আবদুল আযীয কাসেমি
পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। মুসলিম-অমুসলিমনির্বিশেষে কোরআন সবার জন্য পথপ্রদর্শক। বিশেষত মুসলিমদের জন্য কোরআন তিলাওয়াতের গুরুত্ব অশেষ। নিঃসন্দেহে বুঝে বুঝে তিলাওয়াত করা এবং কোরআন থেকে হিদায়েত ও উপদেশ গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবু শুধু সওয়াবের নিয়তেও কোরআন তিলাওয়াত করা কিছুতেই গুরুত্বহীন নয়। এটাও মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তিলাওয়াতকারী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতের ভাগীদার হয়। যে ঘরে তিলাওয়াত হয়, সে ঘরে খোদার রহমত নাজিল হয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে কোরআন তিলাওয়াতের ধারাবাহিকতা নেই। আমাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রমজানে নিয়মিত তিলাওয়াত করলেও পুরো বছর আর কোনো খোঁজখবর থাকে না। অথচ পবিত্র কোরআন নিয়মিত তিলাওয়াত করাই বাঞ্ছনীয়। ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান (রা.) বলেন, ‘আমি চাই না একদিনও আমার দেখে দেখে কোরআন তিলাওয়াত ছাড়া কাটুক।’ এমনকি তিনি কোরআন কারিম তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছিলেন। প্রায়শ এমন হতো, তিনি তাহাজ্জুদে পুরো কোরআন মজিদ পড়ে ফেলতেন। তিনি কোরআনের যে কপি থেকে তিলাওয়াত করতেন, অধিক হারে তিলাওয়াতের কারণে সে কপির অধিকাংশ জায়গা জীর্ণ হয়ে পড়েছিল।
বিখ্যাত লেখক মুহাদ্দিস ঐতিহাসিক ও গবেষক আল্লামা ইবনুল জাওযি (রহ.) প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন। বায়তুল মুকাদ্দাস বিজেতা বিখ্যাত সুলতান সালাউদ্দিন আইয়ুবি নিয়মিতই তিন থেকে চার পারা তিলাওয়াত করতেন। হিজরি অষ্টম শতকের বিখ্যাত সংস্কারক ও ইমাম আল্লামা ইবনে তাইমিয়া জীবনের শেষ দুই বছর জেলখানায় বন্দী ছিলেন। এই সময়ে তিনি ৮০ বার কোরআন খতম করেন। আমাদেরও উচিত, পরিমাণে যত স্বল্পই হোক না কেন, ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াত করা।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। মুসলিম-অমুসলিমনির্বিশেষে কোরআন সবার জন্য পথপ্রদর্শক। বিশেষত মুসলিমদের জন্য কোরআন তিলাওয়াতের গুরুত্ব অশেষ। নিঃসন্দেহে বুঝে বুঝে তিলাওয়াত করা এবং কোরআন থেকে হিদায়েত ও উপদেশ গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবু শুধু সওয়াবের নিয়তেও কোরআন তিলাওয়াত করা কিছুতেই গুরুত্বহীন নয়। এটাও মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তিলাওয়াতকারী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতের ভাগীদার হয়। যে ঘরে তিলাওয়াত হয়, সে ঘরে খোদার রহমত নাজিল হয়।
কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে কোরআন তিলাওয়াতের ধারাবাহিকতা নেই। আমাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রমজানে নিয়মিত তিলাওয়াত করলেও পুরো বছর আর কোনো খোঁজখবর থাকে না। অথচ পবিত্র কোরআন নিয়মিত তিলাওয়াত করাই বাঞ্ছনীয়। ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান (রা.) বলেন, ‘আমি চাই না একদিনও আমার দেখে দেখে কোরআন তিলাওয়াত ছাড়া কাটুক।’ এমনকি তিনি কোরআন কারিম তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছিলেন। প্রায়শ এমন হতো, তিনি তাহাজ্জুদে পুরো কোরআন মজিদ পড়ে ফেলতেন। তিনি কোরআনের যে কপি থেকে তিলাওয়াত করতেন, অধিক হারে তিলাওয়াতের কারণে সে কপির অধিকাংশ জায়গা জীর্ণ হয়ে পড়েছিল।
বিখ্যাত লেখক মুহাদ্দিস ঐতিহাসিক ও গবেষক আল্লামা ইবনুল জাওযি (রহ.) প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন। বায়তুল মুকাদ্দাস বিজেতা বিখ্যাত সুলতান সালাউদ্দিন আইয়ুবি নিয়মিতই তিন থেকে চার পারা তিলাওয়াত করতেন। হিজরি অষ্টম শতকের বিখ্যাত সংস্কারক ও ইমাম আল্লামা ইবনে তাইমিয়া জীবনের শেষ দুই বছর জেলখানায় বন্দী ছিলেন। এই সময়ে তিনি ৮০ বার কোরআন খতম করেন। আমাদেরও উচিত, পরিমাণে যত স্বল্পই হোক না কেন, ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াত করা।
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
বিশেষ করে যারা আগেভাগে মসজিদে আসে এবং খুতবা মনোযোগ দিয়ে শোনে—তাদের জন্য রয়েছে অতুলনীয় সওয়াবের প্রতিশ্রুতি। এমনকি কারও নামের পাশে লেখা হতে পারে উট সদকার সওয়াবও! হাদিস ও কোরআনের আলোকে আমরা জেনে নিতে পারি—এই দিনটি কতটা গুরুত্বপূর্ণ এবং তা কীভাবে যথাযথভাবে কাজে লাগানো যায়।
১৬ ঘণ্টা আগেজুমার নামাজ, যা ‘শুক্রবারের নামাজ’ নামে পরিচিত, ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। ‘জুমুআহ’ শব্দের অর্থ একত্রিত হওয়া বা কাতারবদ্ধ হওয়া। সপ্তাহের শ্রেষ্ঠ দিন শুক্রবারে প্রাপ্তবয়স্ক মুসলমানরা একত্রিত হয়ে জামাতের সঙ্গে জোহরের নামাজের পরিবর্তে এটি আদায় করেন, তাই একে জুমার নামাজ বলা হয়।
১৭ ঘণ্টা আগেআল-আজহার নয়, আজহার সম্বোধন করেই বলব। এটা আমাদের মুখের ভাষা হয়ে গেছে যে! প্রথমেই আপনাকে আমি আজহারে নিমন্ত্রণ করব। পৃথিবীর দ্বিতীয় প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ের প্রাসঙ্গিকতা তো আছেই নানা ক্ষেত্রে। এই বিশ্ববিদ্যালয় দর্শনীয়ও।
১৯ ঘণ্টা আগেমানুষ সত্তাগতভাবে স্বাধীন। মহান আল্লাহ সত্তাগতভাবে কোনো মানুষের মধ্যে এমন কোনো শ্রেষ্ঠত্ব বা সুপ্রিম্যাসি দান করেননি; যার ফলে একজন মানুষ আরেকজন মানুষের অধিকার কিংবা স্বাধীনতা হরণ করতে পারে। রাসুলুল্লাহ (সা.) বিদায় হজের ভাষণে এ কথাই স্পষ্ট করে ঘোষণা দিয়ে গেছেন।
১৯ ঘণ্টা আগে