Ajker Patrika

বাইডেনের মোটর শোভাযাত্রার দুই গাড়ির সংঘর্ষ 

অনলাইন ডেস্ক
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৩, ১১: ৩০
Thumbnail image

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মোটর শোভাযাত্রার একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনও নিরাপদে রয়েছেন। বাইডেনের নিজ এলাকা ডেলাওয়্যারে এই দুর্ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, সংঘর্ষ ঘটার একটু আগে প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন মোটর শোভাযাত্রা থেকে নেমে তাঁদের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে চলে যান। তাঁর দুজনেই নিরাপদ রয়েছেন। 

হোয়াইট হাউসের প্রেস পুলের তথ্যানুসারে, দুর্ঘটনা ঘটার সময় ডেলাওয়্যারের উইমিংটনে নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে ডিনার শেষে বৃষ্টিস্নাত রাস্তায় জো বাইডেন, তাঁর স্ত্রী জিল বাইডেন ও অন্যরা। এ সময় বাইডেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেলাওয়্যারের লাইসেন্সধারী একটি রুপালি রঙে সেডান গাড়ি বাইডেনের মোটর শোভাযাত্রার একটি এসইউভিকে ধাক্কা দেয়।

রুপালি রঙের সেডানটি এসইউভিকে ধাক্কা দেওয়ার পর সেটির বাম্পার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধাক্কা দেওয়ার পরপরই গাড়িটি বন্ধ হয়ে যায়। এ সময় বাইডেনের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত গাড়িটি ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে গাড়িটির চালককে নামিয়ে আনেন।

স্থানীয় সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টেরা জো বাইডেনকে ঘিরে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর জো বাইডেন ও জিল বাইডেন নিরাপদেই তাঁদের উইমিংটনের বাড়িতে ফিরে যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত