অনলাইন ডেস্ক
চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ের উদ্যাপনে ভাগ বসালেন এক অপ্রত্যাশিত অতিথি—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় চেলসি। পরে চেলসি খেলোয়াড়দের হাতে যখন মাঠে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হঠাৎই হাজির হন ট্রাম্প।
বিবিসির তথ্য অনুযায়ী, ট্রফি দেওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে মঞ্চ ছাড়ার অনুরোধ জানালেও তিনি কিছু সময় চেলসির ক্যাপ্টেন রিস জেমস ও গোলকিপার রবার্ট সানচেজের পাশে থেকে যান। শুধু তা-ই নয়, খেলোয়াড়েরা ট্রফি উঁচিয়ে ধরে যখন উদ্যাপন করছিলেন, তখন ট্রাম্পকেও উচ্ছ্বাসের সঙ্গে তাঁদের মধ্যে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায়।
রীতি অনুযায়ী, ট্রফি নিয়ে বিজয়ী দল ছবি তুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্রাম্পের অনাহূত উপস্থিতির ফলে চেলসির খেলোয়াড়েরা তাঁকে রেখেই ছবি তুলতে বাধ্য হন।
ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখা কোল পামার ট্রাম্পের অদ্ভুত উপস্থিতি নিয়ে বলেন, ‘জানতাম উনি মাঠে থাকবেন। কিন্তু ভাবিনি ট্রফি নেওয়ার সময় স্টেজে থাকবেন। তাই একটু বিভ্রান্ত লাগছিল।’
আরেক খেলোয়াড় লেভি কলউইল বলেন, ‘আমাকে বলা হয়েছিল, উনি ট্রফি তুলে দেবেন এবং তারপর মঞ্চ ছেড়ে যাবেন। কিন্তু উনি তো থেকে গেলেন!’
এই ব্যাপারে চেলসির অধিনায়ক রিস জেমস বলেন, ‘সত্যি বলতে চারপাশে এত আওয়াজ ছিল যে উনি কী বললেন, সবটা শুনতে পারিনি। তিনি শুধু অভিনন্দন জানালেন এবং এই মুহূর্তটা উপভোগ করতে বললেন।’
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অনেক দর্শকই ইংল্যান্ড ও ফ্রান্স থেকে এসেছিলেন। ফলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওই মাঠে যখন ট্রাম্প প্রবেশ করেছিলেন, তখন দর্শকসারি থেকে প্রবলভাবে তাঁর উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়।
চেলসির ক্লাব বিশ্বকাপ জয়ের উদ্যাপনে ভাগ বসালেন এক অপ্রত্যাশিত অতিথি—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পিএসজিকে ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতে নেয় চেলসি। পরে চেলসি খেলোয়াড়দের হাতে যখন মাঠে ট্রফি তুলে দেওয়া হচ্ছিল, তখন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে হঠাৎই হাজির হন ট্রাম্প।
বিবিসির তথ্য অনুযায়ী, ট্রফি দেওয়ার পর ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ট্রাম্পকে মঞ্চ ছাড়ার অনুরোধ জানালেও তিনি কিছু সময় চেলসির ক্যাপ্টেন রিস জেমস ও গোলকিপার রবার্ট সানচেজের পাশে থেকে যান। শুধু তা-ই নয়, খেলোয়াড়েরা ট্রফি উঁচিয়ে ধরে যখন উদ্যাপন করছিলেন, তখন ট্রাম্পকেও উচ্ছ্বাসের সঙ্গে তাঁদের মধ্যে দাঁড়িয়ে করতালি দিতে দেখা যায়।
রীতি অনুযায়ী, ট্রফি নিয়ে বিজয়ী দল ছবি তুলবে, এটাই স্বাভাবিক। কিন্তু ট্রাম্পের অনাহূত উপস্থিতির ফলে চেলসির খেলোয়াড়েরা তাঁকে রেখেই ছবি তুলতে বাধ্য হন।
ম্যাচে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করে দলের জয়ে বড় ভূমিকা রাখা কোল পামার ট্রাম্পের অদ্ভুত উপস্থিতি নিয়ে বলেন, ‘জানতাম উনি মাঠে থাকবেন। কিন্তু ভাবিনি ট্রফি নেওয়ার সময় স্টেজে থাকবেন। তাই একটু বিভ্রান্ত লাগছিল।’
আরেক খেলোয়াড় লেভি কলউইল বলেন, ‘আমাকে বলা হয়েছিল, উনি ট্রফি তুলে দেবেন এবং তারপর মঞ্চ ছেড়ে যাবেন। কিন্তু উনি তো থেকে গেলেন!’
এই ব্যাপারে চেলসির অধিনায়ক রিস জেমস বলেন, ‘সত্যি বলতে চারপাশে এত আওয়াজ ছিল যে উনি কী বললেন, সবটা শুনতে পারিনি। তিনি শুধু অভিনন্দন জানালেন এবং এই মুহূর্তটা উপভোগ করতে বললেন।’
উল্লেখ্য, অনুষ্ঠানে উপস্থিত অনেক দর্শকই ইংল্যান্ড ও ফ্রান্স থেকে এসেছিলেন। ফলে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির ওই মাঠে যখন ট্রাম্প প্রবেশ করেছিলেন, তখন দর্শকসারি থেকে প্রবলভাবে তাঁর উদ্দেশে দুয়োধ্বনি দেওয়া হয়।
১৯৮০-এর দশকের শেষ দিক থেকে নিয়মিত উড়োজাহাজে যাতায়াত করতেন ব্রুস গ্যাম্বল। গাড়ি বিক্রির একজন পরামর্শদাতা হিসেবে পেশাগত দায়িত্ব পালনের জন্যই আলাবামার বার্মিংহাম থেকে এই যাত্রা শুরু হয়েছিল তাঁর। সুদীর্ঘ এই ভ্রমণ-জীবনে তাঁর পরিচয় গড়ে ওঠে বার্মিংহাম-শাটলসওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ডেলটা...
২ ঘণ্টা আগেগতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, টরন্টোর রাস্তায় রথযাত্রা চলাকালে ডিম ছুড়ে মারেন কয়েকজন। ভারতীয় বংশোদ্ভূত ইনস্টাগ্রাম ব্যবহারকারী সঙ্গনা বাজাজ ভিডিওটি পোস্ট করে দাবি করেন, আশপাশের একটি ভবন থেকে রথযাত্রার ওপর ডিম ছোড়া হয়।
৩ ঘণ্টা আগেট্রাম্প হুমকি দিয়েছেন, ‘যদি যুদ্ধবিরতি চুক্তি না হয়, তাহলে আগামী ৫০ দিনের মধ্যে রাশিয়ার ওপর ১০০ শতাংশ সেকেন্ডারি ট্যারিফ আরোপ করা হবে। এই শুল্ক আরোপের জন্য কংগ্রেসের নিম্নকক্ষ (হাউস) বা উচ্চকক্ষের (সিনেট) অনুমতির প্রয়োজন হবে না।’
৩ ঘণ্টা আগেদেশের এয়ারলাইনসগুলোকে তাদের বোয়িং-৭৮৭ বহরের ফুয়েল কন্ট্রোল সুইচের লকিং মেকানিজম পরীক্ষা করার নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা (ডিজিসিএ)। নির্দেশনায় আগামী ২১ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা শেষ করতে বলা হয়েছে। গত ১২ জুন ভারতের আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড
৪ ঘণ্টা আগে