Ajker Patrika

বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা নাকচ করেছেন কংগ্রেসম্যান মিকস

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ৫৪
বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কথা নাকচ করেছেন কংগ্রেসম্যান মিকস

মার্কিন প্রতিনিধি পরিষদের বৈদেশিক সম্পর্কবিষয়ক কমিটির প্রধান প্রভাবশালী কংগ্রেসম্যান গ্রেগোরি ডব্লিউ মিকস বলেছেন, মানবাধিকার পরিস্থিতি এবং অন্যান্য বিষয়ে অবহিত হওয়ার জন্য তিনি এ বছরেই বাংলাদেশ সফর করবেন। বাংলাদেশের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা নাকচ করে দিয়ে তিনি বলেছেন, দুই দেশের মধ্যে চমৎকার সম্পর্ক বিরাজ করছে। 

নিউইয়র্কে অনুষ্ঠিত একটি প্রচারণা তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বাংলাদেশ প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে কংগ্রেসম্যান মিকস বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে চাই, বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্র কোনো নিষেধাজ্ঞা আরোপ করছে না।’

১৯৯৮ সাল থেকে নির্বাচিত এ মার্কিন আইনপ্রণেতা বলেন, একটি সংস্থার কয়েকজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পুরো সংস্থার ওপর নয় উল্লেখ করে মিকস বলেছেন, ‘আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি। বাংলাদেশের ভেতরে ও বাইরে থেকে কোনো কোনো মহল সরকারি কর্মকর্তা ও রাজনীতিবিদদের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য জোর লবিং করে যাচ্ছে।’

লবিস্টদের কথা অনুযায়ী আমেরিকা এমন কোনো পদক্ষেপ নেবে না উল্লেখ করে মিকস জোর দিয়ে বলেছেন, ‘সব বিষয় পর্যালোচনা করে আমরা সঠিক পদক্ষেপ গ্রহণ করব।’ 

মানবাধিকার পরিস্থিতি ও অন্যান্য বিষয় সরেজমিনে জানার জন্য চলতি বছরেই বাংলাদেশ সফরের আগে তিনি এসব নিয়ে স্টেট ডিপার্টমেন্ট এবং প্রতিনিধি পরিষদের এশিয়া ও প্যাসিফিক সাব-কমিটির সঙ্গে কথা বলবেন। প্রয়োজনে শিগগির এ নিয়ে কংগ্রেসে একটি শুনানির ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলেও তিনি জানিয়েছেন। 

নিউইয়র্কের পঞ্চম কংগ্রেসনাল ডিসট্রিক্ট এলাকায় বিপুলসংখ্যক বাংলাদেশির বসবাস। এ নির্বাচনী এলাকা থেকেই তিনি বছরের পর বছর নির্বাচিত হয়ে আসছেন। ডেমোক্রেটিক পার্টির জাতীয় পর্যায়ের নেতা গ্রেগোরি মিকসকে বাংলাদেশি জনসমাজের গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে প্রায়ই উপস্থিত থাকতে দেখা যায়। 

গত নির্বাচনের আগে কংগ্রেসম্যান মিকস প্রথম আলো উত্তর আমেরিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশি জনসমাজের একজন বন্ধু হিসেবে তিনি পরিচিত। বাংলাদেশ প্রসঙ্গে কংগ্রেসম্যান গ্রেগোরি মিকসের এ বক্তব্য এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছেন ওয়াশিংটন বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনস্টার এ জেড এম সাজ্জাদ হোসাইন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শতকোটি টাকার পাওনা বকেয়া রেখেই ‘দেশ ছাড়লেন’ ফ্লাইট এক্সপার্টের মালিকেরা

‘অনিয়ম হয়নি’ বলায় এলজিইডি কর্মচারীকে পিটুনি

যুক্তরাষ্ট্রের তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

দলীয় প্রধান আসবেন, তাই পুলিশ এনে খোলা হলো কার্যালয়ের তালা

যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত