Ajker Patrika

কলম্বিয়ায় হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২২, ১২: ৫৪
কলম্বিয়ায় হামলায় ৭ পুলিশ কর্মকর্তা নিহত

কলম্বিয়ার পশ্চিমাঞ্চলে একটি বিস্ফোরক হামলায় সাতজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার এই হামলার ঘটনা ঘটেছে। এই হামলাকে প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো দায়িত্ব নেওয়ার পর দেশটির নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে ভয়াবহ হামলা হিসেবে বিবেচনা করা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

কলম্বিয়ার এম-১৯ গেরিলার একজন সাবেক সদস্য ছিলেন পেট্রো। তিনি বামপন্থী ইএলএন বিদ্রোহীদের সঙ্গে আলোচনা শুরু করে ‘পুরোপুরি শান্তি’ অর্জনের অঙ্গীকার করেছিলেন। এ ক্ষেত্রে তিনি সাবেক ফার্ক গেরিলা যোদ্ধাদের সঙ্গে ২০১৬ সালে করা শান্তিচুক্তি প্রয়োগ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে যোদ্ধারা। 

পেট্রো টুইটারে প্রথমে আটজনের মৃত্যুর কথা উল্লেখ করে বলেছিলেন, ‘হুইলার সান লুইসে বিস্ফোরক দিয়ে চালানো হামলাকে আমি তীব্রভাবে প্রত্যাখ্যান করছি। এ ধরনের হামলা শান্তি নষ্ট করে। এটি স্পষ্ট নাশকতা।’ পরে অবশ্য তিনি তাঁর পোস্ট সংশোধন করেছেন।

দেশটির পুলিশ ও অ্যাটর্নি জেনারেলের কার্যালয় শুক্রবার গভীর রাতে এক বিবৃতিতে বলেছে, পুলিশ কর্মকর্তারা একটি গাড়ি নিয়ে যাচ্ছিলেন। সেই গাড়িতে বিস্ফোরক দিয়ে হামলা করা হয়েছে। নিহত সাত পুলিশ কর্মকর্তার মধ্যে তিনজনের বয়স ২০ বা তারও কম। এ ছাড়া এ হামলায় একজন আহত হয়েছেন। 

হামলার পর পেট্রো তাঁর প্রতিরক্ষামন্ত্রী ও অন্যান্য কর্মকর্তার সঙ্গে বৈঠক করতে আঞ্চলিক রাজধানী নেভায় গিয়েছেন। 

রয়টার্স বলেছে, প্রেসিডেন্ট পেট্রো হামলাকারীদের নাম উল্লেখ করেননি। তবে নিরাপত্তা সূত্রে জানা গেছে, তথাকথিত আর্মড ফোর্সেস অব কলম্বিয়ার (ফার্ক) বিদ্রোহীরা এই এলাকায় সক্রিয় রয়েছে। সম্প্রতি সীমান্তের ওপারে ভেনেজুয়েলায় যুদ্ধে বেশ কয়েকজন ফার্ক বিদ্রোহী নিহত হয়েছেন। 

কলম্বিয়ায় বামপন্থী গেরিলা, ডানপন্থী মিলিশিয়া এবং মাদক চোরাকারবারি গোষ্ঠীগুলোর সঙ্গে সরকারি বাহিনীর সংঘাতে ১৯৮৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত অন্তত ৪ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিয়ের আসরে কনে বদল, মেয়ের জায়গায় মা

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

বদলির পর ঠাকুরগাঁওয়ের ওসির পোস্ট: ‘বুঝলে বুঝ, না বুঝলে খেয়ে নে তরমুজ’

এক ফ্যাসিস্ট নেত্রীর পাল্লায় পড়ে পুলিশ খারাপ হয়েছিল: এসপি

কাশ্মীর নিয়ে ভারতের সঙ্গে দ্বন্দ্বের প্রসঙ্গ বাংলাদেশের কাছে তুলল পাকিস্তান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত