Ajker Patrika

মানসিকভাবে সুস্থ আছেন ট্রাম্প, জানালেন চিকিৎসক

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা এ তথ্য জানান।

ক্যাপ্টেন শন বারবাবেলার বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হৃদ্‌যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র ও সামগ্রিক শারীরিক অবস্থা খুবই ভালো। তাঁর সক্রিয় জীবনযাপন এই সুস্থতায় বড় অবদান রাখছে।’

৭৮ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি, যিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে হোয়াইট হাউস ছাড়ার সময় তাঁর আগের প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ছিল ৮২ বছর।

চিকিৎসক বারবাবেলা আরও জানান, ট্রাম্পের রক্ত, হৃদ্‌যন্ত্রের পরীক্ষা ও আলট্রাসনোগ্রাম করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মানসিক ও শারীরিকভাবে খুবই ভালো আছেন এবং কমান্ডার-ইন-চিফ ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত।’

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত