যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে সাতটি অঙ্গরাজ্যকে ‘সুইং স্টেট’ হিসেবে ধরা হচ্ছে। সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এখানে সর্বাধিক ১৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে সফটওয়্যার ত্রুটির কারণে ভোট প্রদানে বেগ পেতে হয়েছে ভোটারদের। তবে নির্বিঘ্নে ভোটের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে সফটওয়্যার ত্রুটির কারণে ব্যালট স্ক্যান করতে সমস্যা হয়েছে। অর্থাৎ ভোট প্রদানের পরেও কিছুক্ষেত্রে সেটি স্ক্যান করতে পারেনি মেশিন। ফলে ভোট প্রদানে বিলম্ব হয়েছে।
ক্যাম্ব্রিয়া কাউন্টির কমিশনারদের নিয়ে গঠিত ক্যাম্ব্রিয়া কাউন্টি বোর্ড অফ ইলেকশন এক বিবৃতিতে জানায়, আজ সকালে তাঁরা জানতে পারেন, সফটওয়্যার ত্রুটির কারণে ভোটারেরা ব্যালট স্ক্যান করতে পারছেন না। তাঁরা যেন কোনোভাবেই নিরুৎসাহিত না হন, সে কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। সফটওয়্যার সমস্যা সমাধানে আইটি বিশেষজ্ঞ ডাকা হয়েছে। যারা ইতিমধ্যে ভোট প্রদান করেছেন, তাঁদের সকলের ভোট নিরাপদ রয়েছে এবং গণনা করা হবে। কেউ চাইলে মেশিনের পরিবর্তে পেপার ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে ভোট শুরুর চার ঘণ্টা পর সফটওয়্যারজনিত ত্রুটির এমন তথ্য পাওয়া যায়। এছাড়া পেনসিলভানিয়ার আলেঘানি কাউন্টিতেও ভোট প্রদানে বিলম্ব হওয়ার দুটি ঘটনার কথা জানা গেছে।
ড্যাভ লুসিও নামের একজন ভোটার সিএনএনকে বলেন, ‘আমরা (লুসিও ও তাঁর স্ত্রী) ভোট দিতে গিয়ে দেখি, কেন্দ্র একেবারে ফাঁকা। পরে সফটওয়্যার ত্রুটির বিষয়টি জানতে পারি। সবকিছু ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণত ব্যবধান গড়ে দেয় সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা।
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে সাতটি অঙ্গরাজ্যকে ‘সুইং স্টেট’ হিসেবে ধরা হচ্ছে। সুইং স্টেটগুলোর মধ্যে পেনসিলভানিয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা এখানে সর্বাধিক ১৯টি ইলেক্টোরাল ভোট রয়েছে। গুরুত্বপূর্ণ এই অঙ্গরাজ্যে সফটওয়্যার ত্রুটির কারণে ভোট প্রদানে বেগ পেতে হয়েছে ভোটারদের। তবে নির্বিঘ্নে ভোটের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়েছে।
আজ মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে সফটওয়্যার ত্রুটির কারণে ব্যালট স্ক্যান করতে সমস্যা হয়েছে। অর্থাৎ ভোট প্রদানের পরেও কিছুক্ষেত্রে সেটি স্ক্যান করতে পারেনি মেশিন। ফলে ভোট প্রদানে বিলম্ব হয়েছে।
ক্যাম্ব্রিয়া কাউন্টির কমিশনারদের নিয়ে গঠিত ক্যাম্ব্রিয়া কাউন্টি বোর্ড অফ ইলেকশন এক বিবৃতিতে জানায়, আজ সকালে তাঁরা জানতে পারেন, সফটওয়্যার ত্রুটির কারণে ভোটারেরা ব্যালট স্ক্যান করতে পারছেন না। তাঁরা যেন কোনোভাবেই নিরুৎসাহিত না হন, সে কারণে সময় বাড়ানোর আবেদন করা হয়েছে। সফটওয়্যার সমস্যা সমাধানে আইটি বিশেষজ্ঞ ডাকা হয়েছে। যারা ইতিমধ্যে ভোট প্রদান করেছেন, তাঁদের সকলের ভোট নিরাপদ রয়েছে এবং গণনা করা হবে। কেউ চাইলে মেশিনের পরিবর্তে পেপার ব্যালটের মাধ্যমে ভোট দিতে পারেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পেনসিলভানিয়ার ক্যাম্ব্রিয়া কাউন্টিতে ভোট শুরুর চার ঘণ্টা পর সফটওয়্যারজনিত ত্রুটির এমন তথ্য পাওয়া যায়। এছাড়া পেনসিলভানিয়ার আলেঘানি কাউন্টিতেও ভোট প্রদানে বিলম্ব হওয়ার দুটি ঘটনার কথা জানা গেছে।
ড্যাভ লুসিও নামের একজন ভোটার সিএনএনকে বলেন, ‘আমরা (লুসিও ও তাঁর স্ত্রী) ভোট দিতে গিয়ে দেখি, কেন্দ্র একেবারে ফাঁকা। পরে সফটওয়্যার ত্রুটির বিষয়টি জানতে পারি। সবকিছু ঠিক হওয়া পর্যন্ত অপেক্ষা করব।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে সাধারণত ব্যবধান গড়ে দেয় সুইং স্টেটস বা ব্যাটলগ্রাউন্ড স্টেটস বলে পরিচিত অঙ্গরাজ্যগুলো। এবারের নির্বাচনে সাত সুইং স্টেটস হলো—মিশিগান, উইসকনসিন, পেনসিলভানিয়া, জর্জিয়া, উত্তর ক্যারোলিনা, অ্যারিজোনা ও নেভাদা।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৭ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১০ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৩ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৪ ঘণ্টা আগে