ইসলাম ডেস্ক
ইসলাম বলে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কেউ কারও স্বাধীনতায় অবৈধ হস্তক্ষেপ করার অধিকার নেই। রাজা-প্রজা, আমির-ফকির সবাই সমান। বিদায় হজের ভাষণে মহানবী (সা.) বলেন, ‘কালোর ওপর সাদার প্রাধান্য নেই, অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই।’ (মুসনাদে আহমাদ: ২৩৫৩৬)
বর্ণ, ভাষা, ভূমির পার্থক্য মানুষকে শ্রেষ্ঠত্ব দেয় না। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি তাকওয়া। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘হে মানুষ, আমি তোমাদের সকলকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সে-ই, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি আল্লাহভীরু। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবহিত।’ (সুরা হুজুরাত: ১৩)
সেই সূত্রে মানুষ সৃষ্টিগতভাবেই স্বাধীন। অন্য কোনো সৃষ্টির অধীনে তাকে বাধা পড়তে হয় না। স্রষ্টার আনুগত্যের পর দিগন্তজুড়ে তার স্বাধীনতা। তবে এই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতার স্বাধীনতা নয়। বরং কল্যাণের স্বাধীনতা, অসহায়ের পাশে দাঁড়ানোর স্বাধীনতা, গৌরবোজ্জ্বল ইতিহাস গড়ার স্বাধীনতা।
এই স্বাধীনতা মানুষের জন্য আল্লাহ তাআলার অপার দান। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী, তাঁর মদদেই বিজয় আর স্বাধীনতা আসে। নবী-রাসুলগণ যুগে যুগে স্বাধীনতা ও মানবতার মুক্তির জন্য সংগ্রাম করেছেন। কখনো স্বাধীনতা অর্জন ও এর সুরক্ষার জন্য বাধ্য হয়ে যুদ্ধও করেছেন। নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের বিশেষ মর্যাদা দান করেছে ইসলাম।
আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজের সম্পদ, দ্বীন, জীবন এবং পরিবার-পরিজনের নিরাপত্তা রক্ষায় মারা যায়, সে শহীদ।’ (সুনানে তিরমিজি: ১৪২১)
ইসলাম বলে, মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। কেউ কারও স্বাধীনতায় অবৈধ হস্তক্ষেপ করার অধিকার নেই। রাজা-প্রজা, আমির-ফকির সবাই সমান। বিদায় হজের ভাষণে মহানবী (সা.) বলেন, ‘কালোর ওপর সাদার প্রাধান্য নেই, অনারবের ওপর আরবের শ্রেষ্ঠত্ব নেই।’ (মুসনাদে আহমাদ: ২৩৫৩৬)
বর্ণ, ভাষা, ভূমির পার্থক্য মানুষকে শ্রেষ্ঠত্ব দেয় না। আল্লাহর কাছে শ্রেষ্ঠত্বের একমাত্র মাপকাঠি তাকওয়া। পবিত্র কোরআনে তিনি বলেন, ‘হে মানুষ, আমি তোমাদের সকলকে এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি, যাতে তোমরা একে অন্যকে চিনতে পারো। প্রকৃতপক্ষে তোমাদের মধ্যে আল্লাহর কাছে সর্বাপেক্ষা বেশি মর্যাদাবান সে-ই, যে তোমাদের মধ্যে সর্বাপেক্ষা বেশি আল্লাহভীরু। নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানেন, সবকিছু সম্পর্কে অবহিত।’ (সুরা হুজুরাত: ১৩)
সেই সূত্রে মানুষ সৃষ্টিগতভাবেই স্বাধীন। অন্য কোনো সৃষ্টির অধীনে তাকে বাধা পড়তে হয় না। স্রষ্টার আনুগত্যের পর দিগন্তজুড়ে তার স্বাধীনতা। তবে এই স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতার স্বাধীনতা নয়। বরং কল্যাণের স্বাধীনতা, অসহায়ের পাশে দাঁড়ানোর স্বাধীনতা, গৌরবোজ্জ্বল ইতিহাস গড়ার স্বাধীনতা।
এই স্বাধীনতা মানুষের জন্য আল্লাহ তাআলার অপার দান। পবিত্র কোরআনের ভাষ্য অনুযায়ী, তাঁর মদদেই বিজয় আর স্বাধীনতা আসে। নবী-রাসুলগণ যুগে যুগে স্বাধীনতা ও মানবতার মুক্তির জন্য সংগ্রাম করেছেন। কখনো স্বাধীনতা অর্জন ও এর সুরক্ষার জন্য বাধ্য হয়ে যুদ্ধও করেছেন। নিজেদের অধিকার আদায়ের লড়াইয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের বিশেষ মর্যাদা দান করেছে ইসলাম।
আল্লাহর রাসুল (সা.) বলেন, ‘যে ব্যক্তি নিজের সম্পদ, দ্বীন, জীবন এবং পরিবার-পরিজনের নিরাপত্তা রক্ষায় মারা যায়, সে শহীদ।’ (সুনানে তিরমিজি: ১৪২১)
আল্লাহর দান করা অসংখ্য নিয়ামতের মধ্যে চোখ একটি অনন্য ও অতুলনীয় দান। চোখ মানুষের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। এই অঙ্গ এমন এক নিয়ামত, যার মাধ্যমে মানুষ পৃথিবীর রূপ-রস-গন্ধ, রঙের বৈচিত্র্য, প্রাকৃতিক সৌন্দর্য, প্রিয়জনের মুখাবয়ব এবং আল্লাহর সৃষ্টির অপার বিস্ময় দেখতে পায়। চোখ ছাড়া জীবন কল্পনা করাও...
১৮ ঘণ্টা আগেইসলামের অন্যতম মর্যাদাপূর্ণ ইবাদত রোজা। আল্লাহ তাআলা বান্দাকে নিজ হাতে রোজার প্রতিদান দেবেন। এ ছাড়া জান্নাতে রোজাদারদের জন্য থাকবে বিশেষ প্রবেশ পথ, যা দিয়ে একমাত্র তারাই প্রবেশ করবে। মহানবী (সা.) বলেন, ‘জান্নাতে রাইয়ান নামক একটি দরজা আছে।
৩ দিন আগেফরজের পাশাপাশি নফল নামাজের গুরুত্ব অপরিসীম। কর্তব্যের অতিরিক্ত বা বাধ্যতামূলক নয়, এমন নামাজ ইসলামের দৃষ্টিতে নফল হিসেবে পরিচিত। নফল হলো ফরজের ঘাটতি পূরণ। কেয়ামতের দিন অল্প সময়ের নফল আমলও হতে পারে নাজাতের মাধ্যম। নবী করিম (সা.) বলেন, কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব...
৪ দিন আগেআমরা আল্লাহ তাআলার দয়ায় বাঁচি। তাঁর দয়াতেই হাঁটি-চলি, সুখের ভেলায় জীবন ভাসাই। তাঁর দয়া ছাড়া এক মুহূর্তও বেঁচে থাকা সম্ভব নয়। কিন্তু আমরা যদি আল্লাহর দয়া পেতে চাই, তাহলে তাঁর সৃষ্টির প্রতি দয়ার নজর দিতে হবে। যারা অসহায় তাদের পাশে দাঁড়াতে হবে। যারা অনাহারী তাদের মুখে খাদ্য তুলে দিতে হবে। দয়ার নবী...
৫ দিন আগে