অনলাইন ডেস্ক
গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাস যখন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে, তখন টাস্কফোর্স দুটি গঠন করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ইহুদি–বিদ্বেষ ও ইসলাম–বিদ্বেষের চিত্র তুলে ধরে আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উভয় সম্প্রদায়ের মধ্যে বিভাজনের গভীরতা এবং ছাত্র–শিক্ষকেরা কী ধরনের বৈষম্য ও বৈরিতার সম্মুখীন হচ্ছেন, তা উঠে এসেছে প্রতিবেদনে।
উল্লেখ্য, প্রতিবেদন দুটি এমন সময় প্রকাশ করা হলো যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আইনি লড়াই চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। গাজা যুদ্ধ ও এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার জেরে বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত ২০০ কোটির ডলারেরও বেশি তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের সাফাই—ক্যাম্পাসে চলমান ব্যাপক ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের ব্যর্থতাই এমন সিদ্ধান্তের কারণ।
প্রতিবেদনের ফলাফল ঘোষণা করে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন গারবার এক বিবৃতিতে জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইহুদি, ইসরায়েলি ও জায়নবাদী গোষ্ঠীর সদস্যরা পরিচয় লুকিয়ে চলতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে মুসলিম, আরব ও ফিলিস্তিনি শিক্ষার্থীরা বলছেন, তাঁদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং কণ্ঠরোধ করা হচ্ছে।
গারবার বলেন, ‘সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহানুভূতির বদলে একে অন্যকে অবজ্ঞা করার প্রবণতা বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে তীব্রভাবে কটাক্ষ করছেন এবং একঘরে করে দিচ্ছেন। অনেকে অভিযোগ করেছেন যে তাঁদের পরিচয় এবং ধর্মীয় বিশ্বাসের কারণে সহপাঠীরা তাঁদের ক্যাম্পাসজীবনের মূল স্রোত থেকে সরে যেতে বাধ্য করছে।’
প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্ববিদ্যালয়ের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থীই আশঙ্কা করেন, গাজা ইস্যুতে নিজেদের রাজনৈতিক মত প্রকাশ করলে একাডেমিক এবং পেশার ক্ষেত্রে শাস্তি পেতে হতে পারে। এ ছাড়া, মোট শিক্ষার্থীর অর্ধেকই মনে করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের ওপর যেকোনো সময় হামলা হতে পারে। নাম প্রকাশ না করে এক শিক্ষার্থীর উদ্ধৃতি তুলে ধরা হয়েছে টাস্কফোর্সের প্রতিবেদনে। ওই শিক্ষার্থী বলেছেন, ‘একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে আমরা প্রতিনিয়ত আতঙ্ক বোধ করি।’
তিনি অভিযোগ করেন, ‘কয়েক মাস ধরে ক্যাম্পাসে কিছু ট্রাক ঘুরে বেড়াচ্ছে। ওই ট্রাকগুলোতে আমার বেশ কয়েকজন মুসলিম সহপাঠীর ছবি প্রদর্শন করা হচ্ছে যারা শুধু ধর্মীয় সংগঠনের নেতৃত্বে থাকার কারণে চাকরিচ্যুত হয়েছেন বা চাকরির সুযোগ হারিয়েছেন। যদি ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষী বার্তা লেখা ট্রাক ঘুরে বেড়াত বা আকাশে ইহুদিবিদ্বেষী স্লোগান লেখা বিমান ওড়ানো হতো, আমি বিশ্বাস করি, হার্ভার্ড তখন আরও কঠোর ব্যবস্থা নিত।’
টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীরা তো বটেই, যেসব মুসলিম শিক্ষার্থী অতটা সরব নন, তাঁরাও হেনস্তার শিকার হচ্ছেন। হিজাব পরেন এমন নারীদেরও মৌখিক হেনস্তার শিকার হতে হয়। তাঁদের ‘সন্ত্রাসী’ বলে ডাকা হয়।
প্রতিবেদনে বিশেষ গুরুত্ব পেয়েছে ‘ডক্সিং’ (ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করে দেওয়া)। শুধু শারীরিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও ডক্সিং হুমকিস্বরূপ। গাজাযুদ্ধ শুরুর পর থেকে ইহুদি ও মুসলিম শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ইহুদিবিদ্বেষ ও ইসরায়েল–বিরোধী পক্ষপাত মোকাবিলায় গঠিত টাস্কফোর্স প্রতিবেদনে জানিয়েছে, শুধু হার্ভার্ড নয়, সামগ্রিকভাবে একাডেমিক জগতে ইহুদিবিদ্বেষ বেড়েছে। টাস্কফোর্সের অনলাইন জরিপে অংশ নেওয়া ইহুদি শিক্ষার্থীদের মধ্যে ২৬ শতাংশ জানিয়েছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ৩৯ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি যে নিজের সেটি তিনি অনুভব করতে পারছেন না। প্রায় ৬০ শতাংশ ইহুদি শিক্ষার্থী জানিয়েছেন, তাঁদের মতামতের কারণে তাঁরা বৈষম্য, তকমা দেওয়া (স্টেরিওটাইপ) এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী টাস্কফোর্সকে বলেছেন, ‘ইসরায়েলিরা প্রথম দিন থেকেই ক্যাম্পাসে বৈষম্যমূলক আচরণে অভ্যস্ত হয়ে যায়। কেউ কথা–ই বলতে চায় না। কেউ কেউ সৌজন্য দেখানোর ভান করে। কিন্তু যখন জানতে পারে যে আমি ইসরায়েলি তখন তারা এড়িয়ে চলে।’
বিপরীতে মাত্র ২৫ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, নিজেদের মত প্রকাশ করার ফলে একাডেমিক বা পেশাগত কোনো ক্ষতির শিকার হতে হয়নি।
উভয় টাস্কফোর্স পক্ষপাত দূরীকরণে একাধিক সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে ডক্সিং মোকাবিলায় কার্যকর আইনগত সহায়তা সম্প্রসারিত করা এবং উন্মুক্ত বিতর্ক ও ভর্তি প্রক্রিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া। হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালেন গারবার বলেন, এই ধরনের সংকট মোকাবিলায় তৎপরতা কয়েকগুণ বাড়াবে বিশ্ববিদ্যালয়।
গাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য। গাজা যুদ্ধকে কেন্দ্র করে ক্যাম্পাস যখন বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে, তখন টাস্কফোর্স দুটি গঠন করা হয়েছিল।
গতকাল মঙ্গলবার ক্যাম্পাসে ইহুদি–বিদ্বেষ ও ইসলাম–বিদ্বেষের চিত্র তুলে ধরে আলাদা দুটি প্রতিবেদন প্রকাশ করেছে তারা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উভয় সম্প্রদায়ের মধ্যে বিভাজনের গভীরতা এবং ছাত্র–শিক্ষকেরা কী ধরনের বৈষম্য ও বৈরিতার সম্মুখীন হচ্ছেন, তা উঠে এসেছে প্রতিবেদনে।
উল্লেখ্য, প্রতিবেদন দুটি এমন সময় প্রকাশ করা হলো যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে আইনি লড়াই চলছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের। গাজা যুদ্ধ ও এ নিয়ে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে উত্তেজনার জেরে বিশ্ববিদ্যালয়টির জন্য নির্ধারিত ২০০ কোটির ডলারেরও বেশি তহবিল স্থগিত করেছে ট্রাম্প প্রশাসন। প্রশাসনের সাফাই—ক্যাম্পাসে চলমান ব্যাপক ইহুদি বিদ্বেষের বিরুদ্ধে কার্যকর কোনো পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের ব্যর্থতাই এমন সিদ্ধান্তের কারণ।
প্রতিবেদনের ফলাফল ঘোষণা করে হার্ভার্ডের প্রেসিডেন্ট অ্যালেন গারবার এক বিবৃতিতে জানান, যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ইহুদি, ইসরায়েলি ও জায়নবাদী গোষ্ঠীর সদস্যরা পরিচয় লুকিয়ে চলতে বাধ্য হচ্ছেন। অন্যদিকে মুসলিম, আরব ও ফিলিস্তিনি শিক্ষার্থীরা বলছেন, তাঁদের ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং কণ্ঠরোধ করা হচ্ছে।
গারবার বলেন, ‘সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো—শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহানুভূতির বদলে একে অন্যকে অবজ্ঞা করার প্রবণতা বেড়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে একে অপরকে তীব্রভাবে কটাক্ষ করছেন এবং একঘরে করে দিচ্ছেন। অনেকে অভিযোগ করেছেন যে তাঁদের পরিচয় এবং ধর্মীয় বিশ্বাসের কারণে সহপাঠীরা তাঁদের ক্যাম্পাসজীবনের মূল স্রোত থেকে সরে যেতে বাধ্য করছে।’
প্রতিবেদনে উঠে এসেছে, বিশ্ববিদ্যালয়ের ৯২ শতাংশ মুসলিম শিক্ষার্থীই আশঙ্কা করেন, গাজা ইস্যুতে নিজেদের রাজনৈতিক মত প্রকাশ করলে একাডেমিক এবং পেশার ক্ষেত্রে শাস্তি পেতে হতে পারে। এ ছাড়া, মোট শিক্ষার্থীর অর্ধেকই মনে করেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তাঁদের ওপর যেকোনো সময় হামলা হতে পারে। নাম প্রকাশ না করে এক শিক্ষার্থীর উদ্ধৃতি তুলে ধরা হয়েছে টাস্কফোর্সের প্রতিবেদনে। ওই শিক্ষার্থী বলেছেন, ‘একজন মুসলিম শিক্ষার্থী হিসেবে আমরা প্রতিনিয়ত আতঙ্ক বোধ করি।’
তিনি অভিযোগ করেন, ‘কয়েক মাস ধরে ক্যাম্পাসে কিছু ট্রাক ঘুরে বেড়াচ্ছে। ওই ট্রাকগুলোতে আমার বেশ কয়েকজন মুসলিম সহপাঠীর ছবি প্রদর্শন করা হচ্ছে যারা শুধু ধর্মীয় সংগঠনের নেতৃত্বে থাকার কারণে চাকরিচ্যুত হয়েছেন বা চাকরির সুযোগ হারিয়েছেন। যদি ক্যাম্পাসে ইহুদিবিদ্বেষী বার্তা লেখা ট্রাক ঘুরে বেড়াত বা আকাশে ইহুদিবিদ্বেষী স্লোগান লেখা বিমান ওড়ানো হতো, আমি বিশ্বাস করি, হার্ভার্ড তখন আরও কঠোর ব্যবস্থা নিত।’
টাস্কফোর্সের প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনপন্থী আন্দোলনে সরাসরি সম্পৃক্ত শিক্ষার্থীরা তো বটেই, যেসব মুসলিম শিক্ষার্থী অতটা সরব নন, তাঁরাও হেনস্তার শিকার হচ্ছেন। হিজাব পরেন এমন নারীদেরও মৌখিক হেনস্তার শিকার হতে হয়। তাঁদের ‘সন্ত্রাসী’ বলে ডাকা হয়।
প্রতিবেদনে বিশেষ গুরুত্ব পেয়েছে ‘ডক্সিং’ (ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস করে দেওয়া)। শুধু শারীরিক নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্যের জন্যই নয়, বরং শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও ডক্সিং হুমকিস্বরূপ। গাজাযুদ্ধ শুরুর পর থেকে ইহুদি ও মুসলিম শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনা বেশ বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।
ইহুদিবিদ্বেষ ও ইসরায়েল–বিরোধী পক্ষপাত মোকাবিলায় গঠিত টাস্কফোর্স প্রতিবেদনে জানিয়েছে, শুধু হার্ভার্ড নয়, সামগ্রিকভাবে একাডেমিক জগতে ইহুদিবিদ্বেষ বেড়েছে। টাস্কফোর্সের অনলাইন জরিপে অংশ নেওয়া ইহুদি শিক্ষার্থীদের মধ্যে ২৬ শতাংশ জানিয়েছেন, তাঁরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ৩৯ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসটি যে নিজের সেটি তিনি অনুভব করতে পারছেন না। প্রায় ৬০ শতাংশ ইহুদি শিক্ষার্থী জানিয়েছেন, তাঁদের মতামতের কারণে তাঁরা বৈষম্য, তকমা দেওয়া (স্টেরিওটাইপ) এবং নেতিবাচক দৃষ্টিভঙ্গির শিকার হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী টাস্কফোর্সকে বলেছেন, ‘ইসরায়েলিরা প্রথম দিন থেকেই ক্যাম্পাসে বৈষম্যমূলক আচরণে অভ্যস্ত হয়ে যায়। কেউ কথা–ই বলতে চায় না। কেউ কেউ সৌজন্য দেখানোর ভান করে। কিন্তু যখন জানতে পারে যে আমি ইসরায়েলি তখন তারা এড়িয়ে চলে।’
বিপরীতে মাত্র ২৫ শতাংশ শিক্ষার্থী জানিয়েছেন, নিজেদের মত প্রকাশ করার ফলে একাডেমিক বা পেশাগত কোনো ক্ষতির শিকার হতে হয়নি।
উভয় টাস্কফোর্স পক্ষপাত দূরীকরণে একাধিক সুপারিশ করেছে, যার মধ্যে রয়েছে ডক্সিং মোকাবিলায় কার্যকর আইনগত সহায়তা সম্প্রসারিত করা এবং উন্মুক্ত বিতর্ক ও ভর্তি প্রক্রিয়ায় মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে অবস্থান নেওয়া শিক্ষার্থীদের গুরুত্ব দেওয়া। হার্ভার্ড প্রেসিডেন্ট অ্যালেন গারবার বলেন, এই ধরনের সংকট মোকাবিলায় তৎপরতা কয়েকগুণ বাড়াবে বিশ্ববিদ্যালয়।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৪ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৫ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৫ ঘণ্টা আগেবিদেশে জন্ম নেওয়া ৮৬ লাখ অস্ট্রেলিয়ানের মধ্যে শুধু চীনেই জন্মগ্রহণকারীর সংখ্যা ৭ লাখ ১২০। এর আগে ২০১৯ সালে এই সংখ্যা ছিল ৬ লাখ ৬১ হাজার। করোনা মহামারির সময় (২০২০ ও ২০২১ সাল) সীমান্ত বন্ধ থাকায় চীনে জন্মগ্রহণকারী অস্ট্রেলিয়ান শিশুর সংখ্যা তুলনামূলক বেশ কম ছিল।
৬ ঘণ্টা আগে