Ajker Patrika

কানাডায় ছুরি হামলায় নিহত ১০, সন্দেহভাজন দুজন শনাক্ত

কানাডায় ছুরি হামলায় নিহত ১০, সন্দেহভাজন দুজন শনাক্ত

কানাডার সাসকাচোয়ান প্রদেশের একটি আদিবাসী অধ্যুষিত শহরে ছুরি হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন। স্থানীয় পুলিশ জানিয়েছে, তাঁরা সন্দেহভাজন দুই হামলাকারীকে শনাক্ত করতে পেরেছেন। তাঁদের ধরতে অভিযান চলছে। বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, জেমস স্মিথ ক্রি নেশনের প্রত্যন্ত এলাকার নিকটবর্তী শহরে ওয়েল্ডনে স্থানীয় সময় রোববার এ হামলার ঘটনা ঘটেছে। জরুরি টেলিফোন পেয়ে সাসকাচোয়ানের নিকটবর্তী শহরের পুলিশ দ্রুত সেখানে গিয়ে ১০ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছে। 

রোন্ডা ব্ল্যাকমোর আরও বলেছেন, ‘ঘটনাস্থল থেকে আহত অবস্থায় ১৫ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজছি। সন্দেহভাজন হিসেবে মাইলস (৩০) এবং ড্যামিয়েন স্যান্ডারসন (৩১) নামের দুজনকে শনাক্ত করা গেছে। তাঁরা একটি কালো গাড়িতে করে পালিয়ে গেছেন। দুজনেরই চুলের রং কালো এবং চোখ বাদামি।’ 

জেমস স্মিথ ক্রি নেশন এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এ এলাকায় অন্তত আড়াই হাজার মানুষ বাস করেন। 

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো একটি টুইট বার্তায় এ হামলাকে ‘ভয়াবহ এবং হৃদয়বিদারক’ বলে অভিহিত করেছেন। তিনি এ ঘটনায় সমবেদনা জানিয়েছেন এবং বাসিন্দাদের কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন। 

ব্ল্যাকমোর বলেছেন, সন্দেহভাজন হামলাকারীরা কয়েকজনকে টার্গেট করে এলোপাতাড়ি আক্রমণ করেছিলেন। তবে কী উদ্দেশ্যে তাঁরা এ হামলা চালিয়েছেন, তা এই মুহূর্তে বলা কঠিন। 

পুলিশ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে প্রথম জরুরি ফোন পেয়েছিল বলে জানিয়েছে ব্ল্যাকমোর। এরপর আরও ফোনকল পেয়েছে পুলিশ। সব মিলিয়ে ১৩টি পৃথক স্থান থেকে ছুরি হামলার ফোনকল এসেছিল। 

পুলিশ জানিয়েছে, সন্দেহভাজনদের ধরতে মহাসড়ক ও সড়কগুলোতে চেকপয়েন্ট বসানো হয়েছে। তাঁদের ধরতে সর্বোচ্চ পুলিশ মোতায়েন করা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত