ইসলাম ডেস্ক
প্রশ্ন: অনেকের কাছে শুনেছি, আগের রাতে তারাবির নামাজ আদায় না করলে পরদিনের রোজা শুদ্ধ হয় না। এই কথা কি সঠিক? ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই।
তারিক মাহফুজ, ফেনী
উত্তর: রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করে পুরো দিন পানাহার ও যৌনাচার ত্যাগ করা। রোজা শুদ্ধ হওয়ার শর্ত হলো, পুরো দিন সব ধরনের খাবার ও পানীয় গ্রহণ এবং যৌনাচার থেকে বিরত থাকা। আর নারীদের জন্য বিশেষ শর্ত হলো, ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব থেকে মুক্ত থাকা। এ ছাড়া মানসিকভাবে সুস্থ হওয়া তথা পাগল না হওয়া চাই। সুতরাং যার রোজায় এই শর্তগুলো পাওয়া যাবে, তার রোজা শুদ্ধ হবে।
অতএব, আপনার প্রশ্নের জবাবে বলতে হয়, তারাবির নামাজ আদায় করা বা না করা এই শর্তগুলোর অন্তর্ভুক্ত নয়। কারণ তারাবি রমজানের একটি স্বতন্ত্র ইবাদত। এর সঙ্গে রোজার শুদ্ধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। রোজা একটি স্বতন্ত্র ফরজ ইবাদত। তারাবির নামাজ একটি স্বতন্ত্র সুন্নতে মুআক্কাদা ইবাদত। দুটির সময়কাল রমজান মাস হলেও একটির শুদ্ধ হওয়া আরেকটির ওপর নির্ভর করে না।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দিয়ে বলেছেন, ‘হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের মানুষের জন্য ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩) এটিই রোজার আবশ্যকতার মূল বিধান। এখানে তারাবির নামাজ আদায় করার কোনো শর্ত দেওয়া হয়নি। তাই রোজা শুদ্ধ হওয়ার জন্য তারাবির নামাজ আদায় করা জরুরি নয়।
তবে রোজার সঙ্গে সম্পর্কিত না হলেও তারাবির নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম। এটি সুন্নতে মুআক্কাদা। ইসলামি শরিয়ত অনুমোদিত একান্ত অপারগতা ছাড়া তা পরিত্যাগকারী গুনাহগার হবেন। পুরুষের জন্য জামাতের সঙ্গে তারাবি আদায় করা সুন্নতে মুআক্কাদা কেফায়া। যদি মহল্লার কিছু লোক জামাতের সঙ্গে আদায় করেন, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। নতুবা সবাই গুনাহগার হবেন। অবশ্য একাকী আদায় করলেও তারাবি শুদ্ধ হবে। (কিতাবুল মাবসুত: ২/১৪৫, রদ্দুল মুখতার: ১/৬৫৩, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৫/৭৭)
তারাবির গুরুত্ব সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করেছি। যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে দিনে রোজা পালন করবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এমন পবিত্র হবে, যেমন নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়।’ (নাসায়ি)
উত্তর দিয়েছেন, মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম
প্রশ্ন: অনেকের কাছে শুনেছি, আগের রাতে তারাবির নামাজ আদায় না করলে পরদিনের রোজা শুদ্ধ হয় না। এই কথা কি সঠিক? ইসলামের আলোকে বিস্তারিত জানতে চাই।
তারিক মাহফুজ, ফেনী
উত্তর: রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত করে পুরো দিন পানাহার ও যৌনাচার ত্যাগ করা। রোজা শুদ্ধ হওয়ার শর্ত হলো, পুরো দিন সব ধরনের খাবার ও পানীয় গ্রহণ এবং যৌনাচার থেকে বিরত থাকা। আর নারীদের জন্য বিশেষ শর্ত হলো, ঋতুস্রাব ও প্রসবকালীন স্রাব থেকে মুক্ত থাকা। এ ছাড়া মানসিকভাবে সুস্থ হওয়া তথা পাগল না হওয়া চাই। সুতরাং যার রোজায় এই শর্তগুলো পাওয়া যাবে, তার রোজা শুদ্ধ হবে।
অতএব, আপনার প্রশ্নের জবাবে বলতে হয়, তারাবির নামাজ আদায় করা বা না করা এই শর্তগুলোর অন্তর্ভুক্ত নয়। কারণ তারাবি রমজানের একটি স্বতন্ত্র ইবাদত। এর সঙ্গে রোজার শুদ্ধ হওয়া না হওয়ার কোনো সম্পর্ক নেই। রোজা একটি স্বতন্ত্র ফরজ ইবাদত। তারাবির নামাজ একটি স্বতন্ত্র সুন্নতে মুআক্কাদা ইবাদত। দুটির সময়কাল রমজান মাস হলেও একটির শুদ্ধ হওয়া আরেকটির ওপর নির্ভর করে না।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা রোজা রাখার নির্দেশ দিয়ে বলেছেন, ‘হে ইমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের মানুষের জন্য ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো।’ (সুরা বাকারা: ১৮৩) এটিই রোজার আবশ্যকতার মূল বিধান। এখানে তারাবির নামাজ আদায় করার কোনো শর্ত দেওয়া হয়নি। তাই রোজা শুদ্ধ হওয়ার জন্য তারাবির নামাজ আদায় করা জরুরি নয়।
তবে রোজার সঙ্গে সম্পর্কিত না হলেও তারাবির নামাজ আদায়ের গুরুত্ব অপরিসীম। এটি সুন্নতে মুআক্কাদা। ইসলামি শরিয়ত অনুমোদিত একান্ত অপারগতা ছাড়া তা পরিত্যাগকারী গুনাহগার হবেন। পুরুষের জন্য জামাতের সঙ্গে তারাবি আদায় করা সুন্নতে মুআক্কাদা কেফায়া। যদি মহল্লার কিছু লোক জামাতের সঙ্গে আদায় করেন, তাহলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। নতুবা সবাই গুনাহগার হবেন। অবশ্য একাকী আদায় করলেও তারাবি শুদ্ধ হবে। (কিতাবুল মাবসুত: ২/১৪৫, রদ্দুল মুখতার: ১/৬৫৩, ফতোয়ায়ে ফকিহুল মিল্লাত: ৫/৭৭)
তারাবির গুরুত্ব সম্পর্কে মহানবী (সা.) বলেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি রোজা ফরজ করেছেন, আর আমি তোমাদের জন্য তারাবির নামাজকে সুন্নত করেছি। যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজান মাসে দিনে রোজা পালন করবে এবং রাতে তারাবির নামাজ আদায় করবে, সে গুনাহ থেকে এমন পবিত্র হবে, যেমন নবজাতক শিশু মায়ের গর্ভ থেকে নিষ্পাপ অবস্থায় ভূমিষ্ঠ হয়।’ (নাসায়ি)
উত্তর দিয়েছেন, মুফতি মুহাম্মদ জাকারিয়া আল-আজহারি মুহাদ্দিস, আল-জামিয়া আল-ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম
বিয়ের বর-কনে নির্বাচনের ক্ষেত্রে ইসলামের বিশেষ নির্দেশনা রয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেন, বিয়েতে কারও পছন্দের ব্যাপারে মানুষ চারটি বিষয় দেখে। যথা—সম্পদ, আভিজাত্য, সৌন্দর্য এবং খোদাভীতি। এর মধ্যে ভাগ্যবান এবং শ্রেষ্ঠ সে, যে একজন ধার্মিক মেয়েকে বিয়ে করে। রাসুলুল্লাহ (সা.) মানুষকে আরও সতর্ক করে দেন...
৩ ঘণ্টা আগেবাংলা অঞ্চলের হাজার বছরের ইতিহাসে ধর্ম, সংস্কৃতি ও স্থাপত্যের যে সমন্বয় ঘটেছে, তার মধ্যে ইসলামি স্থাপত্য এক মহিমান্বিত অধ্যায়। কালের গহ্বরে কিছু নিদর্শন হারিয়ে গেলেও, আজও দাঁড়িয়ে থাকা মসজিদের গম্বুজ, মাদ্রাসার মিনার কিংবা মাজারের কারুকাজ ইসলামের প্রসার ও সৃজনশীলতার এক অনুপম সাক্ষ্য বহন করে।
১ দিন আগেপৃথিবীতে আমরা কেউই চাপমুক্ত নই; দুশ্চিন্তা ও হতাশা সবারই থাকে। তবে এটি অস্বাভাবিক মাত্রায় হলে তা মানসিক রোগে রূপ নেয়, যা অনেক শারীরিক রোগেরও কারণ। তাই প্রতিটি মানুষের দুশ্চিন্তা থেকে বের হয়ে আসা উচিত। চিন্তামুক্ত থাকার জন্য কোরআন-হাদিসে বেশ কিছু আমলের কথা এসেছে। এখানে ৪টি আমলের কথা আলোচনা করছি।
১ দিন আগেহিজরি সনের অষ্টম মাস শাবান। ইসলামে এ মাসের ফজিলত ও মর্যাদা অনেক। মহানবী (সা.) রজব মাস থেকেই রমজানের প্রস্তুতি শুরু করতেন। শাবান মাসে বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য মানসিকভাবে তৈরি হতেন। এ মাসের মধ্যভাগে রয়েছে ফজিলতের রাত শবে বরাত।
১ দিন আগে