অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে নিয়েছিলেন জো বাইডেন। তবে ইচ্ছাকৃতভাবে নথিগুলো নিয়ে গেলেও এ বিষয়ে তাঁকে কোনো ধরনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। অন্তত এখনই। এসংক্রান্ত অভিযোগের তদন্তকারী কৌঁসুলি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বিশেষ কৌঁসুলি রবার্ট হুর তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৫ মাসের তদন্ত শেষে তিনি বাইডেনকে এসংক্রান্ত মামলায় অভিযুক্ত করার বিপক্ষে। কারণ, এই অভিযোগ প্রমাণ করা কঠিন হবে। পাশাপাশি বাইডেন এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং প্রতিবেদনে হুর বাইডেন ‘ভদ্র আচরণের দুর্বল স্মৃতির বুড়ো’ বলে অভিহিত করেছেন।
তবে তদন্ত প্রতিবেদনে ‘দুর্বল স্মৃতির বুড়ো’ বলে উল্লেখ করা বেজায় চটেছেন বাইডেন। তিনি বলেছেন, তাঁর স্মৃতি ঠিক আছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন।
বাইডেন জানান, মূলত তাঁর ছেলে বিউ বাইডেনের মৃত্যুর পর তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ কারণে তিনি নথির বিষয়গুলো ভুলে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে নথি ফাঁসের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তা ‘স্রেফ সরল মিথ্যা।’
এদিকে, ট্রাম্পকে গোপন নথির মামলায় একপ্রকার ক্লিন চিট দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে একই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ফেডারেল মামলায়। ট্রাম্প বলেছেন, বাইডেনকে স্টেট ও ফেডারেল মামলা থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। তবে ট্রাম্প কোনো প্রমাণ হাজির করেননি।
ট্রাম্প একটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি এখন প্রমাণ হয়েছে গেছে যে, আমাদের বিচারব্যবস্থা দুই স্তরের হয়ে গেছে এবং এখানে অসাংবিধানিকভাবে বিশেষ উপায়ে বিচার কার্যক্রম চলে।’
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট থাকাকালে ২০১৭ সালে রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে নিয়েছিলেন জো বাইডেন। তবে ইচ্ছাকৃতভাবে নথিগুলো নিয়ে গেলেও এ বিষয়ে তাঁকে কোনো ধরনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে না। অন্তত এখনই। এসংক্রান্ত অভিযোগের তদন্তকারী কৌঁসুলি গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
বিশেষ কৌঁসুলি রবার্ট হুর তাঁর প্রতিবেদনে উল্লেখ করেছেন, ১৫ মাসের তদন্ত শেষে তিনি বাইডেনকে এসংক্রান্ত মামলায় অভিযুক্ত করার বিপক্ষে। কারণ, এই অভিযোগ প্রমাণ করা কঠিন হবে। পাশাপাশি বাইডেন এই তদন্তে পুরোপুরি সহযোগিতা করেছেন এবং প্রতিবেদনে হুর বাইডেন ‘ভদ্র আচরণের দুর্বল স্মৃতির বুড়ো’ বলে অভিহিত করেছেন।
তবে তদন্ত প্রতিবেদনে ‘দুর্বল স্মৃতির বুড়ো’ বলে উল্লেখ করা বেজায় চটেছেন বাইডেন। তিনি বলেছেন, তাঁর স্মৃতি ঠিক আছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় হোয়াইট হাউসে সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাইডেন।
বাইডেন জানান, মূলত তাঁর ছেলে বিউ বাইডেনের মৃত্যুর পর তিনি স্বাভাবিক অবস্থায় ছিলেন না। এ কারণে তিনি নথির বিষয়গুলো ভুলে গিয়েছিলেন। তিনি দাবি করেছেন, ইচ্ছাকৃতভাবে নথি ফাঁসের যে অভিযোগ তাঁর বিরুদ্ধে তোলা হয়েছে, তা ‘স্রেফ সরল মিথ্যা।’
এদিকে, ট্রাম্পকে গোপন নথির মামলায় একপ্রকার ক্লিন চিট দেওয়ায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যাকে একই ধরনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে ফেডারেল মামলায়। ট্রাম্প বলেছেন, বাইডেনকে স্টেট ও ফেডারেল মামলা থেকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। তবে ট্রাম্প কোনো প্রমাণ হাজির করেননি।
ট্রাম্প একটি সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এটি এখন প্রমাণ হয়েছে গেছে যে, আমাদের বিচারব্যবস্থা দুই স্তরের হয়ে গেছে এবং এখানে অসাংবিধানিকভাবে বিশেষ উপায়ে বিচার কার্যক্রম চলে।’
গৃহযুদ্ধ কবলিত সুদানের দ্বিতীয় বৃহত্তম শহর ওমদুরমানের একটি বাজারে দেশটির আধা-সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) হামলায় অন্তত ৫৪ জন নিহত ও ১৫৮ জন আহত হয়েছেন বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
৫ ঘণ্টা আগেলিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
১০ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
১৩ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
১৪ ঘণ্টা আগে