Ajker Patrika

কোরআন তিলাওয়াতে ধারাবাহিকতা জরুরি

আবদুল আযীয কাসেমি
কোরআন তিলাওয়াতে ধারাবাহিকতা জরুরি

পবিত্র কোরআন মহান আল্লাহ তাআলার বাণী। মুসলিম-অমুসলিমনির্বিশেষে কোরআন সবার জন্য পথপ্রদর্শক। বিশেষত মুসলিমদের জন্য কোরআন তিলাওয়াতের গুরুত্ব অশেষ। নিঃসন্দেহে বুঝে বুঝে তিলাওয়াত করা এবং কোরআন থেকে হিদায়েত ও উপদেশ গ্রহণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবু শুধু সওয়াবের নিয়তেও কোরআন তিলাওয়াত করা কিছুতেই গুরুত্বহীন নয়। এটাও মহান আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। তিলাওয়াতকারী ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে অসংখ্য রহমতের ভাগীদার হয়। যে ঘরে তিলাওয়াত হয়, সে ঘরে খোদার রহমত নাজিল হয়।

কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমাদের মধ্যে কোরআন তিলাওয়াতের ধারাবাহিকতা নেই। আমাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রমজানে নিয়মিত তিলাওয়াত করলেও পুরো বছর আর কোনো খোঁজখবর থাকে না। অথচ পবিত্র কোরআন নিয়মিত তিলাওয়াত করাই বাঞ্ছনীয়। ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান (রা.) বলেন, ‘আমি চাই না একদিনও আমার দেখে দেখে কোরআন তিলাওয়াত ছাড়া কাটুক।’ এমনকি তিনি কোরআন কারিম তিলাওয়াতরত অবস্থায় শহীদ হয়েছিলেন। প্রায়শ এমন হতো, তিনি তাহাজ্জুদে পুরো কোরআন মজিদ পড়ে ফেলতেন। তিনি কোরআনের যে কপি থেকে তিলাওয়াত করতেন, অধিক হারে তিলাওয়াতের কারণে সে কপির অধিকাংশ জায়গা জীর্ণ হয়ে পড়েছিল।

বিখ্যাত লেখক মুহাদ্দিস ঐতিহাসিক ও গবেষক আল্লামা ইবনুল জাওযি (রহ.) প্রতি সপ্তাহে একবার কোরআন খতম করতেন। বায়তুল মুকাদ্দাস বিজেতা বিখ্যাত সুলতান সালাউদ্দিন আইয়ুবি নিয়মিতই তিন থেকে চার পারা তিলাওয়াত করতেন। হিজরি অষ্টম শতকের বিখ্যাত সংস্কারক ও ইমাম আল্লামা ইবনে তাইমিয়া জীবনের শেষ দুই বছর জেলখানায় বন্দী ছিলেন। এই সময়ে তিনি ৮০ বার কোরআন খতম করেন। আমাদেরও উচিত, পরিমাণে যত স্বল্পই হোক না কেন, ধারাবাহিকভাবে কোরআন তিলাওয়াত করা।

লেখক: শিক্ষক ও হাদিস গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত