Ajker Patrika

মানসিকভাবে সুস্থ আছেন ট্রাম্প, জানালেন চিকিৎসক

আজকের পত্রিকা ডেস্ক­
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘শারীরিক ও মানসিকভাবে সুস্থ’ রয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ওয়াশিংটন ডিসির একটি হাসপাতালে দ্বিতীয় মেয়াদে প্রথমবারের মতো বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা করান ট্রাম্প। রোববার এক বিবৃতিতে প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক ক্যাপ্টেন শন বারবাবেলা এ তথ্য জানান।

ক্যাপ্টেন শন বারবাবেলার বিবৃতিতে বলা হয়, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হৃদ্‌যন্ত্র, ফুসফুস, স্নায়ুতন্ত্র ও সামগ্রিক শারীরিক অবস্থা খুবই ভালো। তাঁর সক্রিয় জীবনযাপন এই সুস্থতায় বড় অবদান রাখছে।’

৭৮ বছর বয়সী ট্রাম্প যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী ব্যক্তি, যিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। তবে হোয়াইট হাউস ছাড়ার সময় তাঁর আগের প্রেসিডেন্ট জো বাইডেনের বয়স ছিল ৮২ বছর।

চিকিৎসক বারবাবেলা আরও জানান, ট্রাম্পের রক্ত, হৃদ্‌যন্ত্রের পরীক্ষা ও আলট্রাসনোগ্রাম করা হয়েছে।

তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প মানসিক ও শারীরিকভাবে খুবই ভালো আছেন এবং কমান্ডার-ইন-চিফ ও রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য সম্পূর্ণ উপযুক্ত।’

প্রসঙ্গত, চলতি বছরের ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আদানিকে রক্ষায় গোপনে ৩৯০০ কোটি রুপির ব্যবস্থা করেন নরেন্দ্র মোদি

আরপিও সংশোধন থেকে সরলে লন্ডন বৈঠকের ধারাবাহিকতায় ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া মনে করবে এনসিপি: আখতার

ভারতের ইন্দোরে শ্লীলতাহানির শিকার অস্ট্রেলিয়ার দুই নারী ক্রিকেটার

আজকের রাশিফল: মেজাজ সামলে রাখুন, ফেসবুকে দার্শনিকতা বন্ধ করুন

বাড়ি ফেরার পথে লালনশিল্পীকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

এলাকার খবর
Loading...