Ajker Patrika

টিকা নিলেই ১০০ ডলার দেওয়ার আহ্বান বাইডেনের

আপডেট : ৩০ জুলাই ২০২১, ১৫: ৫৫
টিকা নিলেই ১০০ ডলার দেওয়ার আহ্বান বাইডেনের

যুক্তরাষ্ট্রে করোনার ডেলটা ধরনে নতুন করে শনাক্ত বাড়ছে। বেশ কয়েক দিন ধরেই বিশ্বে দৈনিক করোনা সংক্রমণের শীর্ষে রয়েছে দেশটি। টিকাদান কর্মসূচিতে গতি আনতে নতুন টিকাগ্রহীতাদের হাতে ১০০ ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে আট হাজার টাকা) তুলে দিতে দেশটির সব অঙ্গরাজ্য, আঞ্চলিক ও স্থানীয় সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ জানিয়েছে, আমেরিকান রেসকিউ প্ল্যান অ্যাক্টের আওতায় যুক্তরাষ্ট্রের আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলো ৩৫০ বিলিয়ন ডলার সহায়তা তহবিল থেকে নতুন টিকাগ্রহীতাদের এ প্রণোদনা দেবে। টিকাসংক্রান্ত অন্যান্য সহযোগিতাও এই তহবিল থেকে হবে। করোনার টিকা নিতে মানুষকে আগ্রহী করে তুলতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির সব অঙ্গরাজ্য, আঞ্চলিক এবং স্থানীয় সরকারগুলোর প্রতি নতুন টিকাগ্রহীতাদের হাতে ১০০ ডলার তুলে দিতে আহ্বান জানান।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট বাইডেন দেশের সরকারি সেবা খাত ও কেন্দ্রীয় প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের করোনার টিকা নিতে নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার অর্ধেকের কমসংখ্যক মানুষ এখন পর্যন্ত পুরোপুরি টিকার আওতায় এসেছেন।

বৃহস্পতিবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বাইডেন বলেন, করোনার অতিসংক্রামক ডেলটা ধরন ছড়িয়ে পড়ার কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

জো বাইডেন বলেন, নতুন টিকাগ্রহীতাদের টাকা দেওয়া হলে যাঁরা আগে টিকা নিয়েছেন, তাঁদের প্রতি অন্যায় করা হবে। তবে নতুন টিকাগ্রহীতাদের ১০০ ডলার দেওয়ার মধ্য দিয়ে আরও বেশিসংখ্যক মানুষকে টিকার আওতায় আনা যাবে। আর এতে আমরাই লাভবান হব।’

উল্লেখ্য, পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছেন ৩ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ২৭২ জন। মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৪৯২ জন। সুস্থ হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ২৬ হাজার ৭৫৪ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত