Ajker Patrika

১৩ দিন পর ফুটবলার দিয়াজের বাবাকে ছেড়ে দিল কলম্বিয়ার গেরিলারা

আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ১১: ০৩
১৩ দিন পর ফুটবলার দিয়াজের বাবাকে ছেড়ে দিল কলম্বিয়ার গেরিলারা

কলম্বিয়ার ফুটবলার ও লিভারপুলের তারকা খেলোয়াড় লুইস দিয়াজের বাবাকে অপহরণের ১৩ দিন পর মুক্তি দিয়েছে বামপন্থী গেরিলারা। আজ বৃহস্পতিবার রাতে বিবিসির এক প্রতিবেদনে এই খবর জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, দিয়াজের বাবা লুইস ম্যানুয়েল দিয়াজকে ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন) সদস্যরা জাতিসংঘ এবং ক্যাথলিক চার্চের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে। গত ২৮ অক্টোবর নিজ শহর বারানকাস থেকে অপহৃত হয়েছিলেন তিনি। 

বাবাকে অপহরণের সময় দিয়াজের মাকেও আটক করেছিল গেরিলারা। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। 

স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, মুক্তির পর ম্যানুয়েলকে একটি সামরিক হেলিকপ্টারে করে ভালেদুপার শহরে নিয়ে যাওয়া হয়েছে। পরিবারের সদস্যদের কাছে ফিরে আসার আগে সেখানে তাঁর একটি স্বাস্থ্য পরীক্ষা হবে। তবে কর্তৃপক্ষ বলছে, মুক্তির সময় ম্যানুয়েলের স্বাস্থ্য ভালো অবস্থায় ছিল, তাঁর মধ্যে কোনো অস্বাভাবিক আচরণ দেখা যায়নি। 

ম্যানুয়েলের মুক্তির খবরে উৎসবের আমেজ বিরাজ করছে তাঁর শহরে। তাঁর চাচাতো ভাই আলফোনসো দিয়াজ কারাকোল রেডিওকে বলেছেন, ‘আমরা দারুণ তৃপ্তি অনুভব করছি যে বিষয়টির সমাপ্তি ঘটেছে।’ 

ম্যানুয়েলের মুক্তির খবরে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো তাঁর অ্যাক্স হ্যান্ডেল থেকে টুইট করেছেন, ‘স্বাধীনতা এবং শান্তি দীর্ঘজীবী হোক।’ 

সরকার, সেনাবাহিনী এবং পুলিশ সহ সবাইকে ধন্যবাদ জানিয়ে কলম্বিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে বলেছে—ফুটবল শান্তির আবেগ। কেউ যেন আর কখনো সেই বাস্তবতাকে আক্রমণের কথা না ভাবে।’ 

ইএলএন হলো বর্তমানে সক্রিয় কলম্বিয়ার প্রধান গেরিলা গোষ্ঠী। ১৯৬৪ সাল থেকে এটি সরকারি বাহিনীর সঙ্গে লড়াই করছে। কলম্বিয়ার ভেনেজুয়েলা সীমান্তে সক্রিয় এই গেরিলা সংগঠনটিতে আনুমানিক আড়াই হাজার সদস্য রয়েছে। 

কলম্বিয়ার জাতীয় ফুটবল দলের সদস্য দিয়াজ সম্প্রতি লিভারপুল ক্লাবের হয়ে একটি খেলায় বাবার মুক্তি দাবি সংবলিত একটি গেঞ্জি পরে মাঠে নেমেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত