সানা উল্লাহ মুহাম্মাদ কাউসার
ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে, যা কেবল কালের এক ফ্রেম নয়; বরং মানবজাতির বিবেক, আস্থা ও আত্মত্যাগের এক চিরন্তন মাইলফলক হয়ে থাকে। কোরবানির ঘটনাটি তেমনি এক দীপ্তিময় অধ্যায়—যেখানে একজন পিতা তাঁর একমাত্র প্রিয় পুত্রকে আল্লাহর নির্দেশে উৎসর্গ করতে প্রস্তুত হন বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, ইমানি প্রেরণায়।
হজরত ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানির জন্য প্রস্তুত হয়ে যে ইমানের উচ্চতর মান তুলে ধরেছিলেন, ঈদুল আজহার মাধ্যমে প্রতিটি মুসলমান সেই আত্মত্যাগ ও আনুগত্যের চেতনায় নিজেকে নতুন করে শাণিত করার সুযোগ পেয়ে থাকেন বারবার।
হজরত ইবরাহিম (আ.)-এর এই ঐশী আনুগত্য ও আত্মত্যাগের ঘটনা কেবল ইমানের পরীক্ষা ছিল না; বরং এটি ছিল আল্লাহর সন্তুষ্টির পথে সবকিছু বিসর্জন দেওয়ার এক মহা প্রেরণা।
তিনি যখন বললেন, ‘হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে—আমি তোমাকে জবেহ করছি, তোমার মতামত কী?’ (সুরা সাফফাত: ১০২)।
তখন পুত্র ইসমাইল (আ.)-এর জবাব ছিল ইমানদার সন্তানের এক অনুপম দৃষ্টান্ত, ‘হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা-ই করুন—ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’ (সুরা সাফফাত: ১০২)
এ যেন বিশ্বাসের শ্রেষ্ঠতম সংলাপ—যেখানে একজন পিতা আল্লাহর নির্দেশে হৃদয়ের প্রিয়তমকে উৎসর্গ করতে চলেছেন, আর পুত্র বলছেন, আমাকে ধৈর্যধারণকারীদের মধ্যে পাবেন। এমন আত্মত্যাগ, এমন আনুগত্য, ইমানের এমন দীপ্তিময় দৃষ্টান্ত খুঁজে পাওয়া দুষ্কর!
আল্লাহ তাঁদের পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করে বললেন, ‘নিশ্চয়ই এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট পরীক্ষা মাত্র।’ (সুরা সাফফাত: ১০৬)। এরপর কোরবানির প্রতীক হিসেবে আল্লাহ এক মহান পশু পাঠালেন, ‘আর আমরা তাকে এক মহান কোরবানির মাধ্যমে মুক্ত করলাম।’ (সুরা সাফফাত: ১০৭)
এই মহাকাব্যিক মুহূর্তে কেবল পিতা-পুত্র নয়, সমগ্র মানবজাতির জন্য রেখে গেছেন এক অমর বার্তা, ইমান শুধু মুখের কথা নয়, তা পরীক্ষা দেয় আত্মত্যাগে, প্রমাণ হয় কর্মে। ঈদুল আজহা তাই কেবল উৎসব নয়; বরং বিশ্বাসের দীপ্ত প্রতিজ্ঞা, আল্লাহর নির্দেশে হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিসকেও উৎসর্গ করতে প্রস্তুত থাকার শিক্ষা।
লেখক: শিক্ষক ও গবেষক
ইতিহাসের পাতায় এমন কিছু ঘটনা থাকে, যা কেবল কালের এক ফ্রেম নয়; বরং মানবজাতির বিবেক, আস্থা ও আত্মত্যাগের এক চিরন্তন মাইলফলক হয়ে থাকে। কোরবানির ঘটনাটি তেমনি এক দীপ্তিময় অধ্যায়—যেখানে একজন পিতা তাঁর একমাত্র প্রিয় পুত্রকে আল্লাহর নির্দেশে উৎসর্গ করতে প্রস্তুত হন বিনা দ্বিধায়, বিনা প্রশ্নে, ইমানি প্রেরণায়।
হজরত ইবরাহিম (আ.) আল্লাহর নির্দেশে প্রিয় পুত্র ইসমাইল (আ.)-কে কোরবানির জন্য প্রস্তুত হয়ে যে ইমানের উচ্চতর মান তুলে ধরেছিলেন, ঈদুল আজহার মাধ্যমে প্রতিটি মুসলমান সেই আত্মত্যাগ ও আনুগত্যের চেতনায় নিজেকে নতুন করে শাণিত করার সুযোগ পেয়ে থাকেন বারবার।
হজরত ইবরাহিম (আ.)-এর এই ঐশী আনুগত্য ও আত্মত্যাগের ঘটনা কেবল ইমানের পরীক্ষা ছিল না; বরং এটি ছিল আল্লাহর সন্তুষ্টির পথে সবকিছু বিসর্জন দেওয়ার এক মহা প্রেরণা।
তিনি যখন বললেন, ‘হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে—আমি তোমাকে জবেহ করছি, তোমার মতামত কী?’ (সুরা সাফফাত: ১০২)।
তখন পুত্র ইসমাইল (আ.)-এর জবাব ছিল ইমানদার সন্তানের এক অনুপম দৃষ্টান্ত, ‘হে আমার পিতা, আপনি যা আদিষ্ট হয়েছেন তা-ই করুন—ইনশাআল্লাহ, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন।’ (সুরা সাফফাত: ১০২)
এ যেন বিশ্বাসের শ্রেষ্ঠতম সংলাপ—যেখানে একজন পিতা আল্লাহর নির্দেশে হৃদয়ের প্রিয়তমকে উৎসর্গ করতে চলেছেন, আর পুত্র বলছেন, আমাকে ধৈর্যধারণকারীদের মধ্যে পাবেন। এমন আত্মত্যাগ, এমন আনুগত্য, ইমানের এমন দীপ্তিময় দৃষ্টান্ত খুঁজে পাওয়া দুষ্কর!
আল্লাহ তাঁদের পরীক্ষায় উত্তীর্ণ ঘোষণা করে বললেন, ‘নিশ্চয়ই এটি ছিল আল্লাহর পক্ষ থেকে এক সুস্পষ্ট পরীক্ষা মাত্র।’ (সুরা সাফফাত: ১০৬)। এরপর কোরবানির প্রতীক হিসেবে আল্লাহ এক মহান পশু পাঠালেন, ‘আর আমরা তাকে এক মহান কোরবানির মাধ্যমে মুক্ত করলাম।’ (সুরা সাফফাত: ১০৭)
এই মহাকাব্যিক মুহূর্তে কেবল পিতা-পুত্র নয়, সমগ্র মানবজাতির জন্য রেখে গেছেন এক অমর বার্তা, ইমান শুধু মুখের কথা নয়, তা পরীক্ষা দেয় আত্মত্যাগে, প্রমাণ হয় কর্মে। ঈদুল আজহা তাই কেবল উৎসব নয়; বরং বিশ্বাসের দীপ্ত প্রতিজ্ঞা, আল্লাহর নির্দেশে হৃদয়ের সবচেয়ে প্রিয় জিনিসকেও উৎসর্গ করতে প্রস্তুত থাকার শিক্ষা।
লেখক: শিক্ষক ও গবেষক
আমাদের দৈনন্দিন জীবনে নতুন কাপড় কেনা ও তা পরিধান করা একটি সাধারণ ঘটনা। কেউ ঈদের জন্য কেনে, কেউ বিয়ে-সাদির জন্য, কেউ বা নিজের প্রয়োজনে। নতুন কাপড় কিনে পরিধান করার সময় দোয়া পড়লে আল্লাহর বিশেষ রহমত পাওয়া যায়।
১০ ঘণ্টা আগেসপ্তাহের দিনগুলোর মধ্যে জুমার দিন হচ্ছে শ্রেষ্ঠতম ও সর্বাধিক মর্যাদাপূর্ণ দিন। এই দিনটি মুসলমানদের জন্য একটি সাপ্তাহিক ঈদের মতো, যা আত্মশুদ্ধি, ইবাদত এবং কল্যাণ অর্জনের বিশেষ সুযোগ এনে দেয়। এই বরকতময় দিনে কী কী করণীয় তা জানা এবং তা মেনে চলা একজন মুমিনের দায়িত্ব।
১ দিন আগেমানুষের জীবনে সবচেয়ে কষ্টকর মুহূর্তগুলোর একটি হলো আপনজন হারানোর বেদনা। এমন শোকের সময় মানুষ থাকে মানসিকভাবে বিধ্বস্ত, দুর্বল ও অনেকটা একা। ঠিক তখনই সে আশায় থাকে কারও সহানুভূতির, সান্ত্বনার কিংবা একটু অনুভব করার মতো মানবিক উপস্থিতির। এই বিপদ ও কষ্টের সময়টিতে...
১ দিন আগেহিজরি সনের দ্বিতীয় মাস সফর। জাহিলি যুগে এই মাসকে অশুভ, বিপৎসংকুল ও অলক্ষুনে মাস হিসেবে বিবেচনা করা হতো। মানুষ মনে করত, এ মাসে শুভ কিছু হয় না—বিয়ে করলে বিচ্ছেদ হয়, ব্যবসা করলে লোকসান হয়, রোগবালাই বাড়ে। এমনকি সফরকে বলা হতো ‘আস-সাফারুল মুসাফফার’, অর্থাৎ বিবর্ণ সফর মাস। কারণ তখন খরা ও খাদ্যসংকট দেখা...
১ দিন আগে