অনলাইন ডেস্ক
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সহযোগীরা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর নথিপত্র ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন। এফবিআইয়ের তদন্তে বাধা দিতেই তা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে করা এক মামলার অভিযোগনামায় এমনটাই দাবি করেছে দেশটির বিচার বিভাগ।
গত জুন মাসে গোপন নথি সম্পর্কে জানতে প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশির জন্য এফবিআইয়ের কর্মকর্তারা। তখন ট্রাম্পের সহযোগীরা জানিয়েছিলেন, হোয়াইট হাউস থেকে আনা সব নথি ফেরত দেওয়া হয়েছে। কিন্তু পরে ৮ আগস্ট ট্রাম্পের বাড়ি থেকে তল্লাশি অনেকগুলো স্পর্শকাতর ফাইল উদ্ধার করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ৫৪ পৃষ্ঠার ওই অভিযোগনামায় বলা হয়েছে—গত বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগের সময় ট্রাম্পে যেসব সরকারি নথিপত্র নিজের বাসায় নিয়ে যান, সেগুলো উদ্ধার জন্য চলতি বছরের জুনে এফবিআইয়ের সদস্যরা প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোয় যান। তখন ট্রাম্পের সহযোগীরা এফবিআইয়ের কর্মকর্তাদের বলেছিলেন, হোয়াইট হাউস থেকে যেসব নথি আনা হয়েছিল, তার সবগুলোই ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে। দক্ষিণ ফ্লোরিডার একটি ডিস্ট্রিক্ট আদালতে এ অভিযোগ করা হয়।
অভিযোগনামায় আরও বলা হয়েছে, মার-এ-লাগোর স্টোররুম থেকে নথিপত্র খুব সম্ভবত লুকানো হয়েছিল এবং অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল। সরকারের তদন্তে বাধা দিতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এসব ধারণা নিয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার ট্রাম্পের বাড়ি থেকে গত ৮ আগস্ট উদ্ধার নথি নিয়ে ফ্লোরিডার পশ্চিম পাম বিচের একটি আদালতে শুনানি হওয়ার কথা। শুনানিতে ট্রাম্পের ‘স্পেশাল মাস্টার’ নিয়োগ দেওয়ার অনুরোধের বিষয়টি খতিয়ে দেখবেন ডিস্ট্রিক্ট বিচারক বিচারক আইলিন ক্যানন। স্পেশাল মাস্টার হলো, কোনো স্পর্শকাতর মামলার সার্বিক বিষয় খতিয়ে দেখতে তৃতীয় পক্ষ নিয়োগ দেওয়ায়। ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি এবং মাইকেল কোহেনের বাসা ও অফিস তল্লাশির মামলায়ও স্পেশাল মাস্টার নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ট্রাম্পের স্পেশাল মাস্টার নিয়োগের অনুরোধটির বিরোধিতা করেছে বিচার বিভাগ।
এর আগে, হোয়াই হাউস ত্যাগের সময় অবৈধভাবে নিয়ে আসা প্রায় ১৫ বাক্স নথিপত্র গত জানুয়ারিতে ট্রাম্প নিজেই ফেরত দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা ছিল, ট্রাম্পের বাসায় আরও সরকারি স্পর্শকাতর নথিপত্র থাকতে পারে। তা জানতেই গত জুনে তাঁর বাসায় যান এফবিআই কর্মকর্তারা। তখন ট্রাম্পের সহযোগীদের তরফে সব নথি ফেরত দেওয়া কথা জানানো হয়। কিন্তু তা সত্ত্বেও গত ৮ আগস্ট ট্রাম্পের বাসায় অভিযান চালায় এফবিআই। এতে বিভিন্ন ধরনের নথির ১৮৪টি ফাইল উদ্ধার করা হয়, যার অনেকগুলোই স্পর্শকাতর নথির অন্তর্ভুক্ত।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সহযোগীরা দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) কাছে থেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্পর্শকাতর নথিপত্র ইচ্ছাকৃতভাবে গোপন করেছিলেন। এফবিআইয়ের তদন্তে বাধা দিতেই তা করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মঙ্গলবার ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি আদালতে করা এক মামলার অভিযোগনামায় এমনটাই দাবি করেছে দেশটির বিচার বিভাগ।
গত জুন মাসে গোপন নথি সম্পর্কে জানতে প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশির জন্য এফবিআইয়ের কর্মকর্তারা। তখন ট্রাম্পের সহযোগীরা জানিয়েছিলেন, হোয়াইট হাউস থেকে আনা সব নথি ফেরত দেওয়া হয়েছে। কিন্তু পরে ৮ আগস্ট ট্রাম্পের বাড়ি থেকে তল্লাশি অনেকগুলো স্পর্শকাতর ফাইল উদ্ধার করা হয়।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ৫৪ পৃষ্ঠার ওই অভিযোগনামায় বলা হয়েছে—গত বছরের জানুয়ারিতে হোয়াইট হাউস ত্যাগের সময় ট্রাম্পে যেসব সরকারি নথিপত্র নিজের বাসায় নিয়ে যান, সেগুলো উদ্ধার জন্য চলতি বছরের জুনে এফবিআইয়ের সদস্যরা প্রথমবারের মতো ট্রাম্পের ফ্লোরিডার বাড়ি মার-এ-লাগোয় যান। তখন ট্রাম্পের সহযোগীরা এফবিআইয়ের কর্মকর্তাদের বলেছিলেন, হোয়াইট হাউস থেকে যেসব নথি আনা হয়েছিল, তার সবগুলোই ইতিমধ্যে ফেরত দেওয়া হয়েছে। দক্ষিণ ফ্লোরিডার একটি ডিস্ট্রিক্ট আদালতে এ অভিযোগ করা হয়।
অভিযোগনামায় আরও বলা হয়েছে, মার-এ-লাগোর স্টোররুম থেকে নথিপত্র খুব সম্ভবত লুকানো হয়েছিল এবং অন্যত্র সরিয়ে ফেলা হয়েছিল। সরকারের তদন্তে বাধা দিতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। এসব ধারণা নিয়ে তাদের কাছে প্রমাণ রয়েছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় আগামীকাল বৃহস্পতিবার ট্রাম্পের বাড়ি থেকে গত ৮ আগস্ট উদ্ধার নথি নিয়ে ফ্লোরিডার পশ্চিম পাম বিচের একটি আদালতে শুনানি হওয়ার কথা। শুনানিতে ট্রাম্পের ‘স্পেশাল মাস্টার’ নিয়োগ দেওয়ার অনুরোধের বিষয়টি খতিয়ে দেখবেন ডিস্ট্রিক্ট বিচারক বিচারক আইলিন ক্যানন। স্পেশাল মাস্টার হলো, কোনো স্পর্শকাতর মামলার সার্বিক বিষয় খতিয়ে দেখতে তৃতীয় পক্ষ নিয়োগ দেওয়ায়। ট্রাম্পের সাবেক আইনজীবী রুডি গিউলিয়ানি এবং মাইকেল কোহেনের বাসা ও অফিস তল্লাশির মামলায়ও স্পেশাল মাস্টার নিয়োগ দেওয়া হয়েছিল। তবে ট্রাম্পের স্পেশাল মাস্টার নিয়োগের অনুরোধটির বিরোধিতা করেছে বিচার বিভাগ।
এর আগে, হোয়াই হাউস ত্যাগের সময় অবৈধভাবে নিয়ে আসা প্রায় ১৫ বাক্স নথিপত্র গত জানুয়ারিতে ট্রাম্প নিজেই ফেরত দেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা ছিল, ট্রাম্পের বাসায় আরও সরকারি স্পর্শকাতর নথিপত্র থাকতে পারে। তা জানতেই গত জুনে তাঁর বাসায় যান এফবিআই কর্মকর্তারা। তখন ট্রাম্পের সহযোগীদের তরফে সব নথি ফেরত দেওয়া কথা জানানো হয়। কিন্তু তা সত্ত্বেও গত ৮ আগস্ট ট্রাম্পের বাসায় অভিযান চালায় এফবিআই। এতে বিভিন্ন ধরনের নথির ১৮৪টি ফাইল উদ্ধার করা হয়, যার অনেকগুলোই স্পর্শকাতর নথির অন্তর্ভুক্ত।
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে