Ajker Patrika

চাকরি ছেড়ে টিভিতে যোগ দিচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

চাকরি ছেড়ে টিভিতে যোগ দিচ্ছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি আগামী সপ্তাহেই বাইডেন প্রশাসন থেকে বিদায় নিচ্ছেন। তিনি মার্কিন সম্প্রচার মাধ্যম এমএসএনবিসিতে যোগ দেবেন বলে জানা যাচ্ছে। বিষয়টি অবগত আছেন এমন দুই ব্যক্তির বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য জানিয়েছে আরেক মার্কিন গণমাধ্যম সিএনএন। 

সাকি আনুষ্ঠানিকভাবে কেবল নিউজ নেটওয়ার্কটির সঙ্গে এখনো চুক্তিবদ্ধ হননি। তবে আলোচনা অনেকদূর অগ্রসর হয়েছে বলে জানিয়েছে ওই দুটি সূত্র। 

প্রথম এ খবর প্রকাশ করে অনলাইন গণমাধ্যম অ্যাক্সিওস। তারা জানিয়েছে, সাকি এনবিসির স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের একটি শো হোস্ট করবেন। এমএসএনবিসির শোতেও উপস্থিত থাকবেন। 

তবে এমএসএনবিসি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। 

সাকির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে তাঁর এমএসএনবিসিতে যোগ দেওয়ার খবর নিশ্চিত করতে চাননি হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। ওই কর্মকর্তা বলেছেন, ‘জেন এখানে আছেন এবং প্রেসিডেন্টের জন্য প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন, সেখানেই তাঁর ফোকাস।’ 

সাকি পদত্যাগ করলে কে তাঁর স্থলাভিষিক্ত হবেন তা স্পষ্ট নয়। হোয়াইট হাউস এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তবে ডেপুটি প্রেস সেক্রেটারি কারিন জিন-পিয়ের এ পদের জন্য বিবেচনায় থাকবেন তা নিশ্চিত। হোয়াইট হাউসের যোগাযোগ পরিচালক কেট বেডিংফিল্ড চলতি সপ্তাহে প্রেস ব্রিফিংয়ে হাজির হয়েছিলেন। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তিনিও আছেন। 

সিএনএন জানিয়েছে, একাধিক টেলিভিশন নেটওয়ার্ক সাকিকে নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। 

গত তিন বছরের মধ্যে প্রথম অনুষ্ঠেয় হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে প্রেস সচিব হিসেবে সাকি উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে। ৩০ এপ্রিল এ ভোজ অনুষ্ঠানের কথা রয়েছে। 

যা শোনা যাচ্ছে সেটি সত্যি হলে, হোয়াইট হাউস থেকে এমএসএনবিসিতে যোগ দেওয়া দ্বিতীয় সিনিয়র কোনো কর্মকর্তা হবেন সাকি। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের জ্যেষ্ঠ মুখপাত্র সাইমন স্যান্ডার্স চলতি বছরের শুরুতে হোয়াইট হাউস ছাড়েন। মে মাস থেকে এমএসএনবিসির উইকেন্ড শো হোস্ট করা শুরু করবেন তিনি। 

প্রেসিডেন্ট জো বাইডেন ২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকেই প্রেস সেক্রেটারির দায়িত্ব পালন করে আসছেন জেন সাকি। এর আগে তিনি সিএনএনের রাজনৈতিক ভাষ্যকার ছিলেন। এর আগে ওবামা প্রশাসনের সময় হোয়াইট হাউস কমিউনিকেশন ডিরেকটর এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হিসেবেও কাজ করেছেন সাকি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত