গাজায় যুদ্ধাবস্থার সমাধান করা গেলে বেসামরিক নাগরিকদের হামাসে যোগ দেওয়া ঠেকানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান সামরিক উপদেষ্টা।
জেনারেল চার্লস কিউ ব্রাউনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এর জন্যই আমরা সময়ের কথা বলি। যত দ্রুত আপনি এ দ্বন্দ্বের অবসান করতে পারবেন, বেসামরিক নাগরিকদের হামাসের সদস্যে পরিণত হওয়া নিয়ে কম চিন্তা করতে হবে।’
ব্রাউন আরও বলেন, ‘হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছে, সেটিই একটু বেশিই। ২০০৬ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকায় শাসন করে আসছে হামাস।’
ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো হামাসের শীর্ষ নেতাদের আটক করা। তবে এ লক্ষ্য আরও জলদি অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাপানে পৌঁছানোর আগে ব্রাউন সাংবাদিকদের বলেন, ‘এ সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে, পরিস্থিতি তত বেশি জটিল হবে।’
মার্কিন ও পশ্চিমাদের সাহায্য ও সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৩০ হাজারের মতো আহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।
জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) ৬ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় গত এক মাসে গড়ে প্রতি ১০ মিনিটে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় প্রতি ১০ মিনিটে গড়ে এক শিশু নিহত ও দুজন আহত হচ্ছে।
গাজায় যুদ্ধাবস্থার সমাধান করা গেলে বেসামরিক নাগরিকদের হামাসে যোগ দেওয়া ঠেকানো সম্ভব হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রধান সামরিক উপদেষ্টা।
জেনারেল চার্লস কিউ ব্রাউনের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ‘এর জন্যই আমরা সময়ের কথা বলি। যত দ্রুত আপনি এ দ্বন্দ্বের অবসান করতে পারবেন, বেসামরিক নাগরিকদের হামাসের সদস্যে পরিণত হওয়া নিয়ে কম চিন্তা করতে হবে।’
ব্রাউন আরও বলেন, ‘হামাসকে সম্পূর্ণ ধ্বংস করার যে লক্ষ্য ইসরায়েল নির্ধারণ করেছে, সেটিই একটু বেশিই। ২০০৬ সালে গণতান্ত্রিকভাবে নির্বাচনে জয়ী হয়ে গাজা উপত্যকায় শাসন করে আসছে হামাস।’
ইসরায়েলের মূল উদ্দেশ্য হলো হামাসের শীর্ষ নেতাদের আটক করা। তবে এ লক্ষ্য আরও জলদি অর্জন করা সম্ভব বলে মনে করেন তিনি। গতকাল বৃহস্পতিবার জাপানে পৌঁছানোর আগে ব্রাউন সাংবাদিকদের বলেন, ‘এ সংঘর্ষ যত দীর্ঘস্থায়ী হবে, পরিস্থিতি তত বেশি জটিল হবে।’
মার্কিন ও পশ্চিমাদের সাহায্য ও সমর্থনে ইসরায়েল গাজা উপত্যকায় স্থল ও বিমান হামলা চালিয়ে যাচ্ছে। গত ৭ অক্টোবরের পর এখন পর্যন্ত প্রায় ১১ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৩০ হাজারের মতো আহত হয়েছে। তাদের অধিকাংশই নারী ও শিশু।
জাতিসংঘের ত্রাণ ও কর্ম সংস্থা (ইউএনআরডব্লিউএ) ৬ নভেম্বর এক প্রতিবেদনে জানিয়েছে, গাজায় গত এক মাসে গড়ে প্রতি ১০ মিনিটে ইসরায়েলি হামলায় একজন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ও একই তথ্য জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত ওই বিবৃতিতে সংস্থাটি বলেছে, যুদ্ধের সময় প্রতি ১০ মিনিটে গড়ে এক শিশু নিহত ও দুজন আহত হচ্ছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মেডিকেল সেন্টার মালিকদের সমন্বয়কারী মেজবাহ উদ্দিন সাঈদ বলেন, মধ্যপ্রাচ্যের যেসব দেশে বাংলাদেশিরা যান, তাঁদের স্বাস্থ্য পরীক্ষার জন্য উপসাগরীয় দেশগুলোর স্বাস্থ্য মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি বোর্ড আছে, যা গালফ হেলথ কাউন্সিল নামে পরিচিত। এর মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত
৭ মিনিট আগেগাজা উপত্যকার কেন্দ্রীয় অংশে ত্রাণবাহী চারটি ট্রাক উল্টে অন্তত ২০ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্ত ৩০ জন। হামাস-নিয়ন্ত্রিত সিভিল ডিফেন্স সংস্থার বরাত দিয়ে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা গতকাল বুধবার জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
৮ মিনিট আগেউত্তর ভারতের পাহাড়ি রাজ্য হিমাচল প্রদেশে চলতি বর্ষায় টানা ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে ১৯৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন অন্তত ৩৬ জন। আহত ৩০৪ জনেরও বেশি। প্রবল দুর্যোগে বন্ধ হয়ে গিয়েছে ৫ শর বেশি সড়ক। ২০টির বেশি জায়গায় ধস নামায় বিদ্যুৎ ও পানীয় জলের সংকটও চরমে উঠেছে।
১৮ মিনিট আগেমিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট উ মাইয়েন্ত সোয়ে মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে দেশটির রাজধানী নেপিডোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৩ মিনিট আগে