মুফতি আবু আবদুল্লাহ আহমদ
প্রশ্ন: বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই। বন্যার্তদের জাকাত দেওয়া যাবে কি না। পূজার টাকার ত্রাণ গ্রহণ করা যাবে কি না। মসজিদের টাকা বন্যার্তদের দেওয়া যাবে কি না। অমুসলিমদের ত্রাণ দেওয়া যাবে কি না।
জসিম উদ্দীন, চট্টগ্রাম।
উত্তর: জাকাত ইসলামের অন্যতম রুকন তথা আবশ্যকীয় মৌলিক বিধান। ইসলামের অন্যান্য মৌলিক বিধানের মতো জাকাতেরও রয়েছে সুস্পষ্ট নিয়ম-পদ্ধতি। এর ব্যতিক্রম করলে জাকাত আদায় হবে না। ইসলামে যেহেতু সম্পদশালী ও অমুসলিমদের জাকাত দেওয়ার বিধান নেই, তাই বন্যার্তদের মধ্যে যারা গরিব তাদেরই কেবল জাকাতের অর্থ থেকে ত্রাণ দেওয়া যাবে। ধনী অথবা অমুসলিমকে দিলে আদায় হবে না। তবে বন্যার কারণে কোনো ধনী ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে গরিব হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাতের অর্থ দিয়ে রাস্তা বা বাড়িঘর সংস্কার করা যাবে না।
রং তাদের হাতে নগদ অর্থ বা অন্যান্য পণ্যসামগ্রী দিতে হবে। অন্যান্য আবশ্যকীয় দান, যেমন সদাকাতুল ফিতর, কাফফারা ইত্যাদির বিধানও জাকাতের মতো। এ ছাড়া অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মুসলিম-অমুসলিম, ধনী-গরিব সবাইকে ত্রাণ দেওয়া যাবে। মসজিদের দানবাক্সের টাকার ব্যাপারে বিধান হলো, তা কেবল মসজিদ ও মসজিদসংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে। তবে মসজিদে বন্যার্তদের জন্য আলাদাভাবে টাকা সংগ্রহ করলে তা দিয়ে বন্যার্তদের ত্রাণ দেওয়া যাবে। ইসলামে অমুসলিমদের উপহার গ্রহণ করতে কোনো বাধা নেই। তাই পূজার টাকা দিয়ে হিন্দুরা ত্রাণ বিতরণ করলে মুসলমানদের তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সূত্র: সুরা তাওবা: ৬০; কিতাবুল উম্ম: ২ / ৭৭; সিলসিলাতুল আদাব: ১২ / ২৩।
উত্তর দিয়েছেন: শিক্ষক ও ফতোয়া গবেষক
প্রশ্ন: বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই। বন্যার্তদের জাকাত দেওয়া যাবে কি না। পূজার টাকার ত্রাণ গ্রহণ করা যাবে কি না। মসজিদের টাকা বন্যার্তদের দেওয়া যাবে কি না। অমুসলিমদের ত্রাণ দেওয়া যাবে কি না।
জসিম উদ্দীন, চট্টগ্রাম।
উত্তর: জাকাত ইসলামের অন্যতম রুকন তথা আবশ্যকীয় মৌলিক বিধান। ইসলামের অন্যান্য মৌলিক বিধানের মতো জাকাতেরও রয়েছে সুস্পষ্ট নিয়ম-পদ্ধতি। এর ব্যতিক্রম করলে জাকাত আদায় হবে না। ইসলামে যেহেতু সম্পদশালী ও অমুসলিমদের জাকাত দেওয়ার বিধান নেই, তাই বন্যার্তদের মধ্যে যারা গরিব তাদেরই কেবল জাকাতের অর্থ থেকে ত্রাণ দেওয়া যাবে। ধনী অথবা অমুসলিমকে দিলে আদায় হবে না। তবে বন্যার কারণে কোনো ধনী ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে গরিব হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাতের অর্থ দিয়ে রাস্তা বা বাড়িঘর সংস্কার করা যাবে না।
রং তাদের হাতে নগদ অর্থ বা অন্যান্য পণ্যসামগ্রী দিতে হবে। অন্যান্য আবশ্যকীয় দান, যেমন সদাকাতুল ফিতর, কাফফারা ইত্যাদির বিধানও জাকাতের মতো। এ ছাড়া অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মুসলিম-অমুসলিম, ধনী-গরিব সবাইকে ত্রাণ দেওয়া যাবে। মসজিদের দানবাক্সের টাকার ব্যাপারে বিধান হলো, তা কেবল মসজিদ ও মসজিদসংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে। তবে মসজিদে বন্যার্তদের জন্য আলাদাভাবে টাকা সংগ্রহ করলে তা দিয়ে বন্যার্তদের ত্রাণ দেওয়া যাবে। ইসলামে অমুসলিমদের উপহার গ্রহণ করতে কোনো বাধা নেই। তাই পূজার টাকা দিয়ে হিন্দুরা ত্রাণ বিতরণ করলে মুসলমানদের তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সূত্র: সুরা তাওবা: ৬০; কিতাবুল উম্ম: ২ / ৭৭; সিলসিলাতুল আদাব: ১২ / ২৩।
উত্তর দিয়েছেন: শিক্ষক ও ফতোয়া গবেষক
রোজার মৌখিক নিয়ত যেকোনো ভাষায় হতে পারে। একান্ত আরবি ভাষায় হওয়া জরুরি নয়। (জাওয়াহিরুল ফিকহ: ১ / ৩৭৮)। বরং যারা আরবি বোঝে না, তাদের জন্য আরবিতে নিয়ত না করাই কর্তব্য। কারণ নিয়ত পড়া জরুরি নয়, নিয়ত করাই জরুরি।
৯ ঘণ্টা আগেরাসুল (সা.) সাহাবিদের তিনজন নেককার ব্যক্তির গল্প শুনিয়েছিলেন। হাদিসের ভাষ্যে স্পষ্টভাবে তাঁদের নাম ও বাসস্থানের কথা উল্লেখ নেই। তবে তাঁরা যে বনি ইসরাইলের লোক ছিলেন, এ কথার উল্লেখ আছে। এ গল্পে আল্লাহর ভয়, মা–বাবার প্রতি সদাচার, দোয়ার শক্তি এবং সৎকর্মের মহত্ত্ব ফুটে উঠেছে।
৯ ঘণ্টা আগে‘জ্ঞানের তরে শহীদ’ উপাধি পাওয়া এবং বিশ্ববিশ্রুত হাদিস গ্রন্থ ‘সহিহ্ মুসলিম’ রচয়িতা ইমাম মুসলিম বিন হাজ্জাজের খ্যাতি জগতজোড়া। যার অক্লান্ত পরিশ্রমে হাদিস শাস্ত্রে যোগ হয়েছে অসামান্য সব প্রামাণ্য। আজকের অবসরে সংক্ষেপে এ মহান মনীষীর জীবন নিয়ে আলোকপাত করার প্রয়াস পাব।
১২ ঘণ্টা আগেনিয়মিত খাওয়াদাওয়া করার সময় যেসব আদব অনুসরণ করতে হয়, তা ইফতারের সময়ও অনুসরণ করা চাই। তবে ইফতারের রয়েছে বিশেষ কিছু সুন্নত ও আদব। যথা— এক. সময় হওয়ার পরপরই ইফতার করা: সূর্যাস্তের ব্যাপারে নিশ্চিত হয়ে কিংবা মাগরিবের আজানের সঙ্গে সঙ্গে ইফতার শুরু করে দেওয়া সুন্নত।
১৫ ঘণ্টা আগে