Ajker Patrika

ফ্লোরিডায় বন্দুক হামলায় তিন মাসের শিশুসহ নিহত ৪ 

ফ্লোরিডায় বন্দুক হামলায় তিন মাসের শিশুসহ নিহত ৪ 

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে বন্দুক হামলায় নারী ও শিশুসহ চারজন নিহত হয়েছে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়েছে। আহত ওই শিশুর শরীরে সাতটি গুলি লেগেছে। গতকাল রোববার ফ্লোরিডার পোল্ক শহরে ঘটনাটি ঘটে। পোল্ক শহরের শেরিফ (প্রধান আইন কর্মকর্তা) গ্র্যাডি জাড সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান। খবর আল জাজিরার।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বন্দুকধারী ওই ব্যক্তির নাম ব্রায়ান রিলে। তাঁর বয়স ৩৩ বছর। তিনি ইরাক ও আফগানিস্তানে যুদ্ধের সময় দেহরক্ষী ও নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করেন। 

গ্র্যাডি জাড বলেন, গত শনিবার রাতে ওই বন্দুকধারী বাসভবনে প্রবেশ করে ৪০ বছর বয়সী এক ব্যক্তি, তাঁর স্ত্রী (৩৩) এবং তিন মাস বয়সী এক শিশুকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় ১১ বছর বয়সী এক মেয়ে শিশু আহত হয়। তিনজনকে হত্যা করার পর ওই বাসভবন থেকে বের হওয়ার সময় পাশের একটি বাড়ির ৬২ বছর বয়সী এক বৃদ্ধাকেও গুলি করে হত্যা করেন রিলে। ধারণা করা হচ্ছে, ওই বৃদ্ধা সম্পর্কে মৃত ওই নারীর মা। রিলে শুধু চারজন মানুষকেই হত্যা করেননি তিনি ওই পরিবারের কুকুরটিকেও হত্যা করেন। 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে রিলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে থাকেন। পুলিশও পাল্টা গুলি ছুড়লে রিলে গুলিবিদ্ধ হন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন। 

এমন নৃশংস ঘটনার বিষয়ে পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই ব্যক্তি মানসিক চাপ ও হতাশায় ভুগছিলেন। তাঁর বান্ধবী তদন্তকারীদের এ কথা জানিয়েছেন। তাঁর বান্ধবী জানান, গত প্রায় এক সপ্তাহ আগে রিলের মানসিক অবস্থার অবনতি হয়। হামলার কয়েক দিন আগে রিলে বলেছিলেন, তিনি ঈশ্বরের সঙ্গে কথা বলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত