মুফতি আবু আবদুল্লাহ আহমদ
প্রশ্ন: বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই। বন্যার্তদের জাকাত দেওয়া যাবে কি না। পূজার টাকার ত্রাণ গ্রহণ করা যাবে কি না। মসজিদের টাকা বন্যার্তদের দেওয়া যাবে কি না। অমুসলিমদের ত্রাণ দেওয়া যাবে কি না।
জসিম উদ্দীন, চট্টগ্রাম।
উত্তর: জাকাত ইসলামের অন্যতম রুকন তথা আবশ্যকীয় মৌলিক বিধান। ইসলামের অন্যান্য মৌলিক বিধানের মতো জাকাতেরও রয়েছে সুস্পষ্ট নিয়ম-পদ্ধতি। এর ব্যতিক্রম করলে জাকাত আদায় হবে না। ইসলামে যেহেতু সম্পদশালী ও অমুসলিমদের জাকাত দেওয়ার বিধান নেই, তাই বন্যার্তদের মধ্যে যারা গরিব তাদেরই কেবল জাকাতের অর্থ থেকে ত্রাণ দেওয়া যাবে। ধনী অথবা অমুসলিমকে দিলে আদায় হবে না। তবে বন্যার কারণে কোনো ধনী ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে গরিব হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাতের অর্থ দিয়ে রাস্তা বা বাড়িঘর সংস্কার করা যাবে না।
রং তাদের হাতে নগদ অর্থ বা অন্যান্য পণ্যসামগ্রী দিতে হবে। অন্যান্য আবশ্যকীয় দান, যেমন সদাকাতুল ফিতর, কাফফারা ইত্যাদির বিধানও জাকাতের মতো। এ ছাড়া অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মুসলিম-অমুসলিম, ধনী-গরিব সবাইকে ত্রাণ দেওয়া যাবে। মসজিদের দানবাক্সের টাকার ব্যাপারে বিধান হলো, তা কেবল মসজিদ ও মসজিদসংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে। তবে মসজিদে বন্যার্তদের জন্য আলাদাভাবে টাকা সংগ্রহ করলে তা দিয়ে বন্যার্তদের ত্রাণ দেওয়া যাবে। ইসলামে অমুসলিমদের উপহার গ্রহণ করতে কোনো বাধা নেই। তাই পূজার টাকা দিয়ে হিন্দুরা ত্রাণ বিতরণ করলে মুসলমানদের তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সূত্র: সুরা তাওবা: ৬০; কিতাবুল উম্ম: ২ / ৭৭; সিলসিলাতুল আদাব: ১২ / ২৩।
উত্তর দিয়েছেন: শিক্ষক ও ফতোয়া গবেষক
প্রশ্ন: বন্যা পরিস্থিতি নিয়ে কয়েকটি প্রশ্নের উত্তর জানতে চাই। বন্যার্তদের জাকাত দেওয়া যাবে কি না। পূজার টাকার ত্রাণ গ্রহণ করা যাবে কি না। মসজিদের টাকা বন্যার্তদের দেওয়া যাবে কি না। অমুসলিমদের ত্রাণ দেওয়া যাবে কি না।
জসিম উদ্দীন, চট্টগ্রাম।
উত্তর: জাকাত ইসলামের অন্যতম রুকন তথা আবশ্যকীয় মৌলিক বিধান। ইসলামের অন্যান্য মৌলিক বিধানের মতো জাকাতেরও রয়েছে সুস্পষ্ট নিয়ম-পদ্ধতি। এর ব্যতিক্রম করলে জাকাত আদায় হবে না। ইসলামে যেহেতু সম্পদশালী ও অমুসলিমদের জাকাত দেওয়ার বিধান নেই, তাই বন্যার্তদের মধ্যে যারা গরিব তাদেরই কেবল জাকাতের অর্থ থেকে ত্রাণ দেওয়া যাবে। ধনী অথবা অমুসলিমকে দিলে আদায় হবে না। তবে বন্যার কারণে কোনো ধনী ব্যক্তির সম্পদ ধ্বংস হয়ে গরিব হয়ে গেলে তাকে জাকাত দেওয়া যাবে। জাকাতের অর্থ দিয়ে রাস্তা বা বাড়িঘর সংস্কার করা যাবে না।
রং তাদের হাতে নগদ অর্থ বা অন্যান্য পণ্যসামগ্রী দিতে হবে। অন্যান্য আবশ্যকীয় দান, যেমন সদাকাতুল ফিতর, কাফফারা ইত্যাদির বিধানও জাকাতের মতো। এ ছাড়া অন্যান্য সাধারণ দানের টাকা দিয়ে মুসলিম-অমুসলিম, ধনী-গরিব সবাইকে ত্রাণ দেওয়া যাবে। মসজিদের দানবাক্সের টাকার ব্যাপারে বিধান হলো, তা কেবল মসজিদ ও মসজিদসংশ্লিষ্ট কাজে ব্যয় করতে হবে। তবে মসজিদে বন্যার্তদের জন্য আলাদাভাবে টাকা সংগ্রহ করলে তা দিয়ে বন্যার্তদের ত্রাণ দেওয়া যাবে। ইসলামে অমুসলিমদের উপহার গ্রহণ করতে কোনো বাধা নেই। তাই পূজার টাকা দিয়ে হিন্দুরা ত্রাণ বিতরণ করলে মুসলমানদের তা গ্রহণ করতে কোনো অসুবিধা নেই। সূত্র: সুরা তাওবা: ৬০; কিতাবুল উম্ম: ২ / ৭৭; সিলসিলাতুল আদাব: ১২ / ২৩।
উত্তর দিয়েছেন: শিক্ষক ও ফতোয়া গবেষক
পবিত্র কোরআনে মুমিনের যেসব গুণের প্রতি গুরুত্বারোপ করা হয়েছে, তার অন্যতম একটি তাকওয়া। তাকওয়া একজন সফল মুমিনের অন্যতম একটি গুণ। পবিত্র কোরআনে তাকওয়া অবলম্বনকারীদের জন্য দুনিয়া ও আখেরাতে বহুবিধ উপকারের কথা বর্ণিত হয়েছে। নিম্নে কয়েকটি উপকারের কথা তুলে ধরা হলো।
১১ ঘণ্টা আগেআবুত্ তুফায়ল (রা.) বলেন, ‘আমি জিরানাহ্ নামক স্থানে নবী (সা.)-কে মাংস বণ্টন করতে দেখলাম। এমন সময় এক মহিলা এসে তাঁর কাছে পৌঁছালে নবীজি তাঁর জন্য নিজের চাদর বিছিয়ে দিলেন। তিনি ওই চাদরের ওপর বসেন। আমি জিজ্ঞেস করলাম, ‘এ মহিলা কে?’ লোকেরা বলল, ‘তিনি সেই মহিলা, যিনি রাসুলুল্লাহ (সা.)-কে...
১২ ঘণ্টা আগেধর্মীয়, ঐতিহাসিক ও আবেগঘন বহুমাত্রিক গুরুত্ব নিয়ে জেরুজালেম শহরে দাঁড়িয়ে আছে মুসলিমদের প্রাণের স্থাপনা মসজিদে আকসা। মসজিদে আকসার পুরো প্রাঙ্গণের আয়তন এক লাখ ৪৪ হাজার বর্গমিটার, যা প্রায় ৩৫ একর জায়গা দখল করে আছে। এর মধ্যে রয়েছে আল-আকসা মসজিদ (সুবিশাল নামাজঘর), কুব্বাতুস সাখরা (ডোম অব দ্য রক)...
১৫ ঘণ্টা আগেনামাজ ইসলামের গুরুত্বপূর্ণ এক রুকন বা ফরজ বিধান। পুরুষের জন্য দৈনিক পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করা সুন্নতে মুআক্কাদা। তবে কোনো কোনো ইসলামবিষয়ক গবেষক ওয়াজিবও বলেছেন।
১৭ ঘণ্টা আগে