খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায়, বৈশ্বিক কর্মশক্তির প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণন ও মিনেসোটাভিত্তিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কারগিল। গতকাল সোমবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলতি বছর শুরু হয়েছিল।
ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, কারগিল হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি এবং বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে শস্য, মাংস এবং অন্যান্য কৃষিপণ্য বিতরণের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে। ২০২৩ সাল থেকে ব্রায়ান সাইকস প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোভিড-১৯ মহামারি এবং তার পরবর্তী সময়ে মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক লাভ অর্জন করেছিল। তবে বর্তমানে খাদ্যপণ্যের মূল্য কমছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গরুর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে দেশটির কৃষি দপ্তর। অন্যদিকে, উত্তর আমেরিকায় গরুর মাংস প্রক্রিয়াকরণের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হলো কারগিল।
ব্লুমবার্গ এই বছরের শুরুতে একটি প্রতিবেদনে জানিয়েছিল, মে মাসে শেষ হওয়া অর্থবছরে দৈত্যকার এই প্রতিষ্ঠানটির মুনাফা ২৪৮ কোটি ডলারে নেমে এসেছে। যা ২০১৬ সালের পর প্রতিষ্ঠানটির সর্বনিম্ন মুনাফা এবং ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত রেকর্ড মুনাফা ৬৭০ কোটি ডলারের অর্ধেকেরও কম।
২০২৪ সালের তথ্য অনুযায়ী কারগিলের কর্মী সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই হতে পারে।
জুন মাসে, কারগিল ঘোষণা করেছিল যে তারা আটলান্টায় একটি হাব খুলছে এবং ৪০০টি প্রযুক্তি ও প্রকৌশল সম্পর্কিত পদে নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানটি সিএনএনকে জানিয়েছে, ‘ভবিষ্যতের কথা ভেবে আমরা একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করেছি, যাতে আমরা আমাদের কাজের ধরন পরিবর্তন ও শক্তিশালী করতে পারি।’
খাদ্যপণ্যের মূল্য কমে যাওয়ায়, বৈশ্বিক কর্মশক্তির প্রায় ৫ শতাংশ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণন ও মিনেসোটাভিত্তিক খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান কারগিল। গতকাল সোমবার সিএনএনকে দেওয়া এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা চলতি বছর শুরু হয়েছিল।
ফোর্বস সাময়িকীর তথ্য অনুযায়ী, কারগিল হলো যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি এবং বিশ্বের বৃহত্তম কৃষি পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি বিশ্বের বিভিন্ন প্রান্তে শস্য, মাংস এবং অন্যান্য কৃষিপণ্য বিতরণের মধ্যস্থতাকারী হিসেবেও কাজ করে। ২০২৩ সাল থেকে ব্রায়ান সাইকস প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট এবং সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন।
কোভিড-১৯ মহামারি এবং তার পরবর্তী সময়ে মূল্যস্ফীতি ও ভূরাজনৈতিক অস্থিরতার কারণে খাদ্য মূল্য বেড়ে যাওয়ায় প্রতিষ্ঠানটি ব্যাপক লাভ অর্জন করেছিল। তবে বর্তমানে খাদ্যপণ্যের মূল্য কমছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে গরুর সংখ্যা কমে গেছে বলে জানিয়েছে দেশটির কৃষি দপ্তর। অন্যদিকে, উত্তর আমেরিকায় গরুর মাংস প্রক্রিয়াকরণের অন্যতম বৃহৎ প্রতিষ্ঠান হলো কারগিল।
ব্লুমবার্গ এই বছরের শুরুতে একটি প্রতিবেদনে জানিয়েছিল, মে মাসে শেষ হওয়া অর্থবছরে দৈত্যকার এই প্রতিষ্ঠানটির মুনাফা ২৪৮ কোটি ডলারে নেমে এসেছে। যা ২০১৬ সালের পর প্রতিষ্ঠানটির সর্বনিম্ন মুনাফা এবং ২০১১ থেকে ২০২২ সাল পর্যন্ত রেকর্ড মুনাফা ৬৭০ কোটি ডলারের অর্ধেকেরও কম।
২০২৪ সালের তথ্য অনুযায়ী কারগিলের কর্মী সংখ্যা ১ লাখ ৬০ হাজারের বেশি। অর্থাৎ প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই হতে পারে।
জুন মাসে, কারগিল ঘোষণা করেছিল যে তারা আটলান্টায় একটি হাব খুলছে এবং ৪০০টি প্রযুক্তি ও প্রকৌশল সম্পর্কিত পদে নিয়োগ দেবে।
প্রতিষ্ঠানটি সিএনএনকে জানিয়েছে, ‘ভবিষ্যতের কথা ভেবে আমরা একটি স্পষ্ট পরিকল্পনা তৈরি করেছি, যাতে আমরা আমাদের কাজের ধরন পরিবর্তন ও শক্তিশালী করতে পারি।’
ভারতের স্বাধীনতা আন্দোলনের নেতা মহাত্মা গান্ধীর একটি দুর্লভ অয়েল পোর্ট্রেট বা তৈলচিত্র লন্ডনে নিলামে বিক্রি হয়েছে ১ লাখ ৫২ হাজার ৮০০ পাউন্ডে বা ২ লাখ ৪ হাজার ৬৪৮ মার্কিন ডলারে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১০ মিনিট আগেরাশিয়ার উৎপাদিত পণ্য দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর বাজারে প্রবেশ করাতে চায় মস্কো। আর এ লক্ষ্য মিয়ানমার হয়ে ভারতের ভেতর দিয়ে একটি বাণিজ্য করিডর গঠনের প্রস্তাবও দেওয়া হয়েছে। এই প্রস্তাবের আলোকে মিয়ানমার ও রাশিয়া ভারতকে এই নতুন প্রকল্পে যুক্ত হতে চাপ দিচ্ছে। একই সঙ্গে, এই করিডরের অন্যতম লক্ষ্য...
২ ঘণ্টা আগেভারত আগামী সপ্তাহেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে ৩টি অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার পেতে যাচ্ছে। আগামী ২১ জুলাই ভারত হেলিকপ্টারগুলো হাতে পাবে। প্রাথমিকভাবে জানা গেছে, পাকিস্তান সীমান্তে মোতায়েন করা হতে পারে এসব হেলিকপ্টার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দুর্নীতি মামলার তদন্তের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তার পদোন্নতি আটকে দিয়েছেন দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। গতকাল মঙ্গলবার তিনি এ সিদ্ধান্ত নেন। এ নিয়ে পুলিশের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
৩ ঘণ্টা আগে