চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেড় কোটি ডোজ করোনার টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিভিন্ন রাজ্য, ফার্মেসি এবং টিকা সংশ্লিষ্ট সংস্থার বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে বলা হয়, যেমনটা ধারণা করা হচ্ছিল তার চেয়ে বেশি টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এনবিসি মার্কিন সাতটি রাজ্যের তথ্য পায়নি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফেডারেল এজেন্সির তথ্যও পাওয়া যায়নি।
বিভিন্ন কারণে ডোজগুলো অপচয় হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ফাটল শিশি, ভ্যাকসিনকে পাতলা করার ত্রুটি, ফ্রিজারের ত্রুটি, একটি শিশিতে অধিক পরিমাণে টিকার ডোজ।
এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ হলো যখন বিশ্বের বিভিন্ন দেশ টিকা সংকটে ভুগছে। আন্তর্জাতিক গবেষণাভিত্তিক সংস্থা আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার পক্ষ থেকে বলা হয়, আফ্রিকায় মাত্র ৩ শতাংশ মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র তাদের ৫২ শতাংশ জনগণকে করোনার টিকার পূর্ণ ডোজ দিতে পেরেছে। এ ছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ১০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে করোনার টিকার তৃতীয় ডোজ পেয়েছেন। দুই ডোজ টিকা পাওয়া ব্যক্তিদের আট মাস পর তৃতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই মাসের শেষ দিকে এই কার্যক্রম শুরু হবে।
এ নিয়ে ইউনিভার্সিটি অব ইয়র্কের স্বাস্থ্য নীতি বিভাগের প্রফেসর টিম দোরান বলেন, এটি একটি ন্যায্যতা বিষয়ক সমস্যা। যে সব ধনী দেশের কাছে ভালো পরিমাণে ভ্যাকসিন রয়েছে তারা সেটি নষ্ট করছে।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৬০ কোটি ডোজ টিকা মধ্য আয়ের দেশ এবং দরিদ্র দেশগুলোর মধ্যে বিতরণ করেছে।
চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত দেড় কোটি ডোজ করোনার টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিভিন্ন রাজ্য, ফার্মেসি এবং টিকা সংশ্লিষ্ট সংস্থার বরাত দিয়ে এনবিসির প্রতিবেদনে বলা হয়, যেমনটা ধারণা করা হচ্ছিল তার চেয়ে বেশি টিকা নষ্ট করেছে যুক্তরাষ্ট্র। এনবিসি মার্কিন সাতটি রাজ্যের তথ্য পায়নি। পাশাপাশি গুরুত্বপূর্ণ ফেডারেল এজেন্সির তথ্যও পাওয়া যায়নি।
বিভিন্ন কারণে ডোজগুলো অপচয় হয়েছে। এর মধ্যে অন্যতম হলো ফাটল শিশি, ভ্যাকসিনকে পাতলা করার ত্রুটি, ফ্রিজারের ত্রুটি, একটি শিশিতে অধিক পরিমাণে টিকার ডোজ।
এই প্রতিবেদনটি এমন সময় প্রকাশ হলো যখন বিশ্বের বিভিন্ন দেশ টিকা সংকটে ভুগছে। আন্তর্জাতিক গবেষণাভিত্তিক সংস্থা আওয়ার ওয়ার্ল্ড ইন ডেটার পক্ষ থেকে বলা হয়, আফ্রিকায় মাত্র ৩ শতাংশ মানুষ করোনার পূর্ণ ডোজ টিকা পেয়েছেন।
এদিকে যুক্তরাষ্ট্র তাদের ৫২ শতাংশ জনগণকে করোনার টিকার পূর্ণ ডোজ দিতে পেরেছে। এ ছাড়া যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম এমন ১০ লাখ মানুষ যুক্তরাষ্ট্রে করোনার টিকার তৃতীয় ডোজ পেয়েছেন। দুই ডোজ টিকা পাওয়া ব্যক্তিদের আট মাস পর তৃতীয় ডোজ ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই মাসের শেষ দিকে এই কার্যক্রম শুরু হবে।
এ নিয়ে ইউনিভার্সিটি অব ইয়র্কের স্বাস্থ্য নীতি বিভাগের প্রফেসর টিম দোরান বলেন, এটি একটি ন্যায্যতা বিষয়ক সমস্যা। যে সব ধনী দেশের কাছে ভালো পরিমাণে ভ্যাকসিন রয়েছে তারা সেটি নষ্ট করছে।
যুক্তরাষ্ট্র এ পর্যন্ত ৬০ কোটি ডোজ টিকা মধ্য আয়ের দেশ এবং দরিদ্র দেশগুলোর মধ্যে বিতরণ করেছে।
গাজায় চলমান যুদ্ধের মধ্যে ইসরায়েল বহুদিন ধরে দাবি করে আসছিল যে, হামাস জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ চুরি করছে। এই অভিযোগকে সামনে রেখেই তারা সেখানে খাদ্য সরবরাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তবে এখন জানা যাচ্ছে, ইসরায়েলি সামরিক বাহিনী এমন কোনো প্রমাণই পায়নি যে—হামাস পদ্ধতিগতভাবে জাতিসংঘ
২৯ মিনিট আগেথমথমে পরিবেশ, থেকে থেকে শোনা যাচ্ছে ট্যাঙ্কের গর্জন আর কামানের শব্দ—তিন দিন ধরে থাইল্যান্ডের সীমান্তবর্তী অঞ্চলগুলোর পরিস্থিতি এরকমই। দু’দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত দ্বন্দ্ব অবশেষে রূপ নিয়েছে খোলা সংঘর্ষে। গত বৃহস্পতিবার প্রতিবেশী কম্বোডিয়ার সঙ্গে পাল্টাপাল্টি গোলাগুলি শুরুর পর থেকে এটাই যেন হয়ে
৩৫ মিনিট আগেগাজায় দীর্ঘ কয়েক মাসের ইসরায়েলি অবরোধের পর যখন দুর্ভিক্ষে মানুষ প্রাণ হারানো শুরু করেছে ঠিক তখনই আন্তর্জাতিক চাপের মুখে অঞ্চলটিতে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল। পাশাপাশি, আবারও আকাশপথে উড়োজাহাজ থেকেও ত্রাণ ফেলা শুরু হয়েছে। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগেভারতের উত্তরাখণ্ডের হরিদ্বারের মনসা দেবীর মন্দিরে পদদলনের ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৭ জন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫৫ জন। মন্দিরে ওঠার সিঁড়িতেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে