অনলাইন ডেস্ক
বিমান নির্মাতা বোয়িংয়ের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়েছে। এই মডেলের ইতিহাসে এটিই প্রথমবার কোনো ভয়াবহ দুর্ঘটনার ঘটনা।
১৪ বছর আগে বাজারে আনা হয় বোয়িং ৭৮৭, যা ‘ড্রিমলাইনার’ নামে বেশি পরিচিত। এটি বোয়িংয়ের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী বিমান। মাত্র ছয় সপ্তাহ আগে বোয়িং গর্ব করে ঘোষণা দিয়েছিল—বিশ্বজুড়ে ১ হাজার ১৭৫টিরও বেশি উড়োজাহাজ মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছে বোয়িং ৭৮৭ এবং একসঙ্গে ১০০ কোটির বেশি যাত্রী পরিবহন করে একটি ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।
তবে এই দুর্ঘটনা সেই অর্জনের ওপর বড় রকমের ধাক্কা। ৭৩৭ ম্যাক্স সিরিজের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পর বোয়িং আগেই নানা জটিলতায় পড়েছিল। নতুন করে ৭৮৭ মডেলের এই দুর্ঘটনা কোম্পানির ওপর চাপ আরও বাড়াবে।
বর্তমানে বোয়িংয়ের প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কেলি অর্টবার্গ। এক বছর পূর্ণ হতে চলেছে তাঁর দায়িত্ব গ্রহণের। বোয়িংয়ের ভবিষ্যৎ নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিতে ও অভ্যন্তরীণ সংকট সামাল দিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। তবে এই নতুন বিপর্যয় তাঁর নেতৃত্বের জন্য বড় এক পরীক্ষা হয়ে উঠছে।
বোয়িং ৭৮৭ নিয়ে উড়োজাহাজশিল্পে এত দিন একটি নির্ভরতার ভাবমূর্তি ছিল। বিশ্লেষকেরা বলছেন, এই মডেলের দুর্ঘটনা একটি বিরল ঘটনা।
আন্তর্জাতিক বিমান বিশ্লেষক অ্যালেক্স মাচেরাস আল-জাজিরাকে বলেন, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার তার নিরাপত্তা রেকর্ডের জন্য সুনাম অর্জন করেছে। এটি ১৫ বছর ধরে সার্ভিসে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনার সঙ্গে যুক্ত হয়নি।
অ্যালেক্স মাচেরাস আরও বলেন, এটি একটি মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী উড়োজাহাজ। এটি পরিবেশবান্ধব কার্বন-ফাইবার প্রযুক্তিতে নির্মিত এবং এয়ারলাইনসের জন্য দারুণ দক্ষতার প্রতিশ্রুতি দেয়। বিশ্বের বিভিন্ন বাজারে এটি নিরাপত্তা মানদণ্ডের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দূরপাল্লার ভ্রমণে এটি একটি নির্ভরযোগ্য বাহন হিসেবে বিবেচিত।
বিশ্লেষকদের মতে, এই দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ নির্ণয় না হওয়া পর্যন্ত বোয়িং ৭৮৭ নিয়ে সংশয় থেকেই যাবে, যা সামনের দিনগুলোতে বোয়িংয়ের জন্য চাপ আরও বাড়াবে।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা
বিমান নির্মাতা বোয়িংয়ের জন্য এটি আরেকটি বড় ধাক্কা। ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিধ্বস্ত হয়েছে। এই মডেলের ইতিহাসে এটিই প্রথমবার কোনো ভয়াবহ দুর্ঘটনার ঘটনা।
১৪ বছর আগে বাজারে আনা হয় বোয়িং ৭৮৭, যা ‘ড্রিমলাইনার’ নামে বেশি পরিচিত। এটি বোয়িংয়ের সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী বিমান। মাত্র ছয় সপ্তাহ আগে বোয়িং গর্ব করে ঘোষণা দিয়েছিল—বিশ্বজুড়ে ১ হাজার ১৭৫টিরও বেশি উড়োজাহাজ মিলিয়ে এখন পর্যন্ত পাঁচ কোটিরও বেশি ঘণ্টা উড্ডয়ন সম্পন্ন করেছে বোয়িং ৭৮৭ এবং একসঙ্গে ১০০ কোটির বেশি যাত্রী পরিবহন করে একটি ঐতিহাসিক মাইলফলকে পৌঁছেছে।
তবে এই দুর্ঘটনা সেই অর্জনের ওপর বড় রকমের ধাক্কা। ৭৩৭ ম্যাক্স সিরিজের একাধিক প্রাণঘাতী দুর্ঘটনার পর বোয়িং আগেই নানা জটিলতায় পড়েছিল। নতুন করে ৭৮৭ মডেলের এই দুর্ঘটনা কোম্পানির ওপর চাপ আরও বাড়াবে।
বর্তমানে বোয়িংয়ের প্রধান নির্বাহী হিসেবে রয়েছেন কেলি অর্টবার্গ। এক বছর পূর্ণ হতে চলেছে তাঁর দায়িত্ব গ্রহণের। বোয়িংয়ের ভবিষ্যৎ নিয়ে ওঠা নানা প্রশ্নের জবাব দিতে ও অভ্যন্তরীণ সংকট সামাল দিতে তাঁকে দায়িত্ব দেওয়া হয়। তবে এই নতুন বিপর্যয় তাঁর নেতৃত্বের জন্য বড় এক পরীক্ষা হয়ে উঠছে।
বোয়িং ৭৮৭ নিয়ে উড়োজাহাজশিল্পে এত দিন একটি নির্ভরতার ভাবমূর্তি ছিল। বিশ্লেষকেরা বলছেন, এই মডেলের দুর্ঘটনা একটি বিরল ঘটনা।
আন্তর্জাতিক বিমান বিশ্লেষক অ্যালেক্স মাচেরাস আল-জাজিরাকে বলেন, বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার তার নিরাপত্তা রেকর্ডের জন্য সুনাম অর্জন করেছে। এটি ১৫ বছর ধরে সার্ভিসে রয়েছে এবং এখন পর্যন্ত কোনো বড় ধরনের দুর্ঘটনা বা প্রাণহানির ঘটনার সঙ্গে যুক্ত হয়নি।
অ্যালেক্স মাচেরাস আরও বলেন, এটি একটি মাঝারি থেকে দূরপাল্লার যাত্রীবাহী উড়োজাহাজ। এটি পরিবেশবান্ধব কার্বন-ফাইবার প্রযুক্তিতে নির্মিত এবং এয়ারলাইনসের জন্য দারুণ দক্ষতার প্রতিশ্রুতি দেয়। বিশ্বের বিভিন্ন বাজারে এটি নিরাপত্তা মানদণ্ডের সর্বোচ্চ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং দূরপাল্লার ভ্রমণে এটি একটি নির্ভরযোগ্য বাহন হিসেবে বিবেচিত।
বিশ্লেষকদের মতে, এই দুর্ঘটনার পেছনে প্রকৃত কারণ নির্ণয় না হওয়া পর্যন্ত বোয়িং ৭৮৭ নিয়ে সংশয় থেকেই যাবে, যা সামনের দিনগুলোতে বোয়িংয়ের জন্য চাপ আরও বাড়াবে।
তথ্যসূত্র: বিবিসি ও আল-জাজিরা
চিকিৎসকদের অবহেলায় সড়ক দুর্ঘটনায় আহত ব্যক্তি রক্তক্ষরণে মারা যাওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে।
৪২ মিনিট আগেভারতের ঝাড়খণ্ডের দেওঘরে এলপিজি সিলিন্ডার বহনকারী ট্রাকের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। বাসটিতে শ্রাবণ মাসের পবিত্র কাঁওয়ার যাত্রায় রওনা হওয়া পুণ্যার্থীরা ছিলেন। গতকাল সোমবার দিবাগত ভোররাতে মোহনপুর থানার জামুনিয়া মোড়ে গোড্ডা–দেওঘর প্রধান সড়কে এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেনেদারল্যান্ডস ইসরায়েলের দুই কট্টর ডানপন্থী মন্ত্রীকে তাদের দেশে ঢুকতে দেবে না। এই দুই ইসরায়েলি মন্ত্রী হলেন অর্থমন্ত্রী বেজালেল স্মতরিচ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন–গভির। গাজায় জাতিগত নির্মূলের ডাক দেওয়ায় নেদারল্যান্ডস তাঁদের ‘অবাঞ্ছিত ব্যক্তি’ ঘোষণা করেছে।
২ ঘণ্টা আগেএবার ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনল ইসরায়েলেরই দুই মানবাধিকার সংস্থা। বেতসেলেম ও ফিজিশিয়ান ফর হিউম্যান রাইটস ইসরায়েল নামের ওই দুই সংগঠন সরাসরি বলছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নিজেদের অভিযোগের স্বপক্ষে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও প্রমাণসহ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থা দুটি
৩ ঘণ্টা আগে