Ajker Patrika

এখনো কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান সম্ভব: বাইডেন

অনলাইন ডেস্ক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২২, ১০: ৪৫
Thumbnail image

এখনো কূটনীতির মাধ্যমে ইউক্রেন সমস্যার সমাধান সম্ভব বলে মনে করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। পাশাপাশি হুঁশিয়ারি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট আবারও বলেছেন,  ইউক্রেনে হামলা চালালে রাশিয়াকে নিষেধাজ্ঞার মুখে পড়তে হবে। স্থানীয় সময় মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে জো বাইডেন এসব কথা বলেন। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রেসিডেন্ট বাইডেন বলেন, ইউক্রেন সীমান্তে রাশিয়া প্রায় ১ লাখ ৫০ হাজার সেনা মোতায়েন করে রেখেছে। রাশিয়া ইউক্রেনে হামলা চালালে যুক্তরাষ্ট্র তার কঠোর জবাব দিতে প্রস্তুত রয়েছে।    

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘রুশ সেনাদের ঘাঁটিতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে একটি ভালো ঘটনা, কিন্তু আমরা এখনো বিষয়টি নিশ্চিত করতে পারছি না। প্রকৃতপক্ষে আমাদের বিশ্লেষকেরা বলছেন, এসব সেনা এখনো ইউক্রেনকে হুমকিতে রাখার মতো অবস্থায় রয়ে গেছে।’

রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সার্গেই শোইগু মঙ্গলবার বলেছেন, সীমান্তে মহড়া শেষে সেনাবাহিনীর একাংশকে সামরিক ঘাঁটিতে ফিরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন দাবি করেছেন, রুশ সেনা ফিরিয়ে নেওয়ার খবরের সত্যতা এখনো নিশ্চিত করা যায়নি।

গতকাল মঙ্গলবার জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠকের পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া অবশ্যই যুদ্ধ চায়নি। দেশটি পশ্চিমের সঙ্গে সমাধান খুঁজতে ইচ্ছুক ছিল। 

সেনা ফিরিয়ে আনার কথা নিশ্চিত করে পুতিন বলেন, ‘আমরা একসঙ্গে কাজ করতে প্রস্তুত। আমরা আলোচনার পথে যেতে প্রস্তুত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত