Ajker Patrika

আইএস জিহাদি এল শাফি শিরশ্ছেদের দায়ে দোষী সাব্যস্ত

আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ১২: ০৮
আইএস জিহাদি এল শাফি শিরশ্ছেদের দায়ে দোষী সাব্যস্ত

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি আদালত ইসলামিক স্টেটের (আইএস) একজন প্রাক্তন ব্রিটিশ জিহাদিকে শিরশ্ছেদের দায়ে দোষী সাব্যস্ত করেছেন। তাঁর নাম এল শাফি এলশেখ। তিনি সাংবাদিক এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবীসহ সিরিয়ায় বেশ কয়েকজন মার্কিন নাগরিককে জিম্মি, অপহরণ, নির্যাতন ও শিরশ্ছেদের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে অভিযুক্ত ছিলেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ও বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ১১ দিন বিচারকার্যের পর গতকাল বৃহস্পতিবার মার্কিন আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। ৩৩ বছর বয়সী এল শাফি ‘বিটলস’ নামে পরিচিত ছিলেন। তাঁর হাতে চারজন মার্কিন জিম্মির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন সাংবাদিক জেমস ফোলি, স্টিভেন সটলফ ও স্বেচ্ছাসেবী কায়লা মুলার এবং পিটার ক্যাসিগ। এ ছাড়া ব্রিটিশ ত্রাণকর্মী ডেভিড হেইনস, অ্যালান হেনিং এবং জাপানি সাংবাদিক হারুনা ইউকাওয়া ও কেনজি গোটোর মৃত্যুর জন্যও তাঁকে দায়ী করা হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজনের শিরশ্ছেদ করা হয়েছিল এবং তাঁদের মৃত্যুর ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হয়েছিল। তখন এসব নৃশংস হত্যাকাণ্ড বিশ্বজুড়ে ক্ষোভের জন্ম দিয়েছিল। 

এল শাফি ছিলেন ইসলামিক স্টেটের চার সদস্যের একটি সন্ত্রাসী সেলের সদস্য। সাংবাদিক জেমস ফোলি এবং স্বেচ্ছাসেবী কায়লা মুলার ও পিটার ক্যাসিগের হত্যাদৃশ্যের ভিডিও প্রকাশের পর এই সেলটি আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেছিল। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

আগের তিন ভোটের নির্বাচনী কর্মকর্তারা দায়িত্ব পাবেন না

সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় সমন্বয়ক পরিচয়ে ৫০ লাখ টাকা চাঁদা দাবি, আটক ৫

মাখোঁ কেন ফিলিস্তিন রাষ্ট্র চায়, রহস্য কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত