ডয়চে ভেলে
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছিল সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই মামলায় নিজেকে নির্দোষ দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার জর্জিয়ার রাজধানী আটলান্টার একটি আদালতে হাজির হয়ে নিজেকে নির্দোষ দাবি করেন।
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় জর্জিয়া অঙ্গরাজ্যে ফলাফলে কারচুপি করার চেষ্টা করেছিলেন তিনি। সেই অভিযোগেই জর্জিয়ার আদালতে তাঁর বিরুদ্ধে মামলা শুরু হয়েছে। বৃহস্পতিবার আদালতে নিজেকে নির্দোষ বলে দাবি করেন ট্রাম্প। এদিন আদালত জানিয়েছে, আগামী সপ্তাহে মামলার শুনানিতে ট্রাম্পকে সশরীরে হাজির থাকতে হবে না।
গত সপ্তাহে আটলান্টার ফুলটন কাউন্টি জেলে আত্মসমর্পণ করেছিলেন ট্রাম্প। সেখানে তাঁকে প্রায় ২০ মিনিটের মতো জেলে থাকতে হয়েছিল। সে সময় তাঁর মাগশটও নেওয়া হয়েছিল। গত এক সপ্তাহে ট্রাম্পের মাগশটের সেই ছবি ভাইরাল হয়ে গেছে। ট্রাম্প নিজেই ওই ছবি প্রকাশ্যে আনেন।
পরে ২ লাখ মার্কিন ডলার মুচলেকার বিনিময়ে ট্রাম্পকে জামিন দেওয়া হয়। সে সময় তাঁকে কয়েদি নম্বরও দেওয়া হয়—পিও ১১৩৫৮০৯। ট্রাম্পসহ মোট ১৮ জনের বিরুদ্ধে এই মামলায় অভিযোগ আনা হয়েছে। তাঁরা সবাই জর্জিয়ার ভোটারদের অবৈধভাবে প্রভাবিত করার চেষ্টা করেছিলেন বলে অভিযোগ রয়েছে। আদালতে ট্রাম্পের আইনজীবী দ্রুত মামলার নিষ্পত্তির আবেদন জানিয়েছেন।
ট্রাম্পের বিরুদ্ধে একাধিক মামলা আছে, যার মধ্যে অনেকগুলো মামলাই ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনসংক্রান্ত। এ ছাড়া সাবেক এক পর্ন তারকাকে অবৈধভাবে অর্থ দেওয়ার অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। নিউইয়র্কের একটি আদালতে সেই মামলা চলছে। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে চারটি গুরুতর মামলা আছে। তবে প্রতিটি ক্ষেত্রেই ট্রাম্প নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন।
মামলার শুনানির জন্য ট্রাম্পকে একাধিক অঙ্গরাজ্যের আদালতে হাজিরা দিতে হবে। তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার জন্য রিপাবলিকান প্রার্থী হিসেবে নিজের নাম ঘোষণা করেছেন ট্রাম্প। ২০২৪ সালের নির্বাচনী আসরে তিনি নেমে পড়েছেন। জনমত জরিপ বলছে, অন্য রিপাবলিকান প্রার্থীদের থেকে অনেকটাই এগিয়ে আছেন ট্রাম্প।
কানাডার ভোটাররা ২৮ এপ্রিল জাতীয় নির্বাচনে ভোট দিতে যাচ্ছেন। এই নির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুপস্থিতিতে কানাডার দুটি প্রধান দল কনজারভেটিভ ও লিবারেল পার্টি প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে।
২৫ মিনিট আগেউত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উনের ঘনিষ্ঠ সহযোগী চো রিয়ং-হে দেশটির সরকারের ভেতরে নিজস্ব একটি ক্ষমতার বলয় গড়ে তুলেছেন বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংসদের গবেষণা শাখা ন্যাশনাল অ্যাসেম্বলি রিসার্চ সার্ভিস (এনএআরএস)। এই ক্ষমতা বৃদ্ধি ভবিষ্যতে কিমের একচ্ছত্র কর্তৃত্বের ওপর প্রভাব ফেলতে পারে বলে মনে করা
১ ঘণ্টা আগেএকটি ব্যতিক্রমধর্মী রাষ্ট্র গঠনের সম্ভাবনায় বিশ্বের ২০০ কোটিরও বেশি মুসলিমের মাঝে ‘বক্তাশি’ নামে একটি ক্ষুদ্র সুফি সম্প্রদায় সম্প্রতি আলোচনার কেন্দ্রে উঠে এসেছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার দাবি করেছে, আলবেনিয়ার রাজধানী তিরানায় বক্তাশিদের আধ্যাত্মিক সদর দপ্তরকে কেন্দ্র করে ওই স্বাধীন রাষ
১ ঘণ্টা আগেআফগানিস্তানের তালেবানের ওপর ২১ বছরের বেশি সময় থাকা নিষেধাজ্ঞা স্থগিত করেছে রাশিয়ার সুপ্রিম কোর্ট। তালেবানকে রাশিয়া এর আগে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে তালিকাভুক্ত করেছিল। বিশ্লেষকেরা বলছেন, এই পদক্ষেপের মাধ্যমে রাশিয়া আফগানিস্তানের বর্তমান শাসকদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছে।
২ ঘণ্টা আগে