শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। চার বছর পরপর এই নির্বাচন নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা দেখা যায়। মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য মন্দিরে প্রার্থনার আয়োজন করেছিলেন দক্ষিণ ভারতীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ।
কমলা হ্যারিসের প্রতি ভারতীয়দের এমন আগ্রহের কারণও আছে। কমলার মা ছিলেন একজন ভারতীয়, আর বাবা ছিলেন জ্যামাইকান। কমলার মায়ের জন্ম হয়েছিল ভারতের তামিলনাড়ু রাজ্যে। পরে তিনি ডক্টরেট করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানেই স্থায়ী হন।
ইতিপূর্বে তামিলনাড়ুর চেন্নাইয়ে ছোটবেলায় নানার সঙ্গে দেখা করার স্মৃতি শেয়ার করেছিলেন কমলা। ভারতীয় ঐতিহ্য তাঁর জীবন এবং কর্মজীবনকে কীভাবে প্রভাবিত করেছে সে সম্পর্কেও বহুবার বলেছেন তিনি।
কমলার প্রতি সমর্থন জানিয়ে তামিলনাড়ুর মাদুরাই শহরের একটি হিন্দু সংগঠনের বল্লু নামে এক নেতা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের ভারতীয় তথা তামিল পূর্বপুরুষের নেত্রী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নিশ্চিতভাবেই তিনি নির্বাচনে জয়ী হবেন।’
একাধিক ভিডিওতে দেখা গেছে, কমলা হ্যারিসের মুখ সহ কিছু ব্যানার হিন্দু দেবতাদের মূর্তির পাশে রাখা হয়েছে। সেখানে পুরোহিতেরা মূর্তিগুলোর সামনে প্রার্থনা করছেন এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন।
ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনীত হওয়ার পর অনেক ভারতীয় আমেরিকান উজ্জীবিত হয়েছিলেন। এমনকি কমলার বিজয় নিশ্চিত করার জন্য ভারতীয়রা নানাভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। চার বছর পরপর এই নির্বাচন নিয়ে সারা বিশ্বেই উন্মাদনা দেখা যায়। মঙ্গলবার সিএনএন জানিয়েছে, নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের জয়ের জন্য মন্দিরে প্রার্থনার আয়োজন করেছিলেন দক্ষিণ ভারতীয় হিন্দু সম্প্রদায়ের মানুষ।
কমলা হ্যারিসের প্রতি ভারতীয়দের এমন আগ্রহের কারণও আছে। কমলার মা ছিলেন একজন ভারতীয়, আর বাবা ছিলেন জ্যামাইকান। কমলার মায়ের জন্ম হয়েছিল ভারতের তামিলনাড়ু রাজ্যে। পরে তিনি ডক্টরেট করার জন্য যুক্তরাষ্ট্রে গিয়ে সেখানেই স্থায়ী হন।
ইতিপূর্বে তামিলনাড়ুর চেন্নাইয়ে ছোটবেলায় নানার সঙ্গে দেখা করার স্মৃতি শেয়ার করেছিলেন কমলা। ভারতীয় ঐতিহ্য তাঁর জীবন এবং কর্মজীবনকে কীভাবে প্রভাবিত করেছে সে সম্পর্কেও বহুবার বলেছেন তিনি।
কমলার প্রতি সমর্থন জানিয়ে তামিলনাড়ুর মাদুরাই শহরের একটি হিন্দু সংগঠনের বল্লু নামে এক নেতা রয়টার্সকে বলেছেন, ‘আমাদের ভারতীয় তথা তামিল পূর্বপুরুষের নেত্রী কমলা হ্যারিস প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন। নিশ্চিতভাবেই তিনি নির্বাচনে জয়ী হবেন।’
একাধিক ভিডিওতে দেখা গেছে, কমলা হ্যারিসের মুখ সহ কিছু ব্যানার হিন্দু দেবতাদের মূর্তির পাশে রাখা হয়েছে। সেখানে পুরোহিতেরা মূর্তিগুলোর সামনে প্রার্থনা করছেন এবং ফুলের পাপড়ি ছিটিয়ে দিচ্ছেন।
ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে কমলা হ্যারিস মনোনীত হওয়ার পর অনেক ভারতীয় আমেরিকান উজ্জীবিত হয়েছিলেন। এমনকি কমলার বিজয় নিশ্চিত করার জন্য ভারতীয়রা নানাভাবে প্রচেষ্টা অব্যাহত রেখেছেন।
হিমালয়কন্যা নেপালে সরকারের দুর্নীতি ও সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে যে আন্দোলন শুরু হয়েছে, এরই মধ্যে অন্তত ২৯ জনের প্রাণ ঝরেছে। এরপর নেপালের প্রধানমন্ত্রী পদত্যাগ করায় সরকারেরও পতন হয়েছে। দেশের নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী।
৩২ মিনিট আগেনেপালের পর্যটন এলাকা চন্দ্রগিরিতে একটি কেবল কারে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা। নেপালি ইংরেজি সংবাদমাধ্যম দ্য হিমালয়ান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এ ছাড়া, বিক্ষোভকারীরা বিভিন্ন মার্কেট, নেতাদের বাসভবন এমনকি থানাতেও আগুন ধরিয়ে দেয়।
৩ ঘণ্টা আগে‘মধ্যস্থতাকারী’—শব্দটা যেন কাতারের প্রতিশব্দই হয়ে উঠেছে। অনেক ক্ষেত্রেই দেখা যায়, দ্বন্দ্ব চলছে এমন দুই দেশের সঙ্গে বেশ আলাদাভাবে সুসম্পর্ক রয়েছে কাতারের। এবং বরাবরই বিবদমান পক্ষগুলোর মধ্যে সমঝোতা নিশ্চিতে মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় এই আরব দেশটিকে। উদাহরণ হিসেবে বলা হয় যুক্তরাষ্ট্র-ইরান, হামাস-
৩ ঘণ্টা আগেভারত মিয়ানমারের শক্তিশালী এক বিদ্রোহী গোষ্ঠীর সহায়তায় দেশটি থেকে বিরল খনিজ সংগ্রহের চেষ্টা করছে। এ বিষয়ে অবগত চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, চীনের কড়া নিয়ন্ত্রণে থাকা এ কৌশলগত সম্পদের বিকল্প উৎস খুঁজছে দিল্লি। ভারতের খনিজ সম্পদ মন্ত্রণালয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে মিয়ানমারের উত্তর
৩ ঘণ্টা আগে