কলম্বিয়ার ফুটবলার ও লিভারপুলের তারকা খেলোয়াড় লুইস দিয়াজের বাবাকে অপহরণের ১৩ দিন পর মুক্তি দিয়েছে বামপন্থী গেরিলারা। আজ বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিয়াজের বাবা লুইস ম্যানুয়েল দিয়াজকে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যরা জাতিসংঘ এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। গত ২৮ অক্টোবর নিজ শহর বারানকাস থেকে অপহৃত হয়েছিলেন তিনি।
বাবাকে অপহরণের সময় দিয়াজের মাকেও আটক করেছিল গেরিলারা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তির পর ম্যানুয়েলকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভালেদুপার শহরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে ফিরে আসার আগে সেখানে তাঁর একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে কর্তৃপক্ষ বলছে, মুক্তির সময় ম্যানুয়েলের স্বাস্থ্য ভালো অবস্থায় ছিল, তাঁর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি।
ম্যানুয়েলের মুক্তির খবরে উৎসবের আমেজ বিরাজ করছে তাঁর শহরে। তাঁর চাচাতো ভাই আলফোনসো দিয়াজ কারাকোল রেডিওকে বলেছেন, ‘আমরা দারুণ তৃপ্তি অনুভব করছি যে বিষয়টির সমাপ্তি ঘটেছে।’
ম্যানুয়েলের মুক্তির খবরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাঁর অ্যাক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন, ‘স্বাধীনতা এবং শান্তি দীর্ঘজীবী হোক।’
সরকার, সেনাবাহিনী এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে—ফুটবল শান্তির আবেগ। কেউ যেন আর কখনো সেই বাস্তবতাকে আক্রমণের কথা না ভাবে।’
ইএলএন হলো বর্তমানে সক্রিয় কলম্বিয়ার প্রধান গেরিলা গোষ্ঠী। ১৯৬৪ সাল থেকে এটি সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে সক্রিয় এই গেরিলা সংগঠনটিতে আনুমানিক আড়াই হাজার সদস্য রয়েছে।
কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের সদস্য দিয়াজ সম্প্রতি লিভারপুল ক্লাবের হয়ে একটি খেলায় বাবার মুক্তি দাবি সংবলিত একটি গেঞ্জি পরে মাঠে নেমেছিলেন।
কলম্বিয়ার ফুটবলার ও লিভারপুলের তারকা খেলোয়াড় লুইস দিয়াজের বাবাকে অপহরণের ১৩ দিন পর মুক্তি দিয়েছে বামপন্থী গেরিলারা। আজ বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দিয়াজের বাবা লুইস ম্যানুয়েল দিয়াজকে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যরা জাতিসংঘ এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। গত ২৮ অক্টোবর নিজ শহর বারানকাস থেকে অপহৃত হয়েছিলেন তিনি।
বাবাকে অপহরণের সময় দিয়াজের মাকেও আটক করেছিল গেরিলারা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তির পর ম্যানুয়েলকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভালেদুপার শহরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে ফিরে আসার আগে সেখানে তাঁর একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে কর্তৃপক্ষ বলছে, মুক্তির সময় ম্যানুয়েলের স্বাস্থ্য ভালো অবস্থায় ছিল, তাঁর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি।
ম্যানুয়েলের মুক্তির খবরে উৎসবের আমেজ বিরাজ করছে তাঁর শহরে। তাঁর চাচাতো ভাই আলফোনসো দিয়াজ কারাকোল রেডিওকে বলেছেন, ‘আমরা দারুণ তৃপ্তি অনুভব করছি যে বিষয়টির সমাপ্তি ঘটেছে।’
ম্যানুয়েলের মুক্তির খবরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাঁর অ্যাক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন, ‘স্বাধীনতা এবং শান্তি দীর্ঘজীবী হোক।’
সরকার, সেনাবাহিনী এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে—ফুটবল শান্তির আবেগ। কেউ যেন আর কখনো সেই বাস্তবতাকে আক্রমণের কথা না ভাবে।’
ইএলএন হলো বর্তমানে সক্রিয় কলম্বিয়ার প্রধান গেরিলা গোষ্ঠী। ১৯৬৪ সাল থেকে এটি সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে সক্রিয় এই গেরিলা সংগঠনটিতে আনুমানিক আড়াই হাজার সদস্য রয়েছে।
কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের সদস্য দিয়াজ সম্প্রতি লিভারপুল ক্লাবের হয়ে একটি খেলায় বাবার মুক্তি দাবি সংবলিত একটি গেঞ্জি পরে মাঠে নেমেছিলেন।
পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
২ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
২ ঘণ্টা আগেভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে বলেছেন, ‘এই হত্যাকাণ্ড অন্তর্বর্তী সরকারের অধীনে হিন্দু সংখ্যালঘুদের পদ্ধতিগত নিপীড়নের অংশ। আগের ঘটনাগুলোর অপরাধীরা শাস্তি ছাড়াই ঘুরে বেড়াচ্ছে।’
৫ ঘণ্টা আগেইসরায়েলের কর্মকর্তারা ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার অঙ্গীকার করেছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জোর দিয়ে বলেছেন, ইরানের সঙ্গে যেকোনো আলোচনায় তাদের ‘পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ভেঙে ফেলতে হবে।’ আর এ জন্য প্রয়োজনে ইসরায়েল ইরানের পারমাণবিক সীমিত পরিসরে হামলাও চালাতে পারে।
৫ ঘণ্টা আগে