জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা আছে রাশিয়াসহ বিশ্বের ক্ষমতাধর পাঁচটি দেশের। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ভেটো দেওয়ার সেই ক্ষমতা যেন রাশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়।
বাংলাদেশ সময় বুধবার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন দাবি করেন জেলেনস্কি। তিনি বিষয়টিকে ‘প্রয়োজনীয়’ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। কারণ হিসেবে তিনি জানান, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার সব প্রচেষ্টাকে রাশিয়া তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে নষ্ট করে দেয়। এ অবস্থায় এই যুদ্ধ বন্ধ করা অসম্ভব।
জেলেনস্কি এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যপদ বিস্তৃত করার জন্য পুনর্বিবেচনার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘যখন নিরাপত্তা পরিষদে কোটি কোটি মানুষের স্থায়ী প্রতিনিধি নেই, কিন্তু রাশিয়া আছে—বিষয়টিকে অন্যায় মনে করে ইউক্রেন।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত নিরাপত্তা পরিষদের এই আসনটি রাশিয়া অবৈধভাবে দখল করেছে।’
এ সময় তিনি ইউক্রেনের ১০ দফা শান্তি পরিকল্পনাকে সমর্থনের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান। এই ১০ দফার মধ্যে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়া সহ ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলোও উল্লেখ আছে। তবে এসব বিষয় প্রত্যাখ্যান করে দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডকে সংযুক্ত করার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ করেছে রাশিয়া।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভেটো দেওয়ার ক্ষমতা আছে রাশিয়াসহ বিশ্বের ক্ষমতাধর পাঁচটি দেশের। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেছেন, ভেটো দেওয়ার সেই ক্ষমতা যেন রাশিয়ার কাছ থেকে কেড়ে নেওয়া হয়।
বাংলাদেশ সময় বুধবার রাত ১০টার দিকে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এমন দাবি করেন জেলেনস্কি। তিনি বিষয়টিকে ‘প্রয়োজনীয়’ পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেন। কারণ হিসেবে তিনি জানান, ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার সব প্রচেষ্টাকে রাশিয়া তার ভেটো ক্ষমতা প্রয়োগ করে নষ্ট করে দেয়। এ অবস্থায় এই যুদ্ধ বন্ধ করা অসম্ভব।
জেলেনস্কি এ সময় নিরাপত্তা পরিষদের সদস্যপদ বিস্তৃত করার জন্য পুনর্বিবেচনার প্রস্তাব করেন। তিনি বলেন, ‘যখন নিরাপত্তা পরিষদে কোটি কোটি মানুষের স্থায়ী প্রতিনিধি নেই, কিন্তু রাশিয়া আছে—বিষয়টিকে অন্যায় মনে করে ইউক্রেন।’
তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যবশত নিরাপত্তা পরিষদের এই আসনটি রাশিয়া অবৈধভাবে দখল করেছে।’
এ সময় তিনি ইউক্রেনের ১০ দফা শান্তি পরিকল্পনাকে সমর্থনের জন্য বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানান। এই ১০ দফার মধ্যে রাশিয়ার ভেটো ক্ষমতা কেড়ে নেওয়া সহ ইউক্রেনকে ক্ষতিপূরণ দেওয়ার বিষয়গুলোও উল্লেখ আছে। তবে এসব বিষয় প্রত্যাখ্যান করে দখলকৃত ইউক্রেনের ভূখণ্ডকে সংযুক্ত করার আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ করেছে রাশিয়া।
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর লাতিন আমেরিকা অঞ্চলের কমান্ডের নেতৃত্বে থাকা অ্যাডমিরাল এলভিন হোলসি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি চলতি বছরের শেষেই পদত্যাগ করবেন। তাঁর চাকরির জন্য নির্ধারিত বয়সসীমার দুই বছর আগেই পদ ছাড়ছেন তিনি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বিষয়টি নিশ্চিত করেছেন।
৩১ মিনিট আগেফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস জানিয়েছে, গাজা থেকে জিম্মিদের মরদেহ ফেরাতে সময় লাগতে পারে। প্রয়োজনীয় যন্ত্রপাতি ছাড়া এসব মরদেহ খুঁজে বের করা কঠিন। এদিকে, ইসরায়েল জানিয়েছে—তারা মধ্যস্থতাকারীদের কাছে জিম্মিদের মরদেহের অবস্থানের ব্যাপারে গোয়েন্দা তথ্য দিয়েছে।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা করতে আবারও বৈঠকে বসতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানান, তাঁর ও পুতিনের মধ্যে দীর্ঘ ও ফলপ্রসূ টেলিফোন আলাপের...
৩ ঘণ্টা আগেফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তাফা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন, আরব দেশগুলো ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সহযোগিতায় তাঁর সরকার গাজার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য তিন ধাপের একটি পরিকল্পনা প্রণয়ন করেছে। পাঁচ বছর মেয়াদি এই পরিকল্পনার মোট ব্যয় ধরা হয়েছে ৬৭ বিলিয়ন ডলার।
৪ ঘণ্টা আগে