Ajker Patrika

লোকদেখানো আমলের ৪ শাস্তি

মুফতি আইয়ুব নাদীম 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মানুষ তার ভালো কাজের যেমন প্রতিদান পায়, ঠিক তেমনি গুনাহ ও মন্দ কাজের জন্য শাস্তি পায়। কুপ্রবৃত্তির তাড়নায় মানুষ যেসব গুনাহে জড়িয়ে থাকে, তার মধ্যে অন্যতম হলো রিয়া অর্থাৎ লোকদেখানো আমল। কোরআন-হাদিসে লোকদেখানো আমলকারীর ব্যাপারে চারটি শাস্তির কথা জানা যায়—

এক. আল্লাহর নজর থেকে পড়ে যাওয়া: যারা মানুষের দেখানোর জন্য আমল করে, তারা মানুষের কাছে বড় হলেও আল্লাহর নজর থেকে পড়ে যায়। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ যাকে লাঞ্ছিত করেন, তার কোনো সম্মানদাতা নেই। নিশ্চয়ই আল্লাহ করেন, যা তিনি চান।’ (সুরা হজ: ১৮)

দুই. আল্লাহর দরবারে সিজদাবঞ্চিত হওয়া: কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা তাঁর নূর প্রকাশ করবেন, তখন সমস্ত মাখলুক সিজদায় লুটে পড়বে। ইমানদারেরা সেদিন সিজদা করবে। তবে কাফির, মুশরিক, মুনাফিক এবং রিয়াকারী সিজদা করতে পারবে না। এ প্রসঙ্গে রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি দুনিয়াতে মানুষের দেখানোর জন্য সিজদা করত, কিয়ামতের ময়দানে তার কোমর একেবারে সোজা হয়ে যাবে। সে সিজদা করতে সক্ষম হবে না। আল্লাহ তাআলা তাকে সিজদার সুযোগ দেবেন না। (সহিহ্ মুসলিম: ২৬৯)

তিন. রিয়াকারীদের অন্তর্ভুক্ত হবে: রাসুলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি মানুষকে দেখানোর জন্য এবং তাদের মাঝে প্রসিদ্ধ লাভের জন্য বয়ান করে, আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন রিয়াকারী দলের অন্তর্ভুক্ত করে দেবেন।’ (মুসনাদে আহমদ: ১৫৪৯৩)

চার. কিয়ামতের দিন অপমানিত হবে: রাসুলুল্লাহ (সা.) বলেন, আমি তোমাদের ওপর যে জিনিস বেশি ভয় করি, তা হলো ছোট শিরক। সাহাবিরা বললেন, হে আল্লাহর রাসুল, ছোট শিরক কী? তিনি উত্তর দিলেন, রিয়া। আল্লাহ তাআলা কিয়ামতের দিন যখন মানুষকে তাদের আমলের বিনিময় দেবেন, তখন রিয়াকারীকে বলবেন, যাও, দুনিয়াতে যাদের তোমরা তোমাদের আমল দেখাতে, দেখো তাদের নিকট কোনো সওয়াব পাও কি না! (মুসনাদে আহমদ: ২৩৬৮১)

লেখক: মুহাদ্দিস, জামিয়া কাশেফুল উলুম মাদ্রাসা, মধুপুর, টাঙ্গাইল

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত