পাইরেটস অব ক্যারিবিয়ান সিনেমায় দুষ্টু এক জলদস্যুর ভূমিকায় অভিনয় করেছিলেন তামায়ো প্যারি। তবে ব্যক্তিজীবনে একজন সার্ফিং প্রশিক্ষক এবং সমুদ্র নিরাপত্তায় কাজ করতেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। অবশেষে সমুদ্রেই তাঁর প্রাণ গেল। হাওয়াইয়ের ওয়াহু উপকূলে হাঙরের আক্রমণে মারা গেছেন তিনি।
সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাইরেটস অব ক্যারিবিয়ান: অন স্ট্র্যাঞ্জার টাইডস’ সিনেমাটি ছাড়াও ‘চার্লিস অ্যাঞ্জেলস’ ও আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তামায়ো।
হাওয়াইয়ের হনলুলু ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গতকাল রোববার গোট আইল্যান্ডের কাছাকাছি সামুদ্রিক এলাকায় হাঙরের আক্রমণের শিকার হন তামায়ো। পরে কল করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে স্থানীয় সময় দুপুর ১টার আগে জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থল মালেকাহানা সৈকতে পৌঁছায়।
হনলুলুর জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা শেন অ্যানরাইট জানান, উদ্ধারকারীরা তামায়োর ক্ষতবিক্ষত শরীর তীরে নিয়ে আসে। পরে প্যারামেডিকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ২০১৬ সাল থেকে হনলুলুর মহাসাগর নিরাপত্তা বিভাগের সঙ্গে কাজ করছিলেন তামায়ো।
হনলুলুর ওশান সেফটির প্রধান কার্ট লেগার জানিয়েছেন, তামায়োর মৃত্যুর ঘটনায় উপকূলে হাঙর নিয়ে সতর্কবার্তা পোস্ট করেছে সমুদ্র নিরাপত্তাকর্মীরা। তামায়োর বিষয়ে লেগার বলেন, ‘তিনি উত্তর উপকূলে সুপরিচিত। তিনি এমন একজন পেশাদার সার্ফার, পুরো পৃথিবীজুড়ে যার পরিচিতি রয়েছে।’
লেগার আরও বলেন, ‘তামায়োর ব্যক্তিত্ব আকর্ষণীয় ছিল এবং লোকেরা তাকে যেমন ভালবাসতো, তিনিও সবাইকে তেমনটাই ভালোবাসতেন।’
তামায়োর মৃত্যুকে ‘একটি দুঃখজনক ক্ষতি’ বলে অভিহিত করেছেন হনলুলুর মেয়র রিক ব্লাঙ্গিয়ার্দি। তিনি বলেন, ‘তামায়ো একজন কিংবদন্তি জলমানব ছিলেন এবং অত্যন্ত সম্মানিত ছিলেন।’
পাইরেটস অব ক্যারিবিয়ান সিনেমায় দুষ্টু এক জলদস্যুর ভূমিকায় অভিনয় করেছিলেন তামায়ো প্যারি। তবে ব্যক্তিজীবনে একজন সার্ফিং প্রশিক্ষক এবং সমুদ্র নিরাপত্তায় কাজ করতেন ৪৯ বছর বয়সী এই অভিনেতা। অবশেষে সমুদ্রেই তাঁর প্রাণ গেল। হাওয়াইয়ের ওয়াহু উপকূলে হাঙরের আক্রমণে মারা গেছেন তিনি।
সোমবার স্কাই নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘পাইরেটস অব ক্যারিবিয়ান: অন স্ট্র্যাঞ্জার টাইডস’ সিনেমাটি ছাড়াও ‘চার্লিস অ্যাঞ্জেলস’ ও আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেছিলেন তামায়ো।
হাওয়াইয়ের হনলুলু ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, গতকাল রোববার গোট আইল্যান্ডের কাছাকাছি সামুদ্রিক এলাকায় হাঙরের আক্রমণের শিকার হন তামায়ো। পরে কল করে বিষয়টি কর্তৃপক্ষকে জানান এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে স্থানীয় সময় দুপুর ১টার আগে জরুরি পরিষেবাগুলো ঘটনাস্থল মালেকাহানা সৈকতে পৌঁছায়।
হনলুলুর জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তা শেন অ্যানরাইট জানান, উদ্ধারকারীরা তামায়োর ক্ষতবিক্ষত শরীর তীরে নিয়ে আসে। পরে প্যারামেডিকেরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে। ২০১৬ সাল থেকে হনলুলুর মহাসাগর নিরাপত্তা বিভাগের সঙ্গে কাজ করছিলেন তামায়ো।
হনলুলুর ওশান সেফটির প্রধান কার্ট লেগার জানিয়েছেন, তামায়োর মৃত্যুর ঘটনায় উপকূলে হাঙর নিয়ে সতর্কবার্তা পোস্ট করেছে সমুদ্র নিরাপত্তাকর্মীরা। তামায়োর বিষয়ে লেগার বলেন, ‘তিনি উত্তর উপকূলে সুপরিচিত। তিনি এমন একজন পেশাদার সার্ফার, পুরো পৃথিবীজুড়ে যার পরিচিতি রয়েছে।’
লেগার আরও বলেন, ‘তামায়োর ব্যক্তিত্ব আকর্ষণীয় ছিল এবং লোকেরা তাকে যেমন ভালবাসতো, তিনিও সবাইকে তেমনটাই ভালোবাসতেন।’
তামায়োর মৃত্যুকে ‘একটি দুঃখজনক ক্ষতি’ বলে অভিহিত করেছেন হনলুলুর মেয়র রিক ব্লাঙ্গিয়ার্দি। তিনি বলেন, ‘তামায়ো একজন কিংবদন্তি জলমানব ছিলেন এবং অত্যন্ত সম্মানিত ছিলেন।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইউক্রেনের রাশিয়া সংলগ্ন অঞ্চল দনবাস অঞ্চল মস্কোর দখলে চলে গেছে। সুতরাং, ইউক্রেনের বিষয়টি মেনে নিয়ে এই অবস্থাতেই চুক্তি করা উচিত। একাধিক সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ওয়াশিংটনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠককালে...
২১ মিনিট আগেকাজকর্মে সাহায্যের জন্য বাড়িতে আসেন দেবরের ছেলে। তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন এক নারী। থানা পর্যন্ত গড়ায় এ ঘটনা। থানায় দেবরের ছেলে সেই সম্পর্ক আর এগিয়ে নিতে না চাইলে নিজের কবজি কেটে ফেলেন ওই নারী। ভারতের উত্তরপ্রদেশের সীতাপুরে ঘটেছে এই ঘটনা।
১ ঘণ্টা আগেদক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনামের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি আগামী পাঁচ বছরে প্রতিবছর অন্তত ১০ শতাংশ হারে অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নিয়েছে। যুক্তরাষ্ট্রের নতুন করে আরোপ করা ২০ শতাংশ শুল্কসহ একাধিক ‘গুরুতর’ চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও তারা এই উচ্চাভিলাষী লক্ষ্য স্থির করেছে। আর এই লক্ষ্য অর্জনের
১ ঘণ্টা আগেকিছুদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, তাঁর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা হয়েছে। সেখানে মোদি তাঁকে আশ্বাস দিয়েছেন, ভারত আর রাশিয়ার তেল কিনবে না। তবে ভারত এই দাবি অস্বীকার করেছে। জবাবে ট্রাম্প বলেছেন, ‘ভারত যদি এই কথা বলতে চায়, তাহলে তাদের বিশাল অঙ্কের শুল্ক
২ ঘণ্টা আগে