Ajker Patrika

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩ 

আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১২: ২১
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ৩ 

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি পোস্ট অফিসে বন্দুক হামলায় দুজন নিহত হয়েছেন। এরপর নিজের বন্দুকের গুলিতেই সন্দেহভাজন হামলাকারীও নিহত হয়েছেন।  নিহত তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মচারী। স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

যুক্তরাষ্ট্রের পোস্টাল ইন্সপেক্টর সুসান লিংক সাংবাদিকদের জানান, নিহত দুই ব্যক্তি ও অভিযুক্ত হামলাকারী তিনজনই মার্কিন ডাক বিভাগের কর্মী। তবে আপাতত হামলা বা প্রাণহানির কোনো হুমকি নেই বলেও জানান তিনি। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) মেমফিস ফিল্ড অফিসের মুখপাত্র লিসা-অ্যান কাল্প সংবাদ সম্মেলনে বলেন, হামলা ও প্রাণহানির ঘটনায় তদন্ত করছে এফবিআই। এ ছাড়া নিহত তিন কর্মচারীর মধ্যে একজন হামলাকারী এবং নিজের বন্দুকের গুলিতেই ওই হামলাকারী নিহত হয়েছেন। 

বন্দুক হামলা যুক্তরাষ্ট্রে খুবই সাধারণ ঘটনা। বিশেষজ্ঞরা বলছেন, আগ্নেয়াস্ত্রের বিস্তার এবং অপেক্ষাকৃত শিথিল বন্দুক আইনের কারণে যুক্তরাষ্ট্রে প্রায়ই বন্দুক হামলার ঘটনা ঘটে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত