Ajker Patrika

মার্কিন আকাশসীমায় নিষিদ্ধ রুশ বিমান

আপডেট : ০২ মার্চ ২০২২, ১০: ৪২
মার্কিন আকাশসীমায় নিষিদ্ধ রুশ বিমান

এবার যুক্তরাষ্ট্রের আকাশসীমায় রাশিয়ার বিমান চলাচল নিষিদ্ধ করতে যাচ্ছে দেশটি। দেশটির উচ্চপর্যায়ের কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

মার্কিন সরকারের আগে ইউরোপীয় ইউনিয়ন ও কানাডাও অনুরূপ পদক্ষেপ নিয়েছে। এবার মার্কিন যুক্তরাষ্ট্রও সেই তালিকায় যুক্ত হলো। তবে এই নিষেধাজ্ঞা কবে বা কখন থেকে কার্যকর হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য এখনো মার্কিন প্রশাসনের পক্ষ থেকে প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সিএনএনের আলাদা এক প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট আজ তাঁর স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নিষেধাজ্ঞার বিষয়টি ঘোষণা করতে পারেন। 

এর আগে হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি মার্কিন আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ করা হবে কি না—এমন প্রশ্নের জবাবে নিষেধাজ্ঞার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। সাকি বলেছিলেন, যেকোনো কিছুই হতে পারে। তবে তিনি আরও জানান, মার্কিন অনেক বিমান সংস্থাকে রুশ আকাশসীমা ব্যবহার করতে হয় এশিয়া ও বিশ্বের অন্যান্য অংশে যাওয়ার জন্য। এটিকে তিনি নো ফ্লাই জোন না ঘোষণার একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন। 

এদিক ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঠেকাতে হোয়াইট হাউসকে অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তাঁর অনুরোধের জবাবে শীতল প্রতিক্রিয়া দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গত সোমবার হোয়াইট হাউসের কাছে ইউক্রেনের আকাশসীমায় রুশ বিমান চলাচল নিষিদ্ধ করতে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু তাঁর এই আহ্বান নাকচ করে হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করা মানে মস্কোর সঙ্গে সরাসরি সংঘর্ষে নামা, যা ওয়াশিংটন চায় না। 

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন বাস্তবায়ন করা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর মতো পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে। 

জেন সাকি বলেন, ‘নো ফ্লাই জোন বাস্তবায়ন প্রয়োজন এবং তা করতে গেলে মার্কিন সেনা মোতায়েন করতে হতে পারে, যার অর্থ হবে সম্ভাব্য সরাসরি সংঘর্ষে নামা এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য একটি যুদ্ধ, যা আমরা কোনোভাবেই চাইছি না।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত