যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১১৭ জন। গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মায়ামির সার্ফসাইডে ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধারকারী বাহিনীর একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, এখন কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।
স্থানীয় সময় সোমবারও উদ্ধারকারী বাহিনী পুরোদমে উদ্ধারকাজ চালিয়েছে।
মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, সোমবার একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে ক্রান্তীয় ঝড় এলসা আঘাত হানার শঙ্কায় ১২তলা ভবন ধ্বংসস্তূপ থেকে সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি ও নিহতদের দেহাবশেষ উদ্ধারে চলমান অভিযান স্থগিত করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার সেটি আবার শুরু হয়।
উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ১২তলা ভবনধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছে ১১৭ জন। গতকাল সোমবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এএফপির প্রতিবেদনে বলা হয়, মায়ামির সার্ফসাইডে ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে। ধ্বংসস্তূপ থেকে নিখোঁজদের উদ্ধারের জন্য এখনো অভিযান চালানো হচ্ছে। তবে উদ্ধারকারী বাহিনীর একজন ইসরায়েলি কর্মকর্তা জানিয়েছেন, এখন কাউকে জীবিত পাওয়ার সম্ভাবনা প্রায় শূন্য।
স্থানীয় সময় সোমবারও উদ্ধারকারী বাহিনী পুরোদমে উদ্ধারকাজ চালিয়েছে।
মায়ামি-ডাড কাউন্টির মেয়র ড্যানিয়েলা লেভিন কাভা জানিয়েছেন, সোমবার একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী ধসে পড়া ১২তলা ভবনের অবশিষ্টাংশ গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
এর আগে ক্রান্তীয় ঝড় এলসা আঘাত হানার শঙ্কায় ১২তলা ভবন ধ্বংসস্তূপ থেকে সম্ভাব্য জীবিতদের খোঁজে তল্লাশি ও নিহতদের দেহাবশেষ উদ্ধারে চলমান অভিযান স্থগিত করা হয়েছিল। স্থানীয় সময় সোমবার সেটি আবার শুরু হয়।
উল্লেখ্য, গত ২৪ জুন প্রথম প্রহরে মায়ামির উত্তরের সার্ফসাইড শহরে ভবনটি ধসে পড়ার পর থেকে ধ্বংসস্তূপের মধ্যে এ পর্যন্ত জীবিত কারও খোঁজ পাওয়া যায়নি।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
১ ঘণ্টা আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
২ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
২ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
৩ ঘণ্টা আগে