজহার সম্বোধন করেই বলব। এটা আমাদের মুখের ভাষা হয়ে গেছে যে! প্রথমেই আপনাকে আমি আজহারে নিমন্ত্রণ করব। পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিকতা তো আছেই নানা ক্ষেত্রে। এই বিশ্ববিদ্যালয় দর্শনীয়ও।
১ দিন আগে