Ajker Patrika

ইউক্রেনকে ১০ কোটি ডলার বেসামরিক নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

আপডেট : ২৭ মার্চ ২০২২, ১১: ৩৯
ইউক্রেনকে ১০ কোটি ডলার বেসামরিক নিরাপত্তা সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট গতকাল শনিবার জানিয়েছে, ইউক্রেনের এই সংকটকালে হোয়াইট হাউস ইউক্রেনকে ১০ কোটি ডলার বেসামরিক নিরাপত্তা সহায়তা দিতে চায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। 

অ্যান্টনি ব্লিংকেন বলেছেন, ‘সীমান্ত নিরাপত্তা, বেসামরিক আইন প্রয়োগকারী ব্যবস্থা টিকিয়ে রাখা এবং গুরুত্বপূর্ণ সরকারি অবকাঠামো রক্ষা করার জন্য ইউক্রেনকে এ সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। এর মাধ্যমে ইউক্রেনের অভ্যন্তরীণ সক্ষমতা তৈরি হবে বলে আশা করে মার্কিন প্রশাসন।’ 

গত সোমবার চীন ইউক্রেনকে ১০ মিলিয়ন ইউয়ান (প্রায় ১.৫৭ মিলিয়ন মার্কিন ডলার) মূল্যের মানবিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন এক সংবাদ সম্মেলনে বলেছেন, সহায়তার এ অতিরিক্ত প্যাকেজটি পরিস্থিতির উন্নয়ন এবং ইউক্রেনের প্রকৃত চাহিদার ওপর ভিত্তি করে। চীনের রেডক্রস সোসাইটি এর আগে ইউক্রেনের পক্ষকে ৫ মিলিয়ন ইউয়ান মূল্যের মানবিক সহায়তা সরবরাহ করেছিল। 

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনের জন্য ২০ কোটি ডলারের সমপরিমাণ সামরিক সহায়তার অনুমোদন দিয়েছিলেন। বাইডেন প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালের পর থেকে ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের মোট অর্থের পরিমাণ ১ দশমিক ২ বিলিয়ন ডলার বা ৯২০ মিলিয়ন পাউন্ডের সমপরিমাণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত