যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য অস্থায়ী তাঁবুর আশ্রয়কেন্দ্র বানিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিরোধী রিপাবলিকান শাসিত টেক্সাস ও অন্যান্য শহর থেকে পাঠানো মানুষের জন্য জরুরি ভিত্তিতে এই আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আগামী মাসের শুরুতে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। আল-জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, র্যান্ডাল’স আইল্যান্ডের এই আশ্রয়শিবিরে সাময়িকভাবে ৫০০ পুরুষ থাকতে পারবেন। এরই মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের একটি দল কেন্দ্রে এসে পৌঁছেছে। আশ্রয়কেন্দ্রটিতে খাট, লন্ড্রির সুবিধা, ডাইনিং হল ও আন্তর্জাতিক টেলিফোন কলের সুবিধা রয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় অসহায় মানুষদের স্বাগত জানায়। বিশেষ করে যারা অনিষ্ট থেকে বাঁচতে এ দেশে আশ্রয় চায়। আর নিউইয়র্ক তো সংকটকালে মানবিক সহায়তার রোল মডেল।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত কয়েক মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই ভেনেজুয়েলা থেকে এসেছেন।
এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে বাসে করে অভিবাসনপ্রত্যাশীদের নিউইয়র্কে পাঠানো হয়। এ ছাড়া আরও কয়েকটি অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হচ্ছে। বাইডেন প্রশাসনকে বেকায়দায় ফেলতেই এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। যদিও এভাবে তাদের পাঠানোকে অমানবিক বলছে মানবাধিকারকর্মীরা।
যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীদের জন্য অস্থায়ী তাঁবুর আশ্রয়কেন্দ্র বানিয়েছে নিউইয়র্ক কর্তৃপক্ষ। বিরোধী রিপাবলিকান শাসিত টেক্সাস ও অন্যান্য শহর থেকে পাঠানো মানুষের জন্য জরুরি ভিত্তিতে এই আশ্রয়কেন্দ্র তৈরি করা হয়েছে। এমন পরিস্থিতির মধ্যেই আগামী মাসের শুরুতে দেশটিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে গুরুত্বপূর্ণ মধ্যবর্তী নির্বাচন। আল-জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ জানিয়েছে, র্যান্ডাল’স আইল্যান্ডের এই আশ্রয়শিবিরে সাময়িকভাবে ৫০০ পুরুষ থাকতে পারবেন। এরই মধ্যে অভিবাসনপ্রত্যাশীদের একটি দল কেন্দ্রে এসে পৌঁছেছে। আশ্রয়কেন্দ্রটিতে খাট, লন্ড্রির সুবিধা, ডাইনিং হল ও আন্তর্জাতিক টেলিফোন কলের সুবিধা রয়েছে।
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডাম বলেন, ‘যুক্তরাষ্ট্র সব সময় অসহায় মানুষদের স্বাগত জানায়। বিশেষ করে যারা অনিষ্ট থেকে বাঁচতে এ দেশে আশ্রয় চায়। আর নিউইয়র্ক তো সংকটকালে মানবিক সহায়তার রোল মডেল।’
সম্প্রতি যুক্তরাষ্ট্রে অভিবাসনপ্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত কয়েক মাসে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করা এসব অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই ভেনেজুয়েলা থেকে এসেছেন।
এর আগে গত সেপ্টেম্বরের মাঝামাঝি রিপাবলিকান শাসিত টেক্সাস অঙ্গরাজ্য থেকে বাসে করে অভিবাসনপ্রত্যাশীদের নিউইয়র্কে পাঠানো হয়। এ ছাড়া আরও কয়েকটি অঞ্চল থেকে অভিবাসনপ্রত্যাশীদের পাঠানো হচ্ছে। বাইডেন প্রশাসনকে বেকায়দায় ফেলতেই এমন পদক্ষেপ বলে ধারণা করা হচ্ছে। যদিও এভাবে তাদের পাঠানোকে অমানবিক বলছে মানবাধিকারকর্মীরা।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাতারের রাজপরিবারের কাছ থেকে বিলাসবহুল বিমান উপহার হিসেবে গ্রহণের পরিকল্পনা নিয়ে ওঠা নৈতিক উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। গতকাল সোমবার তিনি বলেছেন, এত উদার প্রস্তাব ফিরিয়ে দেওয়া ‘বোকার মতো’ কাজ হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
২৫ মিনিট আগেনিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে পেহেলগাম হামলার জন্য ভারত ইসলামাবাদকে অভিযুক্ত করার পরই দুই দেশের মধ্যে এই সামরিক সংঘাতের সূত্রপাত হয়।
১ ঘণ্টা আগেঅভ্যন্তরীণ দ্বন্দ্ব অনেক আগেই আফগান দাবা ফেডারেশনকে কার্যত অচল করে দিয়েছে। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর ফেডারেশনের অনেক কর্মকর্তা দেশ ছেড়ে পালান, কারণ তাঁরা প্রাণহানির আশঙ্কায় ছিলেন। তাঁদের অনুপস্থিতিতে তালেবান নিজেদের লোকদের ফেডারেশনের দায়িত্বে বসায়।
২ ঘণ্টা আগেগতকাল সুইজারল্যান্ডের জেনেভায় শুল্ক ইস্যু নিয়ে আলোচনায় বসে যুক্তরাষ্ট্র ও চীন। সেখানে দীর্ঘ আলোচনার পর একটি চুক্তিতে পৌঁছায় দুপক্ষ। চুক্তি অনুযায়ী, ৯০ দিনের আলোচনা চলাকালে যুক্তরাষ্ট্র চীনা পণ্য আমদানির ওপর শুল্ক ১৪৫ শতাংশ থেকে কমিয়ে ৩০ শতাংশ করবে। অন্যদিকে, চীনও তাদের পাল্টা শুল্ক ১২৫ শতাংশ থেকে কম
২ ঘণ্টা আগে