Ajker Patrika

হাদিসের গল্প: পিঁপড়ার বাসা জ্বালিয়ে দেওয়ায় আল্লাহর অসন্তুষ্টি

আমজাদ ইউনুস 
পিঁপড়ার বাসা জ্বালিয়ে দেওয়ায় আল্লাহ এক সাহাবির প্রতি অসন্তোষ প্রকাশ করেন। ছবি: সংগৃহীত
পিঁপড়ার বাসা জ্বালিয়ে দেওয়ায় আল্লাহ এক সাহাবির প্রতি অসন্তোষ প্রকাশ করেন। ছবি: সংগৃহীত

পৃথিবীতে যেকোনো ধরনের অনাচার ও বিপর্যয় সৃষ্টি করা একটি ঘৃণিত কাজ। মহান আল্লাহর কাছে অপছন্দনীয় এবং সুস্থ স্বভাবের বিপরীত। বিপর্যয় সৃষ্টি করা, অনিষ্ট করা এবং অন্যায়ভাবে ধ্বংস সাধন করা ইসলাম কখনো সমর্থন করে না। ইসলাম মানবজাতিকে এক উন্নত নৈতিক চরিত্র ও আত্মনিয়ন্ত্রণের শিক্ষা দেয়। সকল প্রাণীর প্রতি দয়া ও সুবিচার নিশ্চিত করে। কোরআনে এ বিষয়ে স্পষ্টভাবে বলা হয়েছে, ‘আল্লাহ বিপর্যয়কে পছন্দ করেন না।’ (সুরা বাকারা, আয়াত: ২০৫)

ইসলামের অন্যতম প্রধান শিক্ষা হলো—দয়া, করুণা ও ন্যায়পরায়ণতা। এটি কেবল মানুষের জন্য প্রযোজ্য নয়; বরং পশু-পাখি, কীটপতঙ্গসহ সব সৃষ্টির জন্যও প্রযোজ্য। ইসলাম যেভাবে বিভিন্ন কল্যাণকর কাজে প্রাণী ব্যবহারের অনুমোদন দিয়েছে, তেমনিভাবে অকারণে বা কোনো উপকার ছাড়া প্রাণী হত্যা নিষেধ করেছে। একই সঙ্গে মানুষের কল্যাণ ও তাদের ক্ষতির প্রতিরোধের ব্যাপারেও যত্নবান থেকেছে।

ইসলাম শুধু মানুষের ন্যায়বিচারের শিক্ষা দেয় না, বরং প্রাণীদের প্রতিও ন্যায়পরায়ণ হওয়ার আদেশ করে। বিনা কারণে প্রাণী হত্যা করা নিষিদ্ধ, এবং আগুন দিয়ে কোনো প্রাণীকে পোড়ানো কঠোরভাবে হারাম। ইসলামের এসব বিধান মানুষকে দয়া, সুবিচার ও সংযমের শিক্ষা দেয়। বিনা কারণে এক নারী বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান্নামি হয়েছিল।

ইবনু ওমর (রা.) সূত্রে নবী (সা.) হতে বর্ণিত। তিনি বলেন, ‘এক নারী একটি বিড়ালের কারণে জাহান্নামে গিয়েছিল, সে তাকে বেঁধে রেখেছিল। খাবারও দেয়নি, ছেড়েও দেয়নি, যাতে সে জমিনের পোকা মাকড় খেতে পারত।’

রাসুল (সা.) একবার সাহাবিদের এক নবীর ঘটনা বর্ণনা করেছিলেন। সেই ঘটনা আমাদের নৈতিকতার উচ্চতর স্তরে নিয়ে যায়। দায়িত্ববোধ ও আত্মনিয়ন্ত্রণের চেতনা জাগিয়ে তোলে। পাশাপাশি ন্যায়ের গুরুত্ব এবং অপরাধের শাস্তির মাত্রার বিষয়টি ফুটে ওঠে। উক্ত ঘটনায় আরও বেশ কিছু শিক্ষা ও উপদেশ পাওয়া যায়। নিচে হাদিসের আলোকে ঘটনাটি তুলে ধরা হলো—

আবু হুরাইরা (রা.) হতে বর্ণিত। আল্লাহর রাসুল (সা.) বলেছেন, ‘নবীগণের মধ্যে কোনো এক নবী একটি গাছের নিচে অবতরণ করেন। এরপর তাঁকে একটি পিঁপড়ায় কামড় দেয়। তিনি তাঁর আসবাবপত্রের ব্যাপারে আদেশ দেন। সেগুলো গাছের নিচ থেকে সরিয়ে ফেলা হয়। এরপর তিনি নির্দেশ দিলেন এবং পিঁপড়ার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হলো। তখন আল্লাহ তাঁর প্রতি অহি নাজিল করলেন—তুমি একটি মাত্র পিঁপড়াকে শাস্তি দিলে না কেন?’ (সহিহ্ বুখারি, হাদিস: ২২১৯)

হাদিস থেকে শিক্ষা

অন্যায়ভাবে প্রাণী হত্যা: কোনো প্রাণীকে অন্যায়ভাবে হত্যা করা বৈধ নয়, শুধু যদি তা আক্রমণকারী বা ক্ষতিকর হয়, তখন তা মারার অনুমতি রয়েছে।

আগুন দিয়ে শাস্তি দেওয়া নিষিদ্ধ: ইসলামের বিধান অনুযায়ী আগুন দিয়ে শাস্তি দেওয়ার অধিকার শুধু আল্লাহর। রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আগুনের শাস্তি কেবলমাত্র জাহান্নামের শাস্তি হিসেবেই নির্ধারিত।’ অতএব কোনো মানুষকে বা প্রাণীকে আগুনে পুড়িয়ে মারা বৈধ নয়। পূর্ববর্তী জাতিগুলোতে এটি বৈধ ছিল, তাই হয়তো কোনো নবী আগুন দিয়ে একটি পিপীলিকা জাতিকে ধ্বংস করেছিলেন।

পিঁপড়ার প্রশংসা ও বৈশিষ্ট্য: প্রতিটি প্রাণী মহান আল্লাহর মহিমা ঘোষণা করে। পিঁপড়াও মহান আল্লাহর মহিমা ঘোষণা করে (তাসবিহ পাঠ করে)।

প্রাণীদের জাতিগত বৈশিষ্ট্য: অন্যান্য জাতির মতো পিঁপড়াও মহান আল্লাহর সৃষ্ট এক জাতি। গোষ্ঠীবদ্ধভাবে বসবাস করে এবং একে অপরের প্রতি সহযোগিতাপূর্ণ আচরণ করে।

প্রতিশোধ বা শাস্তির মাত্রা: প্রতিশোধ বা শাস্তির মাত্রা অপরাধের তুলনায় বেশি হওয়া উচিত নয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত