Ajker Patrika

ট্রাম্পের অভিষেকে থাকবেন বাইডেন দম্পতি

গত ১৩ নভেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেন। ছবি: এএফপি
গত ১৩ নভেম্বর হোয়াইট হাউসের ওভাল অফিসে প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎ করেন। ছবি: এএফপি

জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দা গার্ডিয়ান।

হোয়াইট হাউসের সিনিয়র ডেপুটি প্রেস সেক্রেটারি অ্যান্ড্রু বেটস বলেন, ‘প্রেসিডেন্ট বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, নির্বাচনে যে-ই বিজয়ী হোক, তিনি তাঁর অভিষেক অনুষ্ঠানে যোগ দেবেন। তিনি ও ফার্স্ট লেডি সেই প্রতিশ্রুতি রক্ষা করবেন।’

তবে, ২০২১ সালের জানুয়ারিতে বাইডেনের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকেননি ট্রাম্প। সে বছরের ৬ জানুয়ারি, ট্রাম্প সমর্থকদের ক্যাপিটাল হিলে হামলার কয়েক দিন পরেই বাইডেনের অভিষেক অনুষ্ঠিত হয়েছিল।

নির্বাচনে জয়ের পর, বাইডেন ট্রাম্পকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন–কিন্তু ২০২০ সালের নির্বাচনে পরাজয়ের পর ট্রাম্প এই বিষয়টি এড়িয়ে গিয়েছিলেন। তবে বাইডেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াটি ‘যতটা মসৃণ করা সম্ভব’ তিনি করবেন।

চলতি মাসের শুরুর দিকে বাইডেন বলেন, ‘আমি ক্ষমতা হস্তান্তরের অপেক্ষায় আছি। আপনার জন্য প্রয়োজনীয় সবকিছু নিশ্চিত করতে যা যা করা সম্ভব, করব। আমি আশা রাখি, সেদিন আমরা কিছু বিষয়ে কথা বলার সুযোগ পাব। আবারও আপনাকে হোয়াইট হাউসে স্বাগতম।’

২০২১ সালে বাইডেনের অভিষেক অনুষ্ঠান এড়িয়ে যাওয়ার ব্যাপারটি যদিও নজিরবিহীন নয়। তবে ১৫০ বছরেরও ইতিহাসে ডোনাল্ড ট্রাম্প প্রথম প্রেসিডেন্ট যিনি তাঁর উত্তরসূরির অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হননি।

উল্লেখ্য, আগামী বছরের ২০ জানুয়ারি দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে প্রবেশ করবেন ডোনাল্ড ট্রাম্প। ইতমধ্যে ১৫ সদস্য নিয়ে মন্ত্রিসভাও জন্য চূড়ান্ত করে ফেলেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত